উপহারে পাওয়া পশু দিয়ে কোরবানি করা কি জায়েয?

ধর্ম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২০ ০৮:১৪:৪২
উপহারে পাওয়া পশু দিয়ে কোরবানি করা কি জায়েয?

সত্য নিউজ: কোরবানি ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা সামর্থ্যবান মুসলমানদের জন্য ঈদুল আজহায় পালন করা ফরজ নয়, বরং অত্যন্ত তাৎপর্যপূর্ণ সুন্নত। অনেকেই প্রশ্ন করেন, উপহারে পাওয়া পশু দিয়ে কোরবানি করা যায় কি না। ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, কোনো পশুর বৈধ মালিকানা অর্জিত হলেই তা দিয়ে কোরবানি করা যায়। সে পশুটি কিনে নেওয়া হোক কিংবা উপহার বা দান হিসেবে পাওয়া—যদি তা গ্রহণ করে মালিকানা প্রতিষ্ঠা করা হয়, তাহলে ওই পশু দ্বারা কোরবানি বৈধ হবে। হানাফি ফিকহের প্রসিদ্ধ গ্রন্থ বাদায়িউস সানায়ে-এ বলা হয়েছে, যদি কেউ কাউকে ছাগল উপহার দেয় এবং সেই ছাগল দিয়ে সে কোরবানি করে, তবে তা বৈধ হবে; কারণ, উপহার পাওয়ার মাধ্যমে সে মালিক হয়েছে, যেমন কেউ কোনো কিছু ক্রয় করে মালিক হয়।

কোরআনে আল্লাহতায়ালা কোরবানির জন্য নির্দিষ্টভাবে ‘বাহিমাতুল আনআম’ শব্দ ব্যবহার করেছেন। এ শব্দ দ্বারা বোঝানো হয় হিংস্র নয় এমন গৃহপালিত চতুষ্পদ প্রাণী। সুরা হজের ৩৪ নম্বর আয়াতে বলা হয়েছে, “আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহর নাম স্মরণ করে তাঁরই দানকৃত ‘বাহিমাতুল আনআম’-এর ওপর।” এই আয়াতের ভিত্তিতে ইসলামী ফিকহবিদরা সিদ্ধান্ত দিয়েছেন, কেবল হালাল গৃহপালিত পশু দিয়েই কোরবানি বৈধ, যেমন—উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা। যদিও হরিণ বা বন্য ছাগল খাওয়া হালাল, তথাপি এগুলো দিয়ে কোরবানি করা যাবে না।

শরিয়ত নির্ধারিত বয়সসীমা অনুসারে, উট কোরবানির জন্য কমপক্ষে ৫ বছরের হতে হবে, গরু ও মহিষ কমপক্ষে ২ বছরের এবং ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে ১ বছরের হতে হবে। তবে একটি ব্যতিক্রম রয়েছে—যদি কোনো ভেড়া বা দুম্বা ৬ মাস বয়সের হলেও এতটাই হৃষ্টপুষ্ট হয় যে তা দেখে ১ বছরের মনে হয়, তাহলেও তা দ্বারা কোরবানি করা বৈধ হবে। এসব নিয়মের পেছনে রয়েছে পশুর পরিপূর্ণতা ও উপকারভোগীর হক আদায়ের বিষয়টি।

এভাবে ইসলামি শরিয়ত কোরবানির পশু নির্বাচন, মালিকানা এবং বয়সসীমা বিষয়ে সুস্পষ্ট ও যুক্তিসঙ্গত দিকনির্দেশনা দিয়েছে, যা মুসলিম সমাজকে যথার্থভাবে কোরবানির আদর্শ বাস্তবায়নে সহায়তা করে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত