শাহবাগ অবরোধে স্বেচ্ছাসেবক দল, থমকে গেল রাজধানীর প্রাণকেন্দ্র

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৫ ১৮:৩৪:৪৭
শাহবাগ অবরোধে স্বেচ্ছাসেবক দল, থমকে গেল রাজধানীর প্রাণকেন্দ্র

দেশজুড়ে আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদ ও ‘ষড়যন্ত্রমূলক অস্থিরতা সৃষ্টির’ অভিযোগ তুলে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সংগঠনের হাজারো নেতা–কর্মী শাহবাগে এসে অবস্থান নেন। এতে ওই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট।

এর আগে বিকেল ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে স্বেচ্ছাসেবক দল। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে একের পর এক সহিংস ঘটনা ঘটছে, যার পেছনে রয়েছে প্রশাসনের নির্লিপ্ততা ও রাজনৈতিক মদদ। এসব ঘটনার মাধ্যমে পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

সমাবেশ শেষে বিকেল ৫টার দিকে কয়েক হাজার নেতা-কর্মী বিক্ষোভ মিছিল নিয়ে নয়াপল্টন থেকে শাহবাগের উদ্দেশ্যে রওনা হন। পরে শাহবাগ মোড়ে পৌঁছে তারা রাস্তায় অবস্থান নেন এবং মোড় অবরোধ করে রাখেন।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান। নেতারা বলেন, দেশের জনগণ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রশাসনের নির্লিপ্ত ভূমিকার কারণে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। স্বেচ্ছাসেবক দল সেই দায়মুক্ত সরকারব্যবস্থার প্রতিবাদেই রাজপথে নেমেছে বলে জানান তারা।

শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা কথাবার্তা হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবেই কর্মসূচি চলছিল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ