জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লং মার্চে পুলিশের হামলা: ৩০ শিক্ষার্থী ঢাকা মেডিকেলে

সত্য নিউজ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দফা দাবিতে আয়োজিত ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি পুলিশি হামলায় রূপ নেয়। টিয়ারগ্যাস, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এমনকি গরম পানি নিক্ষেপের মতো ভয়াবহ দমনমূলক ব্যবস্থায় রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় কাকরাইল মোড়। এতে শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
বুধবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে এক হাজারের বেশি শিক্ষার্থী মিছিল নিয়ে যমুনার দিকে রওনা হলে পুলিশের বাধায় বারবার আটকে পড়েন। গুলিস্তান ও মৎস্য ভবনের বাধা অতিক্রম করে কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে পৌঁছালে অতর্কিতে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে, লাঠিচার্জ করে, এমনকি গরম পানিও ছুড়ে দেয় বলে অভিযোগ উঠেছে।
আহতদের মধ্যে আছেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন, ইংরেজি বিভাগের শিক্ষক নাসিরউদ্দিন, ইতিহাস বিভাগের শিক্ষক বেলাল, সহকারী প্রক্টর নাইম সিদ্দিকি ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন লিমন। এ ছাড়া ঢাকা ট্রিবিউন ও দৈনিক সংবাদের প্রতিনিধিসহ ৩০ জনের বেশি শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
আহত সাংবাদিক মাহাতাব লিমন, শিক্ষার্থী ওমর ফারুক, সাকিব, আরিফ, ইমন, রেদোয়ান, আসিফ, শফিক, নাহিদ, জিসানুলসহ বহু শিক্ষার্থী রাজপথেই লুটিয়ে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ ঘটনায় প্রতিবাদস্বরূপ শিক্ষক-শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে বসে পড়েন এবং অবস্থান কর্মসূচি শুরু করেন। জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. রইছ উদ্দিন বলেন, "এই অমানবিক হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকব।" বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তাজাম্মুল হকও শিক্ষার্থীদের দাবিকে ন্যায্য উল্লেখ করে বলেন, “আমার সহকারী প্রক্টরের ওপরও হামলা হয়েছে, আমরা এই অন্যায়ের বিচার না হওয়া পর্যন্ত সরব থাকব।”
পুলিশের পক্ষ থেকে রমনা জোনের ডিসি মাসুদ বলেন, “যমুনার সামনে যাওয়ার সুযোগ নেই।” অন্যদিকে শিক্ষার্থীরা জানান, ইউজিসি আশ্বাস না দেওয়ায় তারা বাধ্য হয়ে ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—
1. জবির ৭০% শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করা,2. ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন,3. দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন ও দ্রুত বাস্তবায়ন।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাহফুজ আলমের ফেইসবুক পোস্ট: কি বার্তা দিলেন?
- “ইশরাককে দায়িত্ব দাও, শহর বাঁচাও!”- কেন এই স্লোগান!
- আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজারের দুয়ার!
- আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ: জনগণের সিদ্ধান্তের সঙ্গেই থাকবে বিএনপি
- ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত: কারও প্রকৃত বিজয় নেই, শুধু দাবির প্রতিযোগিতা
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: কাগজে শান্তি, মাটিতে অনিশ্চয়তা
- চীনের কৌশলগত সহায়তায় পাকিস্তানের সামরিক শক্তির উত্থান: আঞ্চলিকশক্তির নতুন বিন্যাস
- ১০৩ বছরের নীরবতা ভাঙল এল ক্লাসিকো, দেখল অভাবনীয় গোলবন্যা!
- তারেক রহমানের প্রশ্ন: অন্তর্বর্তী সরকার কি স্বৈরাচারের পুনর্বাসন করছে?
- হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত ৪০, কয়েকটি বাড়িঘর ভাঙচুর
- নেইমার কিনলেন ১৫ কোটি টাকার ফেরারি: কারন শুনলে অবাক হবে
- আ.লীগ নিষিদ্ধে বিএনপি কি দ্বিধায়?
- কম খরচে উচ্চশিক্ষার সুযোগ: সহজ এবং সাশ্রয়ী ভিসা প্রক্রিয়ার মাধ্যমে যেখানে পড়াশোনা করা সম্ভব
- যুদ্ধবিরতিতে কাশ্মীরের কী বার্তা?
- ভারত-পাকিস্তান সম্মত যুদ্ধবিরতিতে