নভোএয়ার ফিরছে নতুন অফার নিয়ে!

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৫ ১৮:৩১:৫৮
নভোএয়ার ফিরছে নতুন অফার নিয়ে!

দেশের বেসরকারি বিমান পরিবহন খাতে জনপ্রিয় নভোএয়ার আগামী বুধবার (২১ মে) থেকে পুনরায় অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করবে। পাশাপাশি, যাত্রীদের উৎসাহিত করতে টিকিটে ১৫ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

গত ২ মে থেকে ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে সাময়িকভাবে ফ্লাইট সেবা বন্ধ রাখে নভোএয়ার। সেই সময়ে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন সৃষ্টি হয়, বিশেষ করে বিক্রির সম্ভাবনার প্রসঙ্গে। এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, নভোএয়ার তাদের বিমানের সম্পদ বিক্রির প্রস্তুতি নিচ্ছে এবং সম্ভাব্য বিদেশি ক্রেতারা উড়োজাহাজ নিরীক্ষার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জানান, ফ্লাইট বন্ধ রাখা ছিল ব্যবসায়িক রণনীতির একটি অংশ এবং এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তারা আবার অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। টিকিট কিনতে যাত্রীরা নভোএয়ারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, সেলস অফিস কিংবা স্থানীয় ট্রাভেল এজেন্টদের মাধ্যমে সুবিধা নিতে পারবেন।

২০১৩ সালের ৯ জানুয়ারি বাণিজ্যিক যাত্রা শুরু করা নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে ছয়টি অভ্যন্তরীণ গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে। এসব গন্তব্য হলো—চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, রাজশাহী ও সৈয়দপুর। প্রতিদিন এই রুটগুলোতে একাধিক ফ্লাইট পরিচালিত হয়। এছাড়া আন্তর্জাতিক রুটে ঢাকা-কলকাতা ফ্লাইট পরিচালনা করলেও বর্তমানে এটি স্থগিত রয়েছে।

নভোএয়ারের মালিকানা নিয়ে রয়েছে পোশাক শিল্প প্রতিষ্ঠান তুসুকা গ্রুপের কর্ণধারসহ বিভিন্ন ব্যবসায়ী ও রাজনীতিবিদদের অংশীদারিত্ব। এক যুগের বেশি সময়ের মধ্যে নানা ওঠাপড়ার মধ্য দিয়ে সংস্থাটি এখন পুনরুজ্জীবিত হওয়ার লক্ষ্যে যাচ্ছে।

নতুন ছাড়ের ঘোষণা ও পুনরায় সেবা চালু করার মাধ্যমে নভোএয়ার তার যাত্রীদের কাছে ফিরতে প্রস্তুত, যা দেশের অভ্যন্তরীণ বিমান পরিবহন খাতের জন্য ইতিবাচক সঙ্কেত হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগ: নভোএয়ার

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত