রিজভীর অভিযোগ: ‘ইসলামি দল জড়িত বিএনপি বিরোধী ষড়যন্ত্রে’

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ১৬:২১:৩৩
রিজভীর অভিযোগ: ‘ইসলামি দল জড়িত বিএনপি বিরোধী ষড়যন্ত্রে’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিএনপির রাজনৈতিক অবস্থান ও জনসমর্থন দুর্বল করতে একটি চক্র সচেতনভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তার দাবি, এই ষড়যন্ত্রে দেশের দুটি ইসলামপন্থী দলও যুক্ত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বৃষ্টিভেজা কর্মসূচিতে তিনি এ কথা বলেন। ‘ড্যাব’—ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রিজভীর অভিযোগ, কুমিল্লার মুরাদনগরে এক হিন্দু নারী ধর্ষণের ঘটনা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যা এবং মিটফোর্ড এলাকায় সংঘটিত সহিংসতাসহ সাম্প্রতিক একাধিক ঘটনার পেছনে রয়েছে কিছু শক্তি, যারা আন্তর্জাতিকভাবে তাবেদার গোষ্ঠীর অংশ। তিনি মনে করেন, এসব ঘটনার উদ্দেশ্য হলো বিএনপিকে হেয় করা এবং জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করা।

তারেক রহমানকে কেন্দ্র করে যে ধরনের সমালোচনা ও প্রচারণা চলছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, তিনি হাজার মাইল দূরে থেকেও দল সংগঠিত করছেন এবং এটাই বিরোধীদের মধ্যে প্রতিহিংসার জন্ম দিয়েছে। তিনি আরও দাবি করেন, তারেক রহমান দলের অভ্যন্তর থেকে হাজারো নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন, যা প্রমাণ করে তিনি দুর্নীতির বিরুদ্ধে আপসহীন।

বিএনপির এই নেতা বলেন, নানা রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের মধ্যেও বিএনপি দৃঢ়ভাবে টিকে আছে এবং জনগণের সমর্থন এখনও তাদের পক্ষে রয়েছে। তিনি বলেন, গণতন্ত্রের পক্ষে থাকা জাতীয়তাবাদী শক্তিকে রাজনৈতিকভাবে দুর্বল করতেই নানা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লার ঘটনা প্রসঙ্গে রিজভী দাবি করেন, এসব ঘটনার প্রকৃত তথ্য আড়াল করে বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচার চালানো হচ্ছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান, প্রকৃত দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নিতে।

তিনি আরও বলেন, বিএনপি কোনও উসকানির ফাঁদে পা দেবে না। নেতাকর্মীদেরও তিনি ধৈর্য ধরে কাজ করার নির্দেশ দিয়েছেন। বক্তব্যে তিনি আধিপত্যবাদী শক্তি ও তাদের ‘দালালদের’ বিরুদ্ধে হুঁশিয়ারিও উচ্চারণ করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন ড্যাবের নেতৃবৃন্দ এবং কয়েক শ চিকিৎসক এতে অংশ নেন। বৃষ্টির মধ্যেই এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ