দেশে যাওয়া-আসায় আর বাধা নেই, মাল্টিপল ভিসা দিচ্ছে মালয়েশিয়া

প্রবাস ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৫ ২১:৪৩:০৭
দেশে যাওয়া-আসায় আর বাধা নেই, মাল্টিপল ভিসা দিচ্ছে মালয়েশিয়া

মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য এক সুখবর। দেশটির সরকার বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বলা হয়েছে, “বাংলাদেশ সরকারের ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলে মালয়েশিয়া সরকার বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে।” এতে আরও জানানো হয়, এ সংক্রান্ত একটি অফিসিয়াল নির্দেশনা মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিরা কাজের প্রয়োজনে বা পারিবারিক কারণে দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে আর কোনো ধরনের জটিলতায় পড়বেন না। একাধিকবার যাতায়াতের অনুমতি পাওয়ায় তাদের ভিসা নবায়নের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে না, সময় ও অর্থ—দুয়ের সাশ্রয় হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের দীর্ঘদিনের একটি দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে দেশটির সরকার। এই সিদ্ধান্ত কেবল প্রবাসী কর্মীদের সুবিধা বাড়াবে না, দুই দেশের শ্রমবাজার সম্পর্কেও আরও স্থিতিশীলতা আনবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, বর্তমানে প্রায় পাঁচ লাখের বেশি বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় বৈধভাবে কাজ করছেন। তাঁদের অনেকেই নানা বাধার কারণে দেশে ফিরতে কিংবা দেশে গিয়ে পুনরায় মালয়েশিয়ায় ফিরে যেতে সমস্যায় পড়েন। মাল্টিপল এন্ট্রি ভিসা চালু হওয়ায় এই ধরনের সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও পদ্ধতি প্রবাসীদের জানিয়ে দেওয়া হবে খুব শিগগিরই।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ