নতুন গল্প, নতুন শত্রু—‘অ্যাভাটার’ সিরিজের তৃতীয় পর্বের ট্রেলার প্রকাশ

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৯ ১৯:৫৪:১৪
নতুন গল্প, নতুন শত্রু—‘অ্যাভাটার’ সিরিজের তৃতীয় পর্বের ট্রেলার প্রকাশ
ছবি: সংগৃহীত

জেমস ক্যামেরনের জনপ্রিয় ‘অ্যাভাটার’ সিরিজ ফিরছে নতুন পর্ব নিয়ে। ‘অ্যাভাটার: ফায়ার এন্ড অ্যাশ’ শিরোনামে সিরিজের তৃতীয় পর্বের ট্রেলার প্রকাশিত হয়েছে। আগের দুই পর্বের তুলনায় এটি আরও বেশি উত্তেজনাপূর্ণ ও আবেগঘন হবে বলেই জানিয়েছেন নির্মাতা।

নতুন এ কিস্তিতে দর্শকরা আবারও প্যান্ডোরার রহস্যময় জগতে প্রবেশ করবেন। ভাসমান পর্বতমালা আর জ্যোতির্ময় অরণ্যের মাঝে শুরু হলেও গল্পের গতি দ্রুত মোড় নেয় সংঘর্ষের দিকে। এবার প্যান্ডোরার আদিবাসী গোত্রগুলোর মধ্যে একটি বড় যুদ্ধের আভাস মিলেছে।

গল্পের মূল চরিত্র জ্যাক সুলি ও নায়তিরির পরিবার এবার নতুন হুমকির মুখে পড়বে। ছাই গোত্রের নেত্রী ভ্যারাং এমন একজন শক্তিশালী নেত্রী, যিনি নিজের গোত্রের জন্য সবকিছু করতে প্রস্তুত। পরিচালক জেমস ক্যামেরন বলেন, ‘ভ্যারাং এমন একজন নেত্রী, যিনি নিজের জাতির জন্য সবকিছু স্বীকার করবেন, এমনকি তা আমাদের চোখে অমানবিক মনে হলেও।’

ট্রেলারে দেখা যায়, জ্যাক যুদ্ধ ও দ্বিধায় ভুগছেন, আর নায়তিরি তাকে তাদের পূর্বপুরুষদের আত্মত্যাগ ও শক্তির কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। নতুন একটি গোত্র বায়ু বণিকের আবির্ভাব ঘটে, যারা আকাশপথে চলাচল করে। যুদ্ধের শঙ্কায় জ্যাক ও তার পরিবার মেটকায়িনা গোত্রের সঙ্গে মিলে ভ্যারাংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

এই সিনেমায় অভিনয় করেছেন সিগোরনি উইভার, স্টিফেন ল্যাং, উনা চ্যাপলিন, ক্লিফ কার্টিস, ব্রিটেন ড্যালটন, ট্রিনিটি ব্লিস, জ্যাক চ্যাম্পিয়ন, বেইলি ব্যাস ও কেট উইন্সলেট। চিত্রনাট্য রচনা করেছেন জেমস ক্যামেরন, রিক জাফা ও অ্যামান্ডা সিলভার। কাহিনিতে যুক্ত ছিলেন জশ ফ্রিডম্যান ও শেইন সালার্নোও।

‘অ্যাভাটার: ফায়ার এন্ড অ্যাশ’ সিনেমাটি ২০২৫ সালের ১৯ ডিসেম্বর মুক্তি পাবে। একই দিনে বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে এই ছবি।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ