তিনটি গলা কাটা লাশ, তালাবদ্ধ ঘর: রহস্যে ঘেরা হত্যাকাণ্ড

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ১৫:৩৭:০৩
তিনটি গলা কাটা লাশ, তালাবদ্ধ ঘর: রহস্যে ঘেরা হত্যাকাণ্ড

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে একই পরিবারের তিন সদস্য—একজন মা এবং তার দুই শিশু সন্তান—নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন ২৫ বছর বয়সী ময়না আক্তার এবং তার কন্যা রাইসা (৭) ও পুত্র নিরব (২)। সোমবার সকালে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পনাশাইল রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ময়না আক্তারের স্বামী রফিকুল ইসলাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জেনের বাজার এলাকার বাসিন্দা। তিনি ভালুকা শহরের রাসেল স্পিনিং মিলস নামক একটি কারখানায় কাজ করেন এবং সপরিবারে ওই এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ওই বাসায় তার ছোট ভাই নজরুল ইসলামও একই সঙ্গে থাকতেন।

রফিকুল ইসলাম পুলিশকে জানান, তিনি রবিবার রাতের শিফটে কারখানায় ডিউটিতে ছিলেন। পরদিন সোমবার সকাল ৯টার দিকে বাসায় ফিরে এসে দেখেন বাসার গেট তালাবদ্ধ। অনেক ডাকাডাকি করার পর কোনো সাড়া না পেয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। তখন তিনি স্ত্রীর ও দুই সন্তানের নিথর দেহ খাটে পড়ে থাকতে দেখেন। প্রত্যেকের গলা কাটা ছিল। ঘটনাস্থলেই তাদের মৃত্যু নিশ্চিত হয়।

এ মর্মান্তিক খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় লোকজন ভিড় করেন ঘটনাস্থলে। পরে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। খুনের মোটিভ কী—তা এখনও স্পষ্ট নয়। তবে তদন্ত শুরু হয়েছে এবং সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে হত্যার রহস্য উন্মোচনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড হতে পারে এটি। পুলিশ বলছে, ঘরে ঢোকার কোনো চিহ্ন ছিল না, অর্থাৎ ঘরের অভ্যন্তর someone known to the family may be involved. প্রতিবেশীদের সঙ্গে কথা বলেও তথ্য সংগ্রহ করছে তদন্তকারী দল। পারিবারিক কোনো দ্বন্দ্ব, পূর্বশত্রুতা, অথবা সম্পত্তি বা সম্পর্কজনিত জটিলতা এই হত্যাকাণ্ডের পেছনে কাজ করতে পারে বলেও সন্দেহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই মর্মান্তিক হত্যাকাণ্ড এলাকার মানুষজনকে স্তব্ধ করে দিয়েছে। তিনজনের নির্মম মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কারা, কী উদ্দেশ্যে এমন পাশবিক কাণ্ড ঘটিয়েছে—সেই উত্তর খুঁজছে পুলিশ এবং পরিবারের সদস্যরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ