ঢাকার রাস্তায় ভ্রাম্যমাণ আদালতের ঝটিকা অভিযান, কারাদণ্ড-জরিমানা

রাজধানী ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ১৪:৩৫:১০
 ঢাকার রাস্তায় ভ্রাম্যমাণ আদালতের ঝটিকা অভিযান, কারাদণ্ড-জরিমানা

ঢাকার মিটফোর্ড ও বাবুবাজার এলাকায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে একযোগে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মূলত অবৈধ পার্কিং, রাস্তার ওপর মালামাল রেখে যান চলাচলে বাধা সৃষ্টি এবং অনুমতি ছাড়াই রাস্তায় স্থায়ী ও অস্থায়ী গ্যারেজ বসানোর মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়।

গতকাল রোববার ডিএমপির লালবাগ বিভাগের তত্ত্বাবধানে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে র‍্যাব, কোতোয়ালী ও বংশাল থানা পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়। অভিযানের সময় আইন লঙ্ঘনের কারণে মোট আটজনকে বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান ও গ্রেফতার করা হয়।

ডিএমপির ট্রাফিক লালবাগ বিভাগের সূত্র জানায়, মিটফোর্ড রোডে একটি ঠেলাগাড়ি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে রাস্তার একটি বড় অংশ দখল করে রেখেছিল। ঠেলাগাড়ির নামে গড়ে তোলা অবৈধ স্ট্যান্ড ও চালকদের মাধ্যমে এলাকাটিতে নিয়মিতভাবে যানজট সৃষ্টি হচ্ছিল। এই ঘটনায় মূল হোতাকে সড়ক পরিবহন আইনের ৯২ ধারায় সাত দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে বাবুবাজার ব্রিজ এলাকায় অভিযানে ধরা পড়ে বাহাদুর শাহ পরিবহনের এক বাসচালক, যিনি বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছিলেন। এ অপরাধে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, জননিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এসব কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

অভিযানকালে রাস্তায় ট্রাক রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে দুই ট্রাকচালককে ছয় হাজার টাকা করে জরিমানা করা হয়। অর্থদণ্ড দিতে ব্যর্থ হলে তাদের সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়, তবে তারা জরিমানার অর্থ পরিশোধ করে মুক্তি পান।

এছাড়া রাস্তায় অবৈধভাবে রিকশা ও ভ্যানের গ্যারেজ বসানোর অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করা হয়। এই অভিযানে একাধিক যানবাহনের বিরুদ্ধে ই-চালানের মাধ্যমে মামলা করা হয় এবং পথচারীদের চলাচলে স্বস্তি ফেরানোর লক্ষ্যে দখলমুক্ত করা হয় বেশ কিছু সড়ক অংশ।

ডিএমপি কর্তৃপক্ষ বলছে, জনদুর্ভোগ কমাতে এবং ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এমন অভিযান চলমান থাকবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ