নভোএয়ার ফিরছে নতুন অফার নিয়ে!

দেশের বেসরকারি বিমান পরিবহন খাতে জনপ্রিয় নভোএয়ার আগামী বুধবার (২১ মে) থেকে পুনরায় অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করবে। পাশাপাশি, যাত্রীদের উৎসাহিত করতে টিকিটে ১৫ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
গত ২ মে থেকে ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে সাময়িকভাবে ফ্লাইট সেবা বন্ধ রাখে নভোএয়ার। সেই সময়ে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন সৃষ্টি হয়, বিশেষ করে বিক্রির সম্ভাবনার প্রসঙ্গে। এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, নভোএয়ার তাদের বিমানের সম্পদ বিক্রির প্রস্তুতি নিচ্ছে এবং সম্ভাব্য বিদেশি ক্রেতারা উড়োজাহাজ নিরীক্ষার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জানান, ফ্লাইট বন্ধ রাখা ছিল ব্যবসায়িক রণনীতির একটি অংশ এবং এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তারা আবার অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। টিকিট কিনতে যাত্রীরা নভোএয়ারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, সেলস অফিস কিংবা স্থানীয় ট্রাভেল এজেন্টদের মাধ্যমে সুবিধা নিতে পারবেন।
২০১৩ সালের ৯ জানুয়ারি বাণিজ্যিক যাত্রা শুরু করা নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে ছয়টি অভ্যন্তরীণ গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে। এসব গন্তব্য হলো—চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, রাজশাহী ও সৈয়দপুর। প্রতিদিন এই রুটগুলোতে একাধিক ফ্লাইট পরিচালিত হয়। এছাড়া আন্তর্জাতিক রুটে ঢাকা-কলকাতা ফ্লাইট পরিচালনা করলেও বর্তমানে এটি স্থগিত রয়েছে।
নভোএয়ারের মালিকানা নিয়ে রয়েছে পোশাক শিল্প প্রতিষ্ঠান তুসুকা গ্রুপের কর্ণধারসহ বিভিন্ন ব্যবসায়ী ও রাজনীতিবিদদের অংশীদারিত্ব। এক যুগের বেশি সময়ের মধ্যে নানা ওঠাপড়ার মধ্য দিয়ে সংস্থাটি এখন পুনরুজ্জীবিত হওয়ার লক্ষ্যে যাচ্ছে।
নতুন ছাড়ের ঘোষণা ও পুনরায় সেবা চালু করার মাধ্যমে নভোএয়ার তার যাত্রীদের কাছে ফিরতে প্রস্তুত, যা দেশের অভ্যন্তরীণ বিমান পরিবহন খাতের জন্য ইতিবাচক সঙ্কেত হিসেবে দেখা হচ্ছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাহফুজ আলমের ফেইসবুক পোস্ট: কি বার্তা দিলেন?
- “ইশরাককে দায়িত্ব দাও, শহর বাঁচাও!”- কেন এই স্লোগান!
- আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ: জনগণের সিদ্ধান্তের সঙ্গেই থাকবে বিএনপি
- ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত: কারও প্রকৃত বিজয় নেই, শুধু দাবির প্রতিযোগিতা
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: কাগজে শান্তি, মাটিতে অনিশ্চয়তা
- চীনের কৌশলগত সহায়তায় পাকিস্তানের সামরিক শক্তির উত্থান: আঞ্চলিকশক্তির নতুন বিন্যাস
- ১০৩ বছরের নীরবতা ভাঙল এল ক্লাসিকো, দেখল অভাবনীয় গোলবন্যা!
- আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজারের দুয়ার!
- তারেক রহমানের প্রশ্ন: অন্তর্বর্তী সরকার কি স্বৈরাচারের পুনর্বাসন করছে?
- হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত ৪০, কয়েকটি বাড়িঘর ভাঙচুর
- নেইমার কিনলেন ১৫ কোটি টাকার ফেরারি: কারন শুনলে অবাক হবে
- আ.লীগ নিষিদ্ধে বিএনপি কি দ্বিধায়?
- কম খরচে উচ্চশিক্ষার সুযোগ: সহজ এবং সাশ্রয়ী ভিসা প্রক্রিয়ার মাধ্যমে যেখানে পড়াশোনা করা সম্ভব
- যুদ্ধবিরতিতে কাশ্মীরের কী বার্তা?
- ভারত-পাকিস্তান সম্মত যুদ্ধবিরতিতে