সিইসি: এআই অপব্যবহার হতে পারে নির্বাচনের জন্য ভয়াবহ হুমকি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৬ ১৩:০৩:২২
সিইসি: এআই অপব্যবহার হতে পারে নির্বাচনের জন্য ভয়াবহ হুমকি
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির অপব্যবহার একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি এআই-কে একটি আধুনিক হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, এটি অস্ত্রের চেয়েও ভয়াবহ হতে পারে।

শনিবার খুলনায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নির্বাচনকে প্রভাবিত করতে প্রযুক্তিনির্ভর হস্তক্ষেপের চেষ্টা হতে পারে। তাই কমিশন এসব ঝুঁকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে আমরা সতর্কভাবে নজর রাখছি।

ভোটারদের আস্থা পুনরুদ্ধারকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে সিইসি বলেন, “জনগণের আস্থা অর্জন আমাদের প্রধান লক্ষ্য। বিশেষ করে নারী ভোটারদের কেন্দ্রে আনতে আমরা বিশেষ উদ্যোগ নিচ্ছি।”

তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা, জালিয়াতি বা অস্ত্র ব্যবহারের মতো অপতৎপরতা ঠেকাতে আগেই ব্যবস্থা নেওয়া হবে। সিইসি বলেন, “আমরা দিনের আলোতেই সব কার্যক্রম করব, রাতের আঁধারে কিছু করব না। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যেই আমাদের উদ্যোগ। তা না হলে দেশের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠবে।”

মতবিনিময় সভায় খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ