স্কুলছাত্রীদের নিয়ে টিকটক, যুবকের ছয় মাসের জেল

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৫ ২১:৩৭:০০
স্কুলছাত্রীদের নিয়ে টিকটক, যুবকের ছয় মাসের জেল

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করে টিকটক ভিডিও বানানোর অভিযোগে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত মাইন উদ্দিন (২৬), বায়েক ইউনিয়নের ধোপাখোলা গ্রামের বাসিন্দা, তাকে মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে বিদ্যালয়ের সামনেই হাতেনাতে আটক করে স্থানীয়দের সহায়তায় পুলিশ। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে দোষী সাব্যস্ত হয়ে তাকে শাস্তি দেওয়া হয়।

স্থানীয় রাবেয়া মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরেই অভিযুক্ত মাইন উদ্দিন ছাত্রীদের টার্গেট করে আপত্তিকর টিকটক ভিডিও বানাতেন। ভিডিওগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। এসব ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা কখনো অপ্রস্তুত অবস্থায়, কখনো বা অসম্মানজনক পরিস্থিতিতে রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ যুবক নানা রকম অশালীন ও বিরক্তিকর আচরণ করে এলাকা এবং বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছিলেন। কিন্তু তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস করতেন না। শেষ পর্যন্ত বিষয়টি প্রশাসনের নজরে এলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ইউএনও ছামিউল ইসলাম কালবেলাকে বলেন, “মাইন উদ্দিন বিদ্যালয়ের ছাত্রীদের উদ্দেশ্য করে বারবার আপত্তিকর ভিডিও করছিলেন। জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছিল। আইন অনুযায়ী তাকে সাজা দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, বিদ্যালয়ের পরিবেশ রক্ষা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন এখন থেকে আরও কড়া নজরদারি চালাবে।

এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। অনেকে মনে করছেন, এমন দৃষ্টান্তমূলক শাস্তি ভবিষ্যতে এই ধরনের আচরণ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ