ছাত্রদলের উপর 'মব' চাপানোর পেছনে শিবিরের হাত: কেন্দ্রীয় নেতার অভিযোগ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ১৭:০৬:২৮
ছাত্রদলের উপর 'মব' চাপানোর পেছনে শিবিরের হাত: কেন্দ্রীয় নেতার অভিযোগ

রাজধানীর পুরান ঢাকায় একজন ব্যবসায়ী হত্যাকাণ্ডকে ঘিরে ছাত্রদলের বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন দাবি করেছেন, একটি ‘গুপ্ত সংগঠন’ কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্টা করছে। এ সময় তিনি আরও বলেন, এই অপচেষ্টা মূলত একটি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অংশ, যার নেতৃত্ব দিচ্ছে ইসলামী ছাত্রশিবিরের গুপ্ত কর্মীরা।

সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত এক বিক্ষোভ মিছিল শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাছির উদ্দিন। তিনি বলেন, গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে একাধিক নৃশংস হত্যাকাণ্ড ঘটলেও, কেবল মিটফোর্ডের ঘটনাটিকেই ভিন্নভাবে উপস্থাপন করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। এই ঘটনাকে পুঁজি করে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও এ প্রোপাগান্ডার আওতায় আনা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অশান্তি সৃষ্টি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং গুপ্ত সংগঠন কর্তৃক ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ কর্মসূচি। তবে সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তারা কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা চায় না। বরং এই কর্মসূচির মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক অবস্থান তুলে ধরতে চায় ছাত্রদল।

বেলা সাড়ে তিনটার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি কাকরাইল, মৎস্য ভবন, প্রেসক্লাব, কার্জন হল, টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, মহানগর দক্ষিণ ও উত্তরসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা। ব্যানার-ফেস্টুন আর স্লোগানে মুখরিত ছিল পুরো মিছিলের পথ। আইনশৃঙ্খলা বাহিনীও ঘটনাস্থলে সতর্ক অবস্থানে ছিল।

ছাত্রদলের নেতারা মনে করছেন, রাজনৈতিকভাবে বিএনপিকে দুর্বল করার উদ্দেশ্যে একটি সংগঠিত পরিকল্পনার অংশ হিসেবেই এই ধরনের ‘মব’ সৃষ্টি করা হচ্ছে। এই প্রক্রিয়ায় উদ্দেশ্যমূলকভাবে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে দলীয় রাজনীতির বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা চলছে। ছাত্রদল বলছে, তাদের আন্দোলন সুনির্দিষ্ট দাবি ও প্রতিরোধমূলক অবস্থান নিয়ে, কিন্তু এসব ষড়যন্ত্রকারীরা ভিন্ন উদ্দেশ্যে শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি করতে চায়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ