ডিসেম্বরে নির্বাচন চান সেনাপ্রধান

সত্য নিউজ:ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বুধবার ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমার অবস্থান আগের মতোই—দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই থাকা উচিত।”
ঢাকা সেনানিবাসের অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনাপ্রধান আরও বলেন, নির্বাচনসহ করিডর, বন্দর, সংস্কার ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের সেনা কর্মকর্তারা, অনেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন।
মানবিক করিডর নিয়ে মন্তব্য
মিয়ানমারের রাখাইন রাজ্যে সম্ভাব্য মানবিক করিডর গঠনের বিষয়ে সেনাপ্রধান বলেন, “এমন সিদ্ধান্ত নির্বাচিত সরকারের মাধ্যমেই আসা উচিত। এটি অবশ্যই জাতীয় স্বার্থ ও বৈধ প্রক্রিয়া অনুসরণ করে হতে হবে। যেকোনো উদ্যোগে রাজনৈতিক ঐকমত্য থাকতে হবে।”
মব ভায়োলেন্সে হুঁশিয়ারি
‘মব ভায়োলেন্স’ বা সংঘবদ্ধ জনতার সহিংসতা প্রসঙ্গে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে। আইনশৃঙ্খলার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।”
বন্দরের দায়িত্ব ও সংস্কার নিয়ে মত
চট্টগ্রাম বন্দরের পরিচালনা বিদেশিদের হাতে দেওয়া নিয়ে চলমান বিতর্কে সেনাপ্রধান বলেন, “এমন সিদ্ধান্তে স্থানীয় মানুষ ও রাজনীতিবিদদের মতামত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সরকারের মাধ্যমেই এটি হওয়া উচিত।” সংস্কার বিষয়ে প্রশ্নে তিনি জানান, “আমার সঙ্গে এ নিয়ে কোনো আলোচনা হয়নি।”
ঈদ এবং সার্বভৌমত্ব
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সেনাবাহিনী যাতে জনগণকে সর্বাত্মক সহায়তা দেয়, সে নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান। তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যক্রমে অংশ নেবে না, যা দেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করে।”
তিনি সেনাসদস্যদের নিরপেক্ষ থাকতে এবং ভবিষ্যতের নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন।
সেনাপ্রধানের বক্তব্যে পরিষ্কার—নির্বাচন, নিরাপত্তা ও জাতীয় স্বার্থে সেনাবাহিনী সতর্ক, দায়িত্বশীল এবং রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল অবস্থানে রয়েছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে গেম্বলারদের দৌরাত্ম্য: আস্থা ফেরাতে চাই কঠোর শাস্তি ও কাঠামোগত সংস্কার
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঈদের দীর্ঘ ছুটি, চালু থাকবে জরুরি সেবা
- বাংলাদেশে সেনা-সরকার উত্তেজনা ও ‘কু’ এর গুঞ্জন: নেপথ্যে কি?
- নতুন রাজনৈতিক সমীকরণে কারা টিকে থাকবে, কারা হারিয়ে যাবে?
- সেনাপ্রধানের বক্তব্য, জুলকারনাইন তাতে যা বললেন!
- তারকা পরিচিতি: রক্ষাকবচ না কি সমাজবিমুখ অব্যাহতি?
- নাহিদের স্পষ্ট বার্তা: এনসিপিতে নেই দুই উপদেষ্টা আসিফ ও মাহফুজ
- বিএনপির সালাউদ্দিনকে নিয়ে কি লিখলেন প্রেস সচিব শফিকুল?
- বাংলাদেশে আন্তর্বর্তী সরকারের পদক্ষেপে মৌলিক অধিকার হুমকিতে
- দারুননাজাত: নৈতিকতার আলোকবর্তিকা
- মুহাম্মদ ইউনূস প্রশাসনের ভবিষ্যৎ কেন অনিশ্চিত
- ইউজিসি-ম্যাকগিল পিএইচডি স্কলারশিপ: শুধুমাত্রবাংলাদেশি শিক্ষার্থীদের জন্য
- ডিপ্লোমেটিক শেকআপ: জসীম উদ্দিন দূতাবাসে , সচিব হচ্ছেন নজরুল
- ডিসেম্বরে নির্বাচন চান সেনাপ্রধান
- "ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সব রাজনৈতিক দল অকুণ্ঠ সমর্থন জানিয়েছে"