ঘরেই দুর্নীতির ছায়া? শামীম-সালমা ওসমানের সম্পদ নিয়ে মামলা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৫ ১৭:৫০:৩৭
ঘরেই দুর্নীতির ছায়া? শামীম-সালমা ওসমানের সম্পদ নিয়ে মামলা

জ্ঞাত আয়ের বাইরে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া এই দম্পতির দুই সন্তানের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে কমিশন, ইতোমধ্যে তাদের সম্পদ বিবরণী জমার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানে শামীম ওসমানের নামে ৬ কোটি ৬৮ লাখ টাকার বেশি জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। শুধু তাই নয়, তার নয়টি ব্যাংক হিসাবে প্রায় ৪৪০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্যও পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে কমিশন।

একইদিন আরেকটি মামলায় আসামি করা হয়েছে শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমানকে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং আটটি ব্যাংক হিসাবে ২৪ কোটির বেশি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। দুদকের দাবি, এই লেনদেনগুলো তাদের প্রকৃত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এসব বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়নি।

এদিকে, শামীম ওসমান ও সালমা ওসমানের সন্তান—ইমতিনান ওসমান এবং লাবীবা জোহা অঙ্গনার বিরুদ্ধেও জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ মিলেছে। এজন্য দুদক তাদের পৃথকভাবে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারার অধীনে করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালে প্রথমবারের মতো শামীম ওসমানের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। তবে সেই সময় তদন্ত কার্যক্রম দীর্ঘদিন থমকে ছিল। ২০২৪ সালের শেষ দিকে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে নতুন করে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। কমিশনের একটি বিশেষ ইউনিট তার ব্যাংক হিসাব, সম্পদ ও অন্যান্য লেনদেন খতিয়ে দেখে। দীর্ঘ বিশ্লেষণ ও তথ্য যাচাইয়ের ভিত্তিতে অবশেষে এই মামলাগুলো করা হয়েছে বলে জানিয়েছে দুদক।

এই মামলাগুলোর মধ্য দিয়ে দেশের আলোচিত রাজনৈতিক পরিবারের আর্থিক কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে, রাজনীতির পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও পরিচিত শামীম ওসমানের বিপুল লেনদেন ও সম্পদের উৎস ঘিরে জনমনে দেখা দিয়েছে কৌতূহল ও উদ্বেগ। এখন নজর থাকবে, আইনি প্রক্রিয়ায় এ মামলার কী পরিণতি ঘটে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ