রাজশাহী বিভাগীয় কমিশনারের দাবি: মেয়েদের মোহরানা কমিয়ে বিয়ে সহজ করতে হবে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ১৬:৫৩:০৬
রাজশাহী বিভাগীয় কমিশনারের দাবি: মেয়েদের মোহরানা কমিয়ে বিয়ে সহজ করতে হবে

রাজশাহী বিভাগের কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয়ে গণবিবাহের আয়োজন প্রতিফলন করে যে আজকাল বিয়ে করা কতটা কঠিন হয়ে পড়েছে। তাই মেয়েদের মোহরানা কমিয়ে বিয়ের প্রক্রিয়া সহজতর করার দাবি জানান তিনি। এই মন্তব্য তিনি সোমবার (১৪ জুলাই) দুপুরে রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা ভবনের স্পেকট্রাম কনফারেন্স রুমে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় করেন।

তিনি আরও বলেন, বর্তমানে প্রায় সব দম্পতিরই একটি করে সন্তান হচ্ছে, যা মানবসম্পদের জন্য যথেষ্ট নয়। একজোড়া মানুষের সর্বোচ্চ দুই সন্তানের ধারণাকে বাড়ানোর প্রয়োজন রয়েছে। বিশেষ করে স্কুল পর্যায়ের তুলনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। তিনি কিশোর-কিশোরীদের জন্য ক্রিকেট, ফুটবল ও পরিবেশ বিষয়ক ক্লাব গঠনের পরামর্শ দেন, যা তাদের জ্ঞান এবং সামাজিক দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে। শিক্ষার্থীরা যাতে বিভিন্ন জেলায় বেড়াতে গিয়ে জনস্বার্থে কাজ করতে পারে, তাও তিনি উল্লেখ করেন। পাশাপাশি সন্তানদের ন্যায়বিচার ও সম্ভাবনা সম্পর্কে সচেতন করে তোলার ওপর গুরুত্ব দেন খোন্দকার আজিম আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. বায়েজীদ-উল ইসলাম। জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মো. আব্দুর রাজ্জাক অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।

আলোচনা শেষে বিভাগ, জেলা ও থানা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী এবং প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। বিভাগীয় পর্যায়ে চার জন কর্মী ও ছয়টি প্রতিষ্ঠানকে, জেলা পর্যায়ে চার জন কর্মী ও পাঁচটি প্রতিষ্ঠানকে এবং থানা পর্যায়ে দুজন কর্মীকে এই সম্মান দেওয়া হয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ