দেবের সঙ্গে আবার রোমান্সে ইধিকা, থাকছে বড় টুইস্ট

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৫ ২০:৩০:১০
দেবের সঙ্গে আবার রোমান্সে ইধিকা, থাকছে বড় টুইস্ট

কলকাতা ও বাংলাদেশের পর্দায় ইতোমধ্যে নিজেকে জনপ্রিয় নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ইধিকা পাল। ‘প্রিয়তমা’ দিয়ে বাংলাদেশের সিনেমায় আত্মপ্রকাশের পর একের পর এক হিট সিনেমা তাঁকে পৌঁছে দিয়েছে দুই বাংলার দর্শকের হৃদয়ে। এবার আলোচনায় ‘প্রজাপতি ২’—দেবের বিপরীতে আবারও বড় পর্দায় দেখা যাবে ইধিকাকে, আর এই সিনেমায় তাঁর চরিত্রেই রয়েছে মূল চমক।

ভারতীয় সংবাদমাধ্যম আজকাল জানায়, বর্তমানে লন্ডনে চলছে ‘প্রজাপতি ২’-এর শুটিং। পরিবারের সবাইকে নিয়ে সেখানে পাড়ি জমিয়েছেন দেব। তবে ইধিকার অংশের শুটিং হচ্ছে কলকাতাতেই। তিনি এর মধ্যেই শেষ করেছেন সোহম চক্রবর্তীর সঙ্গে নতুন ছবি ‘বহুরূপ’-এর কাজ, এবং মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর আরেক আলোচিত সিনেমা ‘রঘু ডাকাত’।

‘খাদান’ ও ‘রঘু ডাকাত’-এর পর এবার ‘প্রজাপতি ২’ দিয়ে তৃতীয়বারের মতো দেব-ইধিকা জুটি ফিরছে বড় পর্দায়। প্রেমের আবহে মোড়ানো হলেও এইবার ইধিকার চরিত্রে থাকছে গল্পের কেন্দ্রীয় টুইস্ট, যা নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

এই সিনেমায় আরেক চমক নিয়ে হাজির হচ্ছেন টেলিভিশনের পরিচিত মুখ অনুমেঘা কাহালি। ‘মিঠাই’-খ্যাত এই অভিনেত্রী এবার বড় পর্দায় দেবের চরিত্রের ঘনিষ্ঠ মানুষের ভূমিকায় আসছেন। ছোট পর্দার জনপ্রিয়তার পর এবার বড় পর্দায় তাঁর অভিষেক কেমন হয়, তা নিয়েও দর্শকের আগ্রহ তুঙ্গে।

‘প্রজাপতি ২’ শুধুই একটি রোমান্টিক ফলোআপ নয়, বরং গল্পে একাধিক নাটকীয় মোড়, নতুন মুখ আর চমকপ্রদ চরিত্র নিয়ে সিনেমাটি হয়ে উঠছে বছরের অন্যতম আকর্ষণীয় বাংলা ছবি। এর আগে ‘প্রজাপতি’ সিনেমা কলকাতায় দারুণ জনপ্রিয়তা পেয়েছিল, এবার সেই ধারাবাহিকতায় দ্বিতীয় কিস্তির প্রত্যাশাও বাড়ছে।

প্রসঙ্গত, বাংলাদেশি সিনেমা ‘প্রিয়তমা’ দিয়ে বড় পর্দায় ইধিকা পালের উত্থান ঘটে। প্রথম ছবিতেই শাকিব খানের বিপরীতে অনন্য অভিনয় দিয়ে তিনি জয় করেন দুই বাংলার মন। এরপর ‘বরবাদ’ ও ‘খাদান’-এর মতো সিনেমায় অভিনয় করে পেয়েছেন প্রশংসা ও জনপ্রিয়তা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ