আইপিএলে ধারাভাষ্যকারদের বেতনেও কোটির ছড়াছড়ি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৫ ১৪:০৫:৪৮
আইপিএলে ধারাভাষ্যকারদের বেতনেও কোটির ছড়াছড়ি

ক্রিকেট মাঠে উত্তেজনার রঙ চড়িয়ে দেন যাঁরা, তাঁরা হলেন ধারাভাষ্যকার। খেলোয়াড়রা মাঠে খেলেন, কিন্তু দর্শকদের মনে খেলার গল্প আঁকেন এই কণ্ঠসৈনিকেরা। আর সেই গলার জাদুতেই আইপিএলের মতো টাকার খেলায় তাঁদের আয় হয় কোটি কোটি রুপি।

ভারতের ‘ফাইন্যান্সিয়াল টাইমস’–এর এক সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, আইপিএলের ধারাভাষ্যকারদের প্রতি ম্যাচে কত আয় হয় তা নিয়ে বিস্ময়কর তথ্য। ক্রিকেট বিশ্বে যাঁরা ধারাভাষ্যের জগতে অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত, যেমন: সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, হার্শা ভোগলে- তাঁরা আইপিএলে ম্যাচপ্রতি আয় করেন ৬ থেকে ১০ লাখ রুপি।

এদের অনেকেই আন্তর্জাতিক ধারাভাষ্যেও জনপ্রিয়, যার ফলে সম্প্রচার সংস্থাগুলো তাঁদের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক বরাদ্দ রাখে। পেশায় নতুন কিংবা কম পরিচিত ধারাভাষ্যকাররা আইপিএলে ম্যাচপ্রতি আয় করেন গড়ে ৩.৫ লাখ রুপি। তবে কেউ যদি দক্ষ হন এবং একাধিক ভাষায় ধারাভাষ্য দিতে পারেন, তাহলে তাঁর বেতন দ্রুত বাড়ে।

আইপিএলে এখন শুধু ইংরেজি নয়, হিন্দি ও অন্যান্য আঞ্চলিক ভাষায়ও ধারাভাষ্য দেওয়া হয়। যেমন: তামিল, তেলেগু, কন্নড়, বাংলা ইত্যাদি।

এদের মধ্যে ইংরেজি ভাষ্যকারদের চাহিদা বেশি, কারণ আন্তর্জাতিক দর্শকরাও আইপিএল দেখে ইংরেজিতে। তবে যাঁরা ইংরেজির পাশাপাশি আঞ্চলিক ভাষায়ও দক্ষ, তাঁদের আয় আরও বেশি।

আইপিএল মানেই উচ্চ দর্শকসংখ্যা, বিশ্বজুড়ে সম্প্রচার, আর মোট ১০+ ভাষায় সম্প্রচার কভারেজ। এর অর্থ, ধারাভাষ্যকারদের কণ্ঠ দিয়েই কোটি কোটি মানুষের কাছে ম্যাচ পৌঁছে যায়। তাই যাঁদের গলা আকর্ষণীয়, ভাষা প্রাঞ্জল ও ক্রিকেট বোঝার ক্ষমতা বেশি, তাঁদের পারিশ্রমিকও আকাশছোঁয়া।

খেলোয়াড়দের নিলামে যেমন দর ওঠে কোটি টাকায়, তেমনি ধারাভাষ্যকাররাও মাইকের সামনে দাঁড়িয়ে নিজের দক্ষতায় আয় করছেন লক্ষ লক্ষ টাকা। ক্রিকেট শুধু খেলার নয়, এখন একটি বিনোদন শিল্প—যেখানে কণ্ঠসৈনিকরাও হয়ে উঠেছেন সুপারস্টার।

ইমন, নিজস্ব প্রতিবেদক

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত