বিয়ের সিদ্ধান্ত নিতে উপযুক্ত কাউকে খুঁজে পাচ্ছে না তমা মির্জা

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৯ ১৮:২৮:৩৮
বিয়ের সিদ্ধান্ত নিতে উপযুক্ত কাউকে খুঁজে পাচ্ছে না তমা মির্জা

চিত্রনায়িকা তমা মির্জা জানিয়েছেন, এখনো এমন কাউকে খুঁজে পাননি যার সঙ্গে বাকি জীবনটা কাটানোর কথা ভাবা যায়। ফলে বিয়ে বা সংসার নিয়ে আপাতত কোনো পরিকল্পনাও করছেন না তিনি।

বেশ কয়েক বছর ধরেই নির্মাতা রায়হান রাফীর সঙ্গে তমার সম্পর্ক নিয়ে গুঞ্জন রয়েছে শোবিজ অঙ্গনে। মাঝেমধ্যে বিচ্ছেদের গুঞ্জনও উঠে এসেছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তমার বক্তব্যে ফের নতুন করে এই আলোচনার জন্ম দিয়েছে।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তমা বলেন, “সংসার করতে হলে আগে নিজেকে প্রস্তুত করতে হয়। কাউকে বিয়ে করব বা সংসার করব—এমন মানুষ এখনো পাইনি। জীবনের পথে চলতে গিয়ে অনেকেই আসে, কেউ থেকে যায়, কেউ চলে যায়। আবার এটাও বলা ঠিক হবে না যে, জীবনে শুধু একজনকেই ভালোবেসেছি।”

তিনি আরও বলেন, “প্রেম জীবনে বারবার আসতে পারে। কেউ হয়তো একজনকেই ভালোবেসে জীবন কাটিয়ে দেন। কিন্তু এই সময়ের বাস্তবতায় এমন কাউকে পাওয়া খুব কঠিন। এখন এমন কেউ নেই, তাই বিয়ে বা সংসার নিয়ে ভাবছি না। তবে যদি হঠাৎ এমন কাউকে মনে হয় যে তার সঙ্গে জীবনটা কাটানো যায়, তখন হয়তো সিদ্ধান্ত নেব।”

বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন তমা। সম্প্রতি মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে তাকে দেখা গেছে। ছবিটি পরিচালনা করেন শিহাব শাহীন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ