মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের আপিলের রায় আজ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৭ ০৮:৩৪:০৪
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের আপিলের রায় আজ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের রায় আজ মঙ্গলবার (২৭ মে) ঘোষণা করবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আপিল বিভাগের রায় ঘিরে রয়েছে নানা জল্পনা।

এর আগে, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে ছয়টি মানবতাবিরোধী অপরাধের মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড এবং দুটি অপরাধে যথাক্রমে ২৫ বছর ও ৫ বছরের কারাদণ্ডাদেশ দেয়। অপর একটি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়।

আজহারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন রংপুর অঞ্চলে গণহত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, অগ্নিসংযোগসহ ভয়াবহ মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ আনা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন। আপিল শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে মূলত মৃত্যুদণ্ড বহাল রাখে।

২০২০ সালের ১৫ মার্চ প্রকাশিত হয় ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি। এরপর ২০২০ সালের ১৯ জুলাই রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করেন আজহারুল ইসলাম। ২৩ পৃষ্ঠার এ আবেদনে তিনি ১৪টি যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি তাকে আপিলের অনুমতি দেয় আপিল বিভাগ, যার শুনানি শেষ হয় গত ৮ মে। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য করা হয় আজ, ২৭ মে।

আজহারের আইনজীবী শিশির মনির বলেন, তারা যে যুক্তি ও তথ্য উপস্থাপন করেছেন, তাতে খালাস পাওয়ার যথেষ্ট ভিত্তি রয়েছে। তবে রাষ্ট্রপক্ষ বলছে, অপরাধ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডই যথাযথ বিচার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত