মিটফোর্ড খুন: চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদের মশাল মিছিল

ক্যাম্পাস ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১২ ২১:৪৮:২২
মিটফোর্ড খুন: চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদের মশাল মিছিল

ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যা ও সারাদেশে বেআইনি চাঁদাবাজি, দখলদারি এবং সন্ত্রাসী হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় শাহবাগ মোড় থেকে একটি মশাল মিছিল বের হয়, যা ঢাকার বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ হয়ে শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ও নাগরিকরা ‘চাঁদাবাজদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘চাঁদাবাজদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘দালালি নয়, রাজপথ চাই’, ‘যেই হাত মানুষ মারে, সেই হাত ভেঙে দাও’, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’—এর মতো স্লোগান মুখরিত করে তুলে তাদের ক্ষোভ ও প্রতিবাদ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, ‘জুলাইয়ের ছাত্র-জনতা এখনো থেমে যায়নি, তারা এখনও আন্দোলনের পথে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে মিডিয়াকে কার্যত কব্জা করে রাখা হয়েছিল। তবে বর্তমানে সে সময়ের পরিবর্তন এসেছে, যদিও মিডিয়া কেবলমাত্র নেতৃত্ব বদলিয়েছে, এখন একটি অন্য রাজনৈতিক দলের কোলে অবস্থান করছে।’ তিনি আরও বলেন, মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দেশের রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়ের প্রতিফলন, যেখানে ছাত্র রাজনীতিকে চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের পৃষ্ঠপোষক হিসেবে গড়ে তোলা হয়েছে। রিফাত স্পষ্ট করে বলেন, ‘বিএনপিকে জানাতে চাই, যারা ফ্যাসিবাদের নামে সন্ত্রাসকে সমর্থন করে, তাদের বিরুদ্ধেও আমরা কঠোর প্রতিরোধ গড়ে তুলব।’

সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে যে দেশের মানুষ দখলবাজ, চাঁদাবাজ ও নিপীড়নের রাজনীতির বিরুদ্ধে কতটা শক্তভাবে প্রতিবাদ করতে পারে। আজকের দিনে আমাদের পুনরায় ঐক্যবদ্ধ হতে হবে এবং ছাত্র সমাজকে এই সংগ্রামে ঐক্যবদ্ধ হতে হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই প্রতিবাদী মিছিল ও সমাবেশ দেশের অবিচারের বিরুদ্ধে এক প্রতীক হয়ে দাঁড়িয়েছে, যেখানে সমাজের সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী পর্যন্ত এক হয়ে দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিজের কণ্ঠস্বর উঁচিয়ে তুলেছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ