নেইমার কিনলেন ১৫ কোটি টাকার ফেরারি: কারন শুনলে অবাক হবে 

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৪ ১৬:১৭:৪৭
নেইমার কিনলেন ১৫ কোটি টাকার ফেরারি: কারন শুনলে অবাক হবে 

সত্য নিউজ: নেইমারের গ্যারেজে ঢুকতে গেলে চোখে সানগ্লাস পরে ঢুকতে হবে—কারণ এত ঝলমলে গাড়ির ঝলক সামলানো সত্যিই কঠিন! কদিন আগেই ৮ কোটি টাকার পোরশে কিনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন নেইমার। এবার আরও বড় চমক—প্রায় ১৫ কোটি টাকার ফেরারি SUV কিনলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে শুধু দাম শুনেই থেমে যাবেন না, কেন এই গাড়ির পেছনে এত টাকা খরচ করলেন নেইমার—তা জানলে অবাক হবেন!

ফেরারি ‘পুরোসাঙ্গু’: শুধু বিলাসিতা নয়, রীতিমতো এক পাওয়ার হাউস!নেইমারের নতুন গাড়িটি ফেরারির পুরোসাঙ্গু মডেল—এটি ফেরারির ইতিহাসের প্রথম SUV! কালো রঙের এই দানব গাড়িটির দাম ১৩ লাখ মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ১৫ কোটি। তবে শুধু বিলাসবহুল বললে কম বলা হয়—এটি একটি ৭২৫ হর্সপাওয়ারের দানব, যা রেস ট্র্যাকে দৌড়ানো যায় এমন ক্ষমতা রাখে।

দাম থাকলেই কি ফেরারি পাওয়া যায়?

না, ফেরারির মতো ব্র্যান্ড চাইলেই সবাইকে গাড়ি দেয় না। নেইমারকে প্রায় ২ বছর অপেক্ষা করতে হয়েছে এই গাড়ির জন্য! শুধু তাই নয়, তাদের কিছু বিশেষ শর্ত পূরণ করতে হয়, যার মধ্যে নেইমারের খ্যাতি এবং অতীত রেকর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পোরশে ছিল ঝলক, ফেরারি যেন বজ্রপাত!

নেইমার কিছুদিন আগেই যেই পোরশে ৯১১ জিটি৩ আরএস কিনেছিলেন, সেটির দাম ছিল প্রায় ৮ কোটি টাকা। আর এই নতুন ফেরারির দাম তার প্রায় দ্বিগুণ! নেইমার যেন বুঝিয়ে দিলেন—"দাম দিয়ে নয়, স্টাইল দিয়ে চিনে রাখো আমাকে!"

গ্যারেজ নয়, যেন এক্সক্লুসিভ গাড়ি প্রদর্শনী!

নেইমারের গাড়ির সংগ্রহ দেখে অনেক গাড়ি প্রদর্শনীও লজ্জা পাবে। দেখে নিন তার গ্যারেজে থাকা কিছু রাজকীয় রথ:

* মার্সিডিস ক্লাস জি – ১.৬৩ লাখ ডলার

* বেন্টলি কন্টিনেন্টাল জিটি – ৩ লাখ ডলার

* লাম্বোরগিনি হুরাকান এসটিও – ৩.৪৯ লাখ ডলার

* অ্যাস্টন মার্টিন ডিবিএক্স – ২.৫৬ লাখ ডলার

* রেঞ্জ রোভার ফার্স্ট এডিশন – ১.৬ লাখ ডলার

চোটের কারণে মাঠের বাইরে থাকলেও নেইমার যেন অফ দ্য ফিল্ডেও শো করতে ভোলেন না। ‘গ্লোবো স্পোর্ত’ জানিয়েছে, সান্তোসে ফিরেই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এরই মাঝে এমন গাড়ি শৌখিনতায় যেন আরও একবার প্রমাণ করলেন, নেইমার শুধু খেলার মাঠেই নন—লাইফস্টাইলের ময়দানেও কিং

ট্যাগ: নেইমার

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত