মাত্র ৬ বছর ৯ মাসেই দ্বিগুণ টাকা ফেরত দিচ্ছে রূপালী ব্যাংক

২০২৫ জুলাই ১৪ ১৭:১৪:৫৮
মাত্র ৬ বছর ৯ মাসেই দ্বিগুণ টাকা ফেরত দিচ্ছে রূপালী ব্যাংক

সঞ্চয়ের অর্থ যেন নিরাপদে থেকে লাভজনক হয়, সেই লক্ষ্যেই নতুন একটি সঞ্চয় স্কিম চালু করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক রূপালী ব্যাংক পিএলসি। ‘রূপালী ডাবল বেনিফিট স্কিম (RDBS)’ নামে এই বিশেষ সঞ্চয় প্রকল্পে মাত্র ৬ বছর ৯ মাসের মধ্যেই গ্রাহকের জমা অর্থ দ্বিগুণ হয়ে যাবে—যদিও তা কর কেটে নেওয়ার আগের হিসাব। নির্দিষ্ট মেয়াদি এই স্কিমটি চালু হয়েছে ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক উভয় গ্রাহকদের জন্যই।

এই স্কিমের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর উচ্চ সুদ হার এবং প্রয়োজনমাফিক জরুরি ঋণ গ্রহণের সুযোগ। চক্রবৃদ্ধি হারে এই সঞ্চয় প্রকল্পে সুদের হার নির্ধারণ করা হয়েছে ১০ দশমিক ৮২ শতাংশ। অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলে সময়সীমা শেষে সেটি দ্বিগুণ হয়ে ফেরত পাওয়া যাবে। শুধু তা-ই নয়, যারা হঠাৎ করেই অর্থ সংকটে পড়বেন, তারা এই জমার বিপরীতে ঋণও নিতে পারবেন খুব সহজে।

রূপালী ব্যাংক জানিয়েছে, এই সঞ্চয় প্রকল্পে অংশগ্রহণ করতে পারবেন যে কোনো বাংলাদেশি নাগরিক বা নিবন্ধিত প্রতিষ্ঠান। এমনকি প্রাপ্তবয়স্কদের পাশাপাশি অপ্রাপ্তবয়স্করাও অভিভাবকের মাধ্যমে এই স্কিমে অংশ নিতে পারবে। এক্ষেত্রে অভিভাবকের সঙ্গে যৌথভাবে হিসাব খুলতে হবে। কোনো গ্রাহক মারা গেলে মনোনীত ব্যক্তি চাইলে নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করে পুরো সুবিধা নিতে পারবেন অথবা প্রয়োজন অনুযায়ী আগে অর্থ উত্তোলনও করতে পারবেন।

এই প্রকল্পে হিসাব খোলার জন্য প্রয়োজন বৈধ জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্মনিবন্ধনের কপি। সঙ্গে রাখতে হবে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এবং মনোনীত ব্যক্তির একটি ছবি। টিআইএন (TIN) সার্টিফিকেট না দিলেও চলবে, তবে দিলে বাড়তি সুবিধা পাওয়া যেতে পারে। তবে সঞ্চয় হিসাব খোলার আগে অবশ্যই গ্রাহকের একটি সেটেলমেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে বা খুলতে হবে।

যারা এই স্কিমে অংশ নিতে আগ্রহী, তাদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং অবশ্যই হতে হবে বাংলাদেশের নাগরিক। আর প্রাতিষ্ঠানিক হিসাব খুলতে হলে প্রয়োজন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গঠনতন্ত্র বা কমিটির অনুমোদন। একই সঙ্গে মনোনীত ব্যক্তির তথ্য প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।

উল্লেখ্য, এই সঞ্চয় প্রকল্পে আয়কৃত সুদের ওপর সরকার নির্ধারিত কর কাটা হবে। তাই জমার টাকায় দ্বিগুণ আয় হলেও, কর কেটে নেওয়ার পর চূড়ান্ত পরিমাণ কিছুটা কম হতে পারে। তবুও সীমিত মেয়াদে নিশ্চিত দ্বিগুণ রিটার্ন পাওয়ার সুযোগ অনেকের কাছেই একটি নির্ভরযোগ্য বিনিয়োগের বিকল্প হয়ে উঠতে পারে।

রূপালী ব্যাংকের ওয়েবসাইটে বিস্তারিত নিয়ম-কানুন, প্রয়োজনীয় ফর্ম ও অন্যান্য নির্দেশিকা পাওয়া যাবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ