ইত্যাদির

আবারও টিভি পর্দায় আসছে ইত্যাদির ঐতিহাসিক আহসান মঞ্জিল পর্ব

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩১ ১১:৪১:০২
আবারও টিভি পর্দায় আসছে ইত্যাদির ঐতিহাসিক আহসান মঞ্জিল পর্ব
ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনের দর্শকদের জন্য জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি বিশেষ সংকলিত পর্ব আবারও প্রচার হতে যাচ্ছে। আগামী ১ আগস্ট, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে এই পর্বটি।

২০০৯ সালের আগস্টে প্রথম প্রচারিত এই পর্বটি ধারণ করা হয়েছিল ঐতিহাসিক আহসান মঞ্জিলের সামনে, বুড়িগঙ্গা নদীর তীরে উন্মুক্ত মঞ্চে। অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনায় থাকছেন ইত্যাদির নিয়মিত নির্মাতা হানিফ সংকেত।

আহসান মঞ্জিল শুধু একটি দৃষ্টিনন্দন স্থাপনা নয়, এটি একসময় ছিল ঢাকার নবাবদের রাজপ্রাসাদ এবং জমিদারির কেন্দ্রীয় কার্যালয়। বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ জাদুঘর হিসেবে দেশের ইতিহাস-ঐতিহ্য বহন করছে।

এই পর্বে থাকছে সংগীতশিল্পী সামিনা চৌধুরীর গাওয়া একটি আবেগঘন বৃষ্টিভেজা গান। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, আর সুর ও সংগীতায়োজন করেছেন প্রয়াত আলী আকবর রুপু।

অনুষ্ঠানের বিভিন্ন প্রতিবেদনেও উঠে এসেছে দেশের নানা প্রান্তের সংগ্রামী মানুষের গল্প। যেমন—নীলফামারীর সীমান্তবর্তী গ্রাম ডিমলার প্রতিবন্ধী নারী বানু আক্তারের জীবনের সংগ্রাম, নাটোরের লক্ষণবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেনের ‘আম চিঠি’ প্রকল্প, এবং নিদর্শন সংগ্রাহক আবদুস সামাদ মণ্ডলের জীবনের গল্প, যিনি তার জীবনের বড় একটি অংশ ব্যয় করেছেন দেশের প্রাচীন নিদর্শন সংগ্রহে।

এছাড়াও এই পর্বে থাকবে ভারতের আগ্রা থেকে প্রেরিত তাজমহলবিষয়ক একটি বিদেশি তথ্যচিত্র।

‘ইত্যাদি’র সংকলিত এই পর্বে আরও দেখা যাবে সামাজিক অসংগতি ও সময়োপযোগী বিষয় নিয়ে নির্মিত নাট্যাংশ। পাশাপাশি দর্শকদের পছন্দের বিভাগ—নানি-নাতি, মামা-ভাগনে, দর্শক পর্ব ও চিঠিপত্রও থাকছে এই পর্বে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ