বলিউড

শুধু প্রেম নয়, ধড়ক ২ বলবে বাস্তবের অপ্রিয় সত্য

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৯ ১২:৩২:১৯
শুধু প্রেম নয়, ধড়ক ২ বলবে বাস্তবের অপ্রিয় সত্য
ছবিঃ সত্য নিউজ

বলিউডের উদীয়মান অভিনেত্রী ত্রিপ্তি ডিমরি যেভাবে একের পর এক শক্তিশালী চরিত্রে নিজের অভিনয়ের স্বাক্ষর রেখে চলেছেন, তা একেবারে আলাদাভাবে নজর কেড়েছে সিনেপ্রেমীদের। ‘অ্যানিমাল’ সিনেমার পর এবার ত্রিপ্তি ফিরছেন আরও সাহসী ও বাস্তবধর্মী চরিত্র নিয়ে। তার নতুন ছবি ‘ধড়ক ২’, যা ১ আগস্ট মুক্তি পাচ্ছে, সেখানে প্রেমের কাহিনির পেছনে থাকছে এক গভীর সামাজিক বার্তা—বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম।

শাজিয়া ইকবাল পরিচালিত এই ছবিতে ত্রিপ্তির বিপরীতে অভিনয় করছেন সিদ্ধান্ত চতুর্বেদী। দুজনেই এক সামাজিক বাস্তবতার বিরুদ্ধে দাঁড়িয়ে প্রেমকে আঁকড়ে ধরেন। বর্ণভেদের নির্মম বাস্তবতাকে সামনে এনে এই ছবি শুধু একটি প্রেমের গল্প নয়, বরং সমাজের একটি বিকৃত চেহারার মুখোশ উন্মোচন।

ভিধি চরিত্রে ত্রিপ্তি ডিমরি বলেছেন, “এই চরিত্রটি শুধু আমার অভিনয়ের অংশ নয়, এটি আমার নিজস্ব আত্মোপলব্ধির একটি যাত্রা। ভিধি তার সত্য বলার সাহসে আমাকে অনুপ্রাণিত করেছে।” ত্রিপ্তি জানান, জীবনে ৩০ বছর ধরে অনেক অন্যায়ের মুখোমুখি হলেও কখনো প্রতিবাদ করতে পারেননি। এই ছবিটি তাকে সেই সাহস দিয়েছে, সত্যের পক্ষে কথা বলার শক্তি দিয়েছে।

তবে ‘ধড়ক ২’-তেই শেষ নয় ত্রিপ্তির ক্যারিয়ারের জার্নি। সামনে রয়েছে বিশাল ভরদ্বাজের পরিচালনায় শাহিদ কাপুরের সঙ্গে একটি নতুন প্রজেক্ট এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবিতে প্রভাসের বিপরীতে কাজ করার সুযোগও। একের পর এক প্রতিশ্রুতিশীল প্রজেক্টে যুক্ত হয়ে ত্রিপ্তি ডিমরি এখন বলিউডের সবচেয়ে চর্চিত ও প্রতিভাবান অভিনেত্রীদের একজন।

-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ