এবার খুনের মামলায় গ্রেপ্তার মমতাজ

সত্য নিউজ: জনপ্রিয় ফোক গায়িকা ও তিনবারের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ১২ মে, সোমবার রাত পৌনে ১২টায় রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। জানা গেছে, একাধিক মামলার মধ্যে একটি হত্যাকাণ্ডের অভিযোগে তাকে আটক করা হয়েছে।
২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর থেকেই ছিলেন লোকচক্ষুর আড়ালে। রাজনীতি তো বটেই, সামাজিক যোগাযোগমাধ্যমেও ছিলেন অনুপস্থিত। তার সর্বশেষ ফেসবুক পোস্ট ছিল গত ১৬ জুলাই। এরপর দীর্ঘ ৮৮ দিন নীরবতা ভেঙে ১৩ অক্টোবর রাতে হঠাৎ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গান প্রকাশ করেন মমতাজ।
‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে’—এই লাইন সম্বলিত গানটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। অনেকে ধরে নিয়েছিলেন, হয়তো সংগীতজগতে আবার নিয়মিত হচ্ছেন তিনি।
২০১৪, ২০১৮ ও সর্বশেষ ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মমতাজ বেগম। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন এক স্বতন্ত্র প্রার্থীর কাছে। পরাজয়ের পর থেকেই তাঁর রাজনীতি ও সংগীতচর্চা উভয় ক্ষেত্রেই দেখা যায় দীর্ঘ বিরতি। গানের জগতেও ধীরে ধীরে হয়ে পড়েন অনিয়মিত।
ফেসবুকে পোস্ট করা গানটি শুধু সংগীত হিসেবে নয়, অনেকের কাছে সেটি ছিল একটি ‘সাংকেতিক প্রত্যাবর্তন’। বিশেষ করে গানটির কথাগুলো—‘আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরান বান্ধিবি কেমনে’—নেটিজেনদের মধ্যে নানা ব্যাখ্যার জন্ম দেয়। কেউ বলেছিলেন এটি তাঁর আত্মগোপন ভেঙে ফেরার ঘোষণা, কেউ বা রাজনৈতিক বার্তা বলে ধরে নেন।
মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে এখনো এসব মামলার বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। পুলিশের পক্ষ থেকেও আনুষ্ঠানিক ব্রিফিং আসেনি।
এদিকে এই গ্রেপ্তারের পর সংগীতাঙ্গনের কোনো সংগঠন বা শিল্পী এখন পর্যন্ত স্পষ্ট প্রতিক্রিয়া জানায়নি। তার দীর্ঘদিনের সহকর্মী ও ভক্তরাও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকটা নীরব।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাহফুজ আলমের ফেইসবুক পোস্ট: কি বার্তা দিলেন?
- আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজারের দুয়ার!
- “ইশরাককে দায়িত্ব দাও, শহর বাঁচাও!”- কেন এই স্লোগান!
- ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত: কারও প্রকৃত বিজয় নেই, শুধু দাবির প্রতিযোগিতা
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: কাগজে শান্তি, মাটিতে অনিশ্চয়তা
- রেলওয়ের আয় ১ টাকা, খরচ ২.৫!নৈপথ্যে কারন?
- চীনের কৌশলগত সহায়তায় পাকিস্তানের সামরিক শক্তির উত্থান: আঞ্চলিকশক্তির নতুন বিন্যাস
- ১০৩ বছরের নীরবতা ভাঙল এল ক্লাসিকো, দেখল অভাবনীয় গোলবন্যা!
- গেম্বলারদের দৌরাত্ম্য: আস্থা ফেরাতে চাই কঠোর শাস্তি ও কাঠামোগত সংস্কার
- তারেক রহমানের প্রশ্ন: অন্তর্বর্তী সরকার কি স্বৈরাচারের পুনর্বাসন করছে?
- শেয়ার বাজারে স্বরণকালের বড় ধ্বসঃ নেপথ্যে কি?
- হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত ৪০, কয়েকটি বাড়িঘর ভাঙচুর
- নেইমার কিনলেন ১৫ কোটি টাকার ফেরারি: কারন শুনলে অবাক হবে
- আ.লীগ নিষিদ্ধে বিএনপি কি দ্বিধায়?
- কম খরচে উচ্চশিক্ষার সুযোগ: সহজ এবং সাশ্রয়ী ভিসা প্রক্রিয়ার মাধ্যমে যেখানে পড়াশোনা করা সম্ভব