দেশে যাওয়া-আসায় আর বাধা নেই, মাল্টিপল ভিসা দিচ্ছে মালয়েশিয়া

মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য এক সুখবর। দেশটির সরকার বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বলা হয়েছে, “বাংলাদেশ সরকারের ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলে মালয়েশিয়া সরকার বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে।” এতে আরও জানানো হয়, এ সংক্রান্ত একটি অফিসিয়াল নির্দেশনা মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিরা কাজের প্রয়োজনে বা পারিবারিক কারণে দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে আর কোনো ধরনের জটিলতায় পড়বেন না। একাধিকবার যাতায়াতের অনুমতি পাওয়ায় তাদের ভিসা নবায়নের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে না, সময় ও অর্থ—দুয়ের সাশ্রয় হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের দীর্ঘদিনের একটি দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে দেশটির সরকার। এই সিদ্ধান্ত কেবল প্রবাসী কর্মীদের সুবিধা বাড়াবে না, দুই দেশের শ্রমবাজার সম্পর্কেও আরও স্থিতিশীলতা আনবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, বর্তমানে প্রায় পাঁচ লাখের বেশি বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় বৈধভাবে কাজ করছেন। তাঁদের অনেকেই নানা বাধার কারণে দেশে ফিরতে কিংবা দেশে গিয়ে পুনরায় মালয়েশিয়ায় ফিরে যেতে সমস্যায় পড়েন। মাল্টিপল এন্ট্রি ভিসা চালু হওয়ায় এই ধরনের সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও পদ্ধতি প্রবাসীদের জানিয়ে দেওয়া হবে খুব শিগগিরই।
রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ, কোন ব্যাংকে কত এসেছে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে দেশে প্রবাসী আয়ের ধারায় উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময়ে বাংলাদেশে রেমিট্যান্স এসেছে মোট ১৩ দশমিক ০৪ বিলিয়ন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ০৭ শতাংশ বেশি।
সোমবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে জানানো হয়, এই সময়ে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩০৩ কোটি ৮২ লাখ ৯০ হাজার ডলার। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১ হাজার ১১৩ কোটি ৭০ লাখ ৯০ হাজার ডলার অর্থাৎ বছরওয়ারি বৃদ্ধি হয়েছে প্রায় ১৯০ কোটি ১২ লাখ ডলার।
নভেম্বরে রেমিট্যান্সে নতুন রেকর্ড
নভেম্বর মাসে দেশে প্রবাসী আয় এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, যা চলতি অর্থবছরের যেকোনো মাসের মধ্যে সর্বোচ্চ প্রবাহ। রেমিট্যান্স উৎস অনুযায়ী হিসাব করলে দেখা যায়:
- রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক: ৫৮ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার
- বিশেষায়িত ব্যাংক: ২৯ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার
- বেসরকারি ব্যাংক: ১৯৯ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ডলার
- বিদেশি খাতের ব্যাংক: ৫৯ লাখ ৪০ হাজার ডলার
বিশ্লেষকদের মতে, ব্যাংকিং চ্যানেলের আকর্ষণ বাড়ানো, প্রণোদনা অব্যাহত রাখা এবং হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারি বৃদ্ধির কারণে রেমিট্যান্সে ইতিবাচক গতি ফিরেছে।
২০২৪-২৫ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত।
রেমিট্যান্সের এ ধারাবাহিক প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ, অর্থনৈতিক স্থিতিশীলতা, এবং আমদানি ব্যয় ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছে অর্থনৈতিক বিশ্লেষকেরা।
-শরিফুল
প্রবাসী ভোটে বড় ধাক্কা, ৭ দেশে নিবন্ধন স্থগিত
প্রথমবারের মতো প্রবাসীদের ডাকযোগে ভোটদানের সুযোগ সৃষ্টি হলেও, সংশ্লিষ্ট দেশগুলোর বিপুলসংখ্যক বাংলাদেশির নিবন্ধনপত্রে ঠিকানা ত্রুটির কারণে প্রক্রিয়াটি সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইসি জানায়, বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে যে ঠিকানা দিয়েছেন, তার বেশিরভাগই অসম্পূর্ণ, অসংলগ্ন বা ডাকযোগে ব্যালট প্রেরণযোগ্য নয়। ফলে ব্যালট পাঠানো সম্ভব হচ্ছে না। তাই নিবন্ধন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখতে বাধ্য হয়েছে কমিশন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানাবিহীন আবেদন গ্রহণ করলে ব্যালটপত্র পৌঁছানোর নিশ্চয়তা থাকে না এবং এতে সম্পূর্ণ প্রক্রিয়াই ব্যাহত হয়। পরবর্তী করণীয় সম্পর্কে সংশ্লিষ্ট দেশগুলোর ভোটারদের খুব শিগগিরই নতুন নির্দেশনা দেওয়া হবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ৫৩ হাজার ৯৬ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী ভোট যোগ হওয়ায় সামগ্রিক ভোটার কাঠামো আরও বিস্তৃত হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রথমবারের মতো ডাকযোগে প্রবাসী ভোট পুরো নির্বাচন প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করলেও, ইসি বলছে সঠিক ও যাচাইযোগ্য তথ্য ছাড়া এই প্রক্রিয়া পরিচালনা করা অসম্ভব। তাই নিবন্ধন পুনরায় চালুর আগে প্রযুক্তিগত যাচাই, ঠিকানা ভ্যালিডেশন ও কনট্যাক্ট ভেরিফিকেশন ব্যবস্থা জোরদার করা হবে।
সূত্র: বাসস
মালয়েশিয়ায় জেলের ঘানি টেনে অবশেষে দেশে ফিরতে হলো ৪৯ বাংলাদেশিকে
সাজার মেয়াদ শেষ হওয়ায় ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। নভেম্বরের তৃতীয় সপ্তাহে জোহর রাজ্যের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে তাদের প্রত্যাবাসন সম্পন্ন করা হয়।
সোমবার ২৪ নভেম্বর জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত নোটিশে জানানো হয় ফেরত পাঠানোদের মধ্যে বাংলাদেশের ৪৯ জন ছাড়া আরও রয়েছেন ইন্দোনেশিয়ার ২৪ নেপালের ১২ পাকিস্তানের ৯ কম্বোডিয়ার ৪ ভারতের ৪ চীনের ৩ এবং লাওস ভিয়েতনাম ও সিঙ্গাপুরের ২ জন করে প্রবাসী।
প্রবাসীদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ১ ও ২ সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর সুলতান ইস্কান্দার বিল্ডিং কমপ্লেক্স এবং স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে নিজ দেশে পাঠানো হয়েছে।
প্রত্যাবাসন প্রক্রিয়ায় ব্যবহৃত বিমান ও ফেরির টিকিটের ব্যয় বন্দিদের ব্যক্তিগত সঞ্চয় পরিবারের আর্থিক সহায়তা এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে বহন করা হয়েছে বলে জানানো হয়।
জোহর স্টেট ইমিগ্রেশন বিভাগ জানায় সাজা শেষ হওয়া বিদেশি বন্দিদের মালয়েশিয়ায় অতিরিক্ত অবস্থান রোধে নিয়মিতভাবেই এমন প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রবাসী ভোটে নতুন রেকর্ড শীর্ষে যে দুই দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে ভোট অংশগ্রহণের প্রথম ধাপে নিবন্ধন ব্যাপক সাড়া ফেলেছে। চালুর পাঁচ দিনের মাথায় পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। নির্বাচন কমিশনের অনলাইন পোর্টালের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত নিবন্ধন করেছেন ২০ হাজার ৩৮৫ জন প্রবাসী বাংলাদেশি। সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ায় অবস্থানকারী ভোটাররা, আর আসনভিত্তিক তালিকায় শীর্ষে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসন।
নির্বাচন কমিশনের নিবন্ধন অ্যাপ portal ocv gov bd report এ দেখা যায়, পূর্ব এশিয়া দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোয় ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়। রোববার মধ্যরাত থেকে যুক্ত হয়েছে উত্তর আমেরিকা ও ওশেনিয়ার দেশগুলোও। সব মিলিয়ে ৭১টি দেশে প্রবাসী বাংলাদেশিরা এখন নিবন্ধন করছেন, এবং ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ২৮ নভেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে। এর আগে রোববার মধ্যরাতে এই পর্ব শেষ হওয়ার কথা থাকলেও সাড়া বিবেচনায় আরও পাঁচ দিনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন।
ওসিভি এসডিআই প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমদ খান বলেন, যুক্তরাষ্ট্র ও ওশেনিয়া অঞ্চলের দেশগুলোতে রোববার রাত থেকে নিবন্ধন শুরু হয়েছে। একই সঙ্গে পূর্ব এশিয়া দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতেও নিবন্ধন সময়সীমা বাড়ানো হয়েছে। তিনি জানান, বিভিন্ন অঞ্চলভিত্তিক ধাপে ধাপে এই নিবন্ধন কর্মসূচি চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
পোস্টাল ভোট বিডি অ্যাপ চালুর পর থেকে প্রবাসীদের মধ্যে বিপুল সাড়া লক্ষ্য করা গেছে। ১৯ নভেম্বর থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২০ হাজার ৩৮৫ জন নিবন্ধন করেন, যার মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৮৪ জন, এবং বাকিরা নারী। দেশভিত্তিক হিসাবে দক্ষিণ কোরিয়া শীর্ষে রয়েছে ৭ হাজার ৯৯০ জন নিবন্ধনের মাধ্যমে। দ্বিতীয় স্থানে জাপান ৫ হাজার ৩১ জন, এরপর দক্ষিণ আফ্রিকা ৩ হাজার ১৮০ জন, এবং চীন ১ হাজার ৪০৮ জন।
জেলাভিত্তিক তথ্য বলছে, প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা জেলার নিবন্ধন ২ হাজার ৩৪৮ জন। এরপর কুমিল্লা ১ হাজার ৬৬১ জন, নোয়াখালী ১ হাজার ৪০১ জন, এবং চাঁপাইনবাবগঞ্জ ৯৯৯ জন।
আসন অনুযায়ী নিবন্ধন তালিকায় শীর্ষে চাঁপাইনবাবগঞ্জ ৩, যেখানে নিবন্ধন করেছেন ৭৪১ জন ভোটার। এরপর নোয়াখালী ৩-এর ৪০৫ জন, নোয়াখালী ১-এর ৩৯৮ জন, মুন্সিগঞ্জ ৩-এর ৩৯৬ জন, ফেনী ৩-এর ৩৬৩ জন, এবং চট্টগ্রাম ১৬-এর ৩১৬ জন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান পাঁচ দিন করে প্রতিটি অঞ্চলে নিবন্ধনের সময় বরাদ্দ করা হয়েছে যাতে বিশ্বের সব অঞ্চল থেকে প্রবাসীরা অংশ নিতে পারেন।
এদিকে দেশে অবস্থানকারী তিন ধরনের ভোটার যেমন কর্মস্থলভিত্তিক দায়িত্বে থাকা সদস্যরা, গুরুতর অসুস্থ, এবং দীর্ঘমেয়াদে কর্ম–সংশ্লিষ্ট কারণে এক স্থান থেকে অন্য স্থানে চলাচলকারী ব্যক্তিরাও ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট নিবন্ধনের আওতায় আসবেন। একই সময়ে বাদ পড়া প্রবাসীদের জন্যও পুনরায় নিবন্ধনের সুযোগ থাকবে।
-রাফসান
ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ৭ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাতজন বাংলাদেশির সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে।
৫ নম্বর ওয়ার্ড সারিকাইত ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার বিবরণ
জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িতে মোট ১১ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। নিহত সাতজন বাংলাদেশির মধ্যে পাঁচজনের নাম-পরিচয় পাওয়া গেছে: বাবলু, সাহাবুদ্দিন, আমিন সওদাগর, আরজু ও রকি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুকুম সিদরা এলাকার সাগর থেকে মাছ ধরে ফেরার সময় প্রবাসীদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওমানপ্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাংলাদেশ দূতাবাসও বিষয়টি তদারক করছে।
ভাগ্যের চাকা ঘুরলো হারুন সর্দারের: দুবাইয়ে এক দিনেই কোটিপতি বাংলাদেশী ড্রাইভার!
একটি মাত্র ফোন কল আর মুহূর্তেই প্রায় ৬৬ কোটি টাকারও বেশি অর্থ! এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে দুবাইতে বসবাসকারী বাংলাদেশী প্রবাসী হারুন সর্দারের জীবনে, যিনি স্থানীয় এক আরব পরিবারের ব্যক্তিগত ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। এক সামান্য ড্রাইভার থেকে লটারির বদৌলতে কোটিপতি হয়ে ওঠা এই গল্প এখন প্রবাসীদের মুখে মুখে।
১৫ বছরের প্রবাস জীবনের মোড় ঘুরিয়ে দিল বিগ টিকিট
৪৪ বছর বয়সী হারুন সর্দার গত প্রায় দেড় দশক ধরে সংযুক্ত আরব আমিরাতে কাজ করছেন। তার দীর্ঘদিনের অভ্যাস ছিল প্রতি মাসে বিগ টিকিটের লটারি কেনা। বিগ টিকিট হলো আরব আমিরাতের একটি জনপ্রিয় লটারি ড্র, যেখানে নির্দিষ্ট অর্থের টিকিট কিনে কোটি টাকার পুরস্কার জেতার সুযোগ থাকে। হারুন সর্দারও সেই আশাতেই প্রতি মাসে টিকিট কিনতেন, এই ভাবনা নিয়ে যে হয়তো একদিন তার ভাগ্য ফিরবে।
১৪ সেপ্টেম্বর তিনি ১০০০ দিরহাম (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩০,২০০ টাকা) দিয়ে দুটি বিগ টিকিট কিনেছিলেন। তবে গল্পের মোড় নেয় অন্য দিকে – তিনি সরাসরি কেনা টিকিটগুলোতে জেতেননি। বিগ টিকিটের নিয়ম অনুযায়ী, কেউ যদি একই ধরনের দুটি টিকিট কেনেন, তবে বোনাস হিসেবে আরও দুটি টিকিট দেওয়া হয়। এই বোনাস টিকিটগুলোর একটিতেই হারুন সর্দারের ভাগ্য খুলে যায়!
একসাথে দশ জনের ভাগ্য বদল
অবশেষে তিনি প্রাইজ মানি হিসেবে জিতেছেন ২০ মিলিয়ন দিরহাম, যা বাংলাদেশী টাকায় প্রায় ৬৬ কোটি ৫০ লাখ টাকা। তবে এই বিশাল অঙ্কের টাকা তিনি একা পাচ্ছেন না। কারণ এই ১০০০ দিরহামের টিকিট তিনি আরও ১০ জন সঙ্গীর সঙ্গে যৌথভাবে কিনেছিলেন। তার দলের সদস্যরাও সবাই সাধারণ প্রবাসী—কেউ ক্ষুদ্র ব্যবসায়ী, কেউবা নির্মাণ শ্রমিক। ফলে, এই বিপুল পরিমাণ অর্থ তাদের ১১ জনের মধ্যে ভাগ হয়ে যাবে। প্রত্যেকের ভাগে পড়বে প্রায় ৬ কোটি টাকা করে, যা কোনো অংশেই কম নয়!
ভবিষ্যৎ পরিকল্পনা: আরব আমিরাতেই ব্যবসা
হারুন সর্দার জানিয়েছেন, তারা এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি এই বিশাল অঙ্কের অর্থ দিয়ে কী করবেন। তবে তাদের ইচ্ছা এই অর্থ সঠিক উপায়ে ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতেই একটি ব্যবসা দাঁড় করানো। এর মাধ্যমে তারা নিজেদের আয় আরও বাড়াতে চান এবং ভবিষ্যতে নিজেদের টিকিয়ে রাখার পাশাপাশি তাদের পরিবারকে বাংলাদেশে থেকে আরব আমিরাতে নিয়ে আসার স্বপ্ন দেখছেন।
উল্লেখ্য, হারুন সর্দার প্রথম কোনো বাংলাদেশী নন যিনি বিগ টিকিটের লটারি জিতেছেন। এর আগেও সবুজ মিয়া নামক একজন প্রবাসী বিগ টিকিটে প্রায় ৬৫ কোটি টাকা জিতেছিলেন। হারুন সর্দারের এই জয় অন্যান্য প্রবাসীদের মধ্যেও আশার সঞ্চার করেছে, যা প্রমাণ করে ভাগ্য কখন কার দুয়ারে কড়া নাড়ে, তা বলা মুশকিল।
আমিরাতে ধরপাকড় বেড়েছে, বিপাকে প্রবাসী বাংলাদেশিরা
সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অনেক বাংলাদেশি কর্মী। গত বছর আমিরাতের সাধারণ ক্ষমার সুযোগ কাজে লাগাতে না পারায়, তাদের এখন কারাভোগ শেষে দেশে নির্বাসিত করা হচ্ছে। ইতোমধ্যে অনেক বাংলাদেশি কর্মী এক কাপড়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন। দেশে ফেরা কর্মীদের অভিযোগ, দেশীয় স্পন্সরকে পর্যাপ্ত টাকা দেওয়ার পরও তাদের ভিসা নবায়ন করা হয়নি। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তারা অবৈধ হয়ে পড়েন।
কুমিল্লার চৌদ্দগ্রামের মোহাম্মদ কামরুল প্রায় সাত বছর আমিরাতে কাজ করেছেন। তিনি জানান, শেষবার ভিসা নবায়নের জন্য বাংলাদেশি স্পন্সরকে সাত হাজার দিরহাম (প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা) দিলেও তার ভিসা নবায়ন করা হয়নি। দুই বছর অবৈধভাবে থাকার পর তিনি আটক হন এবং কারাভোগ শেষে গত ১৮ সেপ্টেম্বর দেশে ফিরেছেন। তার সঙ্গে একই ফ্লাইটে আরও ১৭ জন বাংলাদেশি ফিরেছেন।
দেশে ফেরা কর্মীদের অভিযোগ
বরিশালের মোহাম্মদ শাহীন এবং বগুড়ার বাবুল মিয়াও একই অভিযোগ করেছেন। তাদের দাবি, বাংলাদেশি স্পন্সর দীর্ঘদিন ধরে তাদের ভিসা নবায়ন করেননি, যার ফলে তারা অবৈধ হয়ে পড়েছেন। ভিসার মেয়াদ শেষ হওয়ায় কারাভোগ শেষে দেশে ফিরেছেন নোয়াখালীর জাকির হোসেন, চাঁদপুরের ছমির উদ্দিন এবং সিলেটের মোহাম্মাদ মিজানও।
মোহাম্মাদ মিজান জানান, আবুধাবির সুইহান কারাগারে বহু বাংলাদেশি আটক আছেন। তাদের কাউকে এক সপ্তাহ, কাউকে ১৫ দিন, আবার কাউকে এক মাস কারাভোগ শেষে দেশে পাঠানো হচ্ছে।
দূতাবাসের তথ্য
আবুধাবি দূতাবাসের শ্রম কাউন্সেলর মোহাম্মদ উল্লাহ খান জানান, চলতি বছরের ১ জুলাই থেকে গত মঙ্গলবার পর্যন্ত দূতাবাসের আউটপাস নিয়ে ৫০২ জন দেশে ফিরেছেন। সর্বশেষ ৯ দিনে নির্বাসিত হয়েছেন ৭৯ জন।
আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ জানান, “সংযুক্ত আরব আমিরাতে অবৈধ বাংলাদেশিদের সঠিক পরিসংখ্যান দূতাবাসে নেই, সংখ্যাটি পরিবর্তনশীল।” তিনি বলেন, “ভিসা শেষ হওয়ার পর কেউ কেউ অভিযোগ করেন, তবে তাদের সংখ্যা খুবই নগণ্য। অনেকে নিজেরা ব্যবস্থা করেন।”
বাংলাদেশ মিশনের তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চার মাসের সাধারণ ক্ষমায় প্রায় ৫০ হাজার বাংলাদেশি নিজেদের বৈধতা নিশ্চিত করেছিলেন।
মালয়েশিয়ায় প্রবাসীদের ভোট নিয়ে নতুন আলোচনা, বিএনপিতে বিভাজন
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রবাসী ভোটকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রভাব বিস্তার ও পোস্টাল ভোটে নিজেদের অবস্থান নিশ্চিত করতে মালয়েশিয়া বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মালয়েশিয়া শাখার তৎপরতা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
বিএনপিতে নেতৃত্ব সংকট, দুর্বল সাংগঠনিক তৎপরতা
একসময় প্রবাসী বাংলাদেশিদের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী সংগঠন ছিল মালয়েশিয়া বিএনপি। কিন্তু বর্তমানে এটি একাধিক গ্রুপে বিভক্ত। দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, নেতৃত্ব সংকট এবং মনোনয়নকেন্দ্রিক ব্যস্ততার কারণে সাংগঠনিক তৎপরতায় স্থবিরতা তৈরি হয়েছে। মালয়েশিয়ায় যুবদল প্রায় আট বছর ধরে নেতৃত্বহীন, এবং শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দল কার্যত নিষ্ক্রিয়।
মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক কাজি সালাহ উদ্দিন সরাসরি সাংগঠনিক দুর্বলতার কথা স্বীকার করে বলেছেন, “আমাদের সাধারণ কর্মীরা সচেতন নন। প্রবাসী ভোটে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, যদি হাইকমান্ড এগিয়ে এসে এর গুরুত্ব না বোঝায়।”
সহ-সভাপতি তালহা মাহমুদ অভিযোগ করেছেন যে, সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়ন নিয়ে ব্যস্ত থাকায় সাংগঠনিক কার্যক্রম উপেক্ষা করছেন। এ সংকট নিরসনে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যদিকে, সভাপতি বাদলুর রহমান খানের সমর্থকরা বলছেন, বিদেশে রাজনৈতিক দল পরিচালনা আইনের মধ্যে পড়ে না। তাই যেটুকু করা সম্ভব আমরা করছি এবং মালয়েশিয়া বিএনপি সবচেয়ে সুসংগঠিত।
জামায়াতে সাংগঠনিক দক্ষতা ও সুশৃঙ্খলতা
সাম্প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সক্রিয় ভূমিকার পর প্রবাসেও সাংগঠনিক দক্ষতা ও সুশৃঙ্খল কর্মকাণ্ডের জন্য আলোচনায় এসেছে জামায়াত। দলটির নেতারা দাবি করছেন, তাদের আদর্শভিত্তিক কার্যক্রম, জবাবদিহিমূলক রাজনীতি এবং কর্মীদের একনিষ্ঠ অংশগ্রহণ সংগঠনটিকে মালয়েশিয়ায়ও শক্ত অবস্থানে রেখেছে।
জামায়াতে ইসলামী মালয়েশিয়া শাখার ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক জানিয়েছেন, প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগে আগ্রহী ও সচেতন। প্রশাসনিক সহযোগিতা পেলে তারা উৎসাহের সঙ্গে ভোট দেবেন এবং দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে ভূমিকা রাখবেন।
১৫ লাখ প্রবাসীর ভোট, কে পাবে সুবিধা?
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মালয়েশিয়ায় বসবাসকারী প্রায় ১৫ লাখ প্রবাসীর ভোট বাংলাদেশের আসন্ন নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিএনপির বিভক্তি, নেতৃত্ব সংকট ও সাংগঠনিক দুর্বলতা যদি কাটানো না যায়, তবে সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ জামায়াত পোস্টাল ভোটে এগিয়ে যেতে পারে।
আখতার হোসেনকে ডিম নিক্ষেপ: গ্রেপ্তার যুবলীগ নেতা মিজানুর জামিন পেলেন
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত ড. ইউনূসের প্রতিনিধি দলের সদস্য আখতার হোসেনকে ডিম নিক্ষেপ করা যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টায় জামিনে মুক্তি পান তিনি। ওয়াশিংটন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম জাগো নিউজকে এই খবর নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকার নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে নিউইয়র্ক পুলিশ।
ডিম নিক্ষেপের ঘটনা
সোমবার ড. ইউনূসের প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এই ঘটনা ঘটে।
আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন। এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। একইসঙ্গে তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। পরে পুলিশের সহায়তায় তারা বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।
পাঠকের মতামত:
- নৈতিক সমাজ ও মানসিক প্রশান্তির খোঁজে ইসলামি বিয়ে এবং নবীজির সা. নির্দেশনা
- বারবার হাই তোলা শুধুই ক্লান্তি নয় বরং এটি হতে পারে হৃদরোগের আগাম বার্তা
- নামিদামি ক্রিম নয় বরং গরম পানির ভাপেই মিলবে শীতের শুষ্ক ত্বক থেকে মুক্তি
- বিশেষ একজন ছাড়া সবাই খারাপ এই মানসিকতা গণতন্ত্রের জন্য বিপজ্জনক: তারেক রহমান
- বিএনপির সঙ্গে জোট হলে মাঠের পরিস্থিতি কেমন হবে জানালেন রাশেদ খান
- বিএনপির আমলে শেয়ার বাজারে ধস নামেনি: রিজভী
- বিএনপির এক অংশের আচরণ আওয়ামী লীগের মতোই: ফুয়াদ
- আগের ৯৬টি বাতিল করে নতুন ৮১ সংস্থাকে ভোটের মাঠে নামাচ্ছে কমিশন
- প্রিজনভ্যানে উঠে জাতীয় সংগীত গাইলেন পলক
- গ্রামের গর্ভবতী মা থেকে শহরের কর্মজীবী নারী সবার জন্য প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা
- আধিপত্যবাদী রাজনীতির পথে হেঁটে জামায়াত দেশের জন্য অশুভ সংকেত আনছে: এনসিপি
- ক্ষমতায় গেলে খাল খনন প্রকল্প আবার চালু করা হবে: তারেক রহমান
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সরকার দিল কঠোর নীতি
- দেশে ফেরা নিয়ে যা জানালেন সাকিব আল হাসান
- ৮ ডিসেম্বর শেয়ারবাজারের পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- ৮ ডিসেম্বর ডিএসইতে শীর্ষ ক্ষতিগ্রস্ত ১০ শেয়ারের তালিকা প্রকাশ
- ৮ ডিসেম্বর ডিএসই টপ গেইনার তালিকা প্রকাশ
- মিউচুয়াল ফান্ডগুলোর নতুন ন্যাভ প্রকাশ, জানুন বিস্তারিত
- নীতি ছাড়া ধর্মের নামে রাজনীতিতে একটি দল: সালাহউদ্দিন
- বিমান প্রস্তুত হলেও আগামী ৪৮ ঘণ্টা খালেদা জিয়ার জন্য অগ্নিপরীক্ষা
- চাঁদাবাজদের কাছে মাথা নত করব না: হাসনাত আব্দুল্লাহ
- জুলাই গণহত্যার বিচারে ট্রাইব্যুনালের কাঠগড়ায় শেখ হাসিনার ১৭ মন্ত্রী ও উপদেষ্টা
- ডিএসই–৩০ এ মিশ্র প্রবণতা, কোন শেয়ার এগিয়ে
- এইচআইভি চিকিৎসায় বড় সুখবর, ওষুধ ছাড়াই ১৮ মাস সুস্থ থাকার রেকর্ড
- কে হচ্ছেন দেশের নতুন প্রধান বিচারপতি? জল্পনা চূড়ায়
- সকাল থেকে রাত পর্যন্ত খেলার ঠাসা সূচি: কোথায় দেখবেন জেনে নিন
- জুলাই–আগস্ট হত্যামামলায় সাবেক ১৭ মন্ত্রী–প্রতিমন্ত্রী ট্রাইব্যুনালে
- নতুন আর্থিক প্রতিবেদনে বড় ধাক্কায় ডাকাডাই ডাইং
- কীভাবে দেহ তাপমাত্রা ঠিক রাখে জানুন বিস্তারিত
- খেজুর রসের পায়েস বানানোর সহজ রেসিপি
- বাংলালিংকের সঙ্গে বড় চুক্তি করল কেয়ি অ্যান্ড কিউ
- আর্থিক ফলাফল ও ডিভিডেন্ড নিয়ে মিশ্র বার্তা দিল অলটেক্স
- বিডি থাইয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রথম নারী ফুটসাল বিশ্বকাপের মুকুট ব্রাজিলের মাথায়
- টাকার মান ও ভিনদেশি মুদ্রার লেনদেন নিয়ে সোমবারের বাজার দর
- সপ্তাহের শুরুতে স্বর্ণের বাজার দর ও বিস্তারিত মূল্য তালিকা
- আজকের নামাজের সময়সূচি ৮ ডিসেম্বর ২০২৫ সোমবার
- যানজট এড়াতে বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিন আজ রাজধানীর কোথায় কী?
- মেগা প্রকল্পের ঋণের কিস্তি শোধ করতে গিয়ে বড় চাপে বাংলাদেশ
- নির্বাচনী আসন নিয়ে টানাপোড়েন: ৫টি জোটে বিভক্ত রাজনীতির মাঠ
- ৪৫ মিনিটের তুমুল গোলাগুলি আর রকেট লঞ্চারের আঘাতে তছনছ আফগান চেকপোস্ট
- হিমালয়ের কনকনে হাওয়ায় কাঁপছে পঞ্চগড়
- একযোগে গতি হারাল কৃষি ও শিল্পসহ অর্থনীতির প্রধান চার খাত
- "সম্পর্ক যতই ভালো হোক, সীমান্ত হত্যা থামবে না"- পররাষ্ট্র উপদেষ্টা
- পুরুষের শক্তি ও টেস্টোস্টেরন বাড়াতে রোজকার পাতে রাখুন এই ৫টি খাবার
- শৈশবের নায়কের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে এমবাপে: আজ রাতে নতুন ইতিহাসের হাতছানি
- মস্তিষ্কের শক্তি ও পড়াশোনায় অদম্য মনোযোগ বাড়ানোর ৯টি সহজ কৌশল
- শরীয়তপুর ২: ধানের শীষের শফিকুর নাকি জামায়াতের ডা. মাহমুদ কার পাল্লা ভারী
- নির্বাচনে যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না
- ব্যবসায়ীদের দাবির মুখে সরকারের নতি স্বীকার, বাড়ল ভোজ্যতেলের দাম
- ফিউচার স্টার বনাম ব্রাজিল–আর্জেন্টিনা, দেখুন সূচি
- আজকের রাশিফল: ৭ ডিসেম্বর ২০২৫ জেনে নিন আপনার দিনটি কেমন কাটবে
- প্রবৃদ্ধির সুফল গরিবের ঘরে পৌঁছাচ্ছে না বরং ধনীরা আরও ধনী হচ্ছে
- খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন যা ভালো লক্ষণ: ডা. জাহিদ
- আজকের রাশিফল: ৩ ডিসেম্বর ২০২৫ জেনে নিন আপনার দিনটি কেমন কাটবে
- এসএসএফ নিরাপত্তা পেলেন খালেদা জিয়া: কী সুবিধা থাকছে
- চট্টগ্রামে দাপুটে জয়ে আয়ারল্যান্ড বধ
- আজকের নামাজের সময়সূচি: ৩ ডিসেম্বর ২০২৫
- একদিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পতন
- ব্যথানাশক নিয়েই খেলতে নেমে হ্যাটট্রিক করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার
- ব্যবসায়ীদের দাবির মুখে সরকারের নতি স্বীকার, বাড়ল ভোজ্যতেলের দাম
- আজকের রাশিফল: ৬ ডিসেম্বর ২০২৫ জেনে নিন আপনার দিনটি কেমন কাটবে
- কর্মবিরতি নিয়ে ফার্মাসিস্ট টেকনোলজিস্টদের কঠোর হুঁশিয়ারি দিল সরকার
- আকাশ আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া নিয়ে ঢাকার সর্বশেষ পূর্বাভাস
- শরীরের নীরব শত্রু থাইরয়েড ক্যানসার চেনার ৫টি প্রাথমিক লক্ষণ








