গেরিলা প্রশিক্ষণে লিপ্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের মাস্টারপ্ল্যান ফাঁস

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০১ ১৩:২৫:২৪
গেরিলা প্রশিক্ষণে লিপ্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের মাস্টারপ্ল্যান ফাঁস
ছবি: সংগৃহীত

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে একটি চাঞ্চল্যকর তথ্য—আওয়ামী লীগের কিছু নেতাকর্মী দেশে ও বিদেশে গেরিলা প্রশিক্ষণ গ্রহণ করছেন এবং তাদের লক্ষ্য ‘ঢাকা দখল’। গোয়েন্দা সূত্রের এমন খবরে নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রতি এই পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে গ্রেফতার হওয়া কয়েকজনের জবানবন্দি থেকে উঠে এসেছে ভয়াবহ একটি মাস্টারপ্ল্যান, যার মূল উদ্দেশ্য বড় ধরনের সংঘাত ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দেশের নিয়ন্ত্রণ নেওয়া।

গোয়েন্দা সূত্র জানায়, এই প্রশিক্ষণ কর্মসূচি শুধুমাত্র মৌখিক পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ইতোমধ্যেই ঢাকাসহ গোপালগঞ্জ, ফরিদপুর এবং দেশের বাইরে দিল্লি ও কলকাতার নির্দিষ্ট জায়গায় পালিয়ে থাকা আওয়ামী নেতাকর্মীরা গোপন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণপ্রাপ্তরা ‘হাইকমান্ডের নির্দেশ’ পেলেই সংগঠিতভাবে রাজধানীমুখী হবেন এবং শাহবাগ মোড় দখলের মাধ্যমে রাজধানীতে রাজনৈতিক চমক সৃষ্টি করবেন এমনটাই ছিল কোর পরিকল্পনা।

বিশেষ করে ৮ জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রায় ৪০০ নেতাকর্মী অংশ নেন, যেখানে সরকারবিরোধী নানা স্লোগান ও সংগঠনী কৌশল নিয়ে আলোচনা হয়। পরে এই তথ্যের ভিত্তিতে ১৩ জুলাই আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীর একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে। তারা হলেন সোহেল রানা (৪৮), যিনি বরগুনার তালতলীর বাসিন্দা এবং বর্তমানে উত্তরার বাসিন্দা; অপরজন শামীমা নাসরিন শম্পা (৪৬), যিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাসিন্দা। শম্পার স্বামী আহাদুজ্জামান একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।

গ্রেফতারদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই গোপন পরিকল্পনায় অবসরে যাওয়া সরকারি কর্মকর্তাসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরাও অংশ নিয়েছেন। প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল ‘একটি নির্ধারিত মুহূর্তে’ হাজার হাজার কর্মীকে ঢাকায় এনে ‘শাহবাগ দখল’ করে ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করা। পরিকল্পনা অনুযায়ী, এ সময় সরকারকে ‘অকার্যকর’ প্রমাণ করে দেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতাকর্মীদের মাঠে নামানো হতো।

সবশেষে, পরিস্থিতি অনুকূলে এলে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে একটি নতুন রাজনৈতিক অবস্থান তৈরি করার প্রস্তুতি ছিল। যদিও এই পরিকল্পনার কতটা অগ্রগতি হয়েছে, তা নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা বাহিনী, তবে তদন্ত চলছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার কামরুল হাসান বলেন, “এটি একটি বৃহৎ কর্মসূচি। নিরাপত্তা তদন্তের স্বার্থে আপাতত এ নিয়ে বিস্তারিত বলা যাচ্ছে না। তবে শুধু ডিবি নয়, একাধিক গোয়েন্দা সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে।”

-শরিফুল

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ