সাকিবের দলে ফেরা নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ১৬:৩৯:২৩
সাকিবের দলে ফেরা নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আলোচিত ও প্রভাবশালী খেলোয়াড়দের একজন সাকিব আল হাসান দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন। তবে এবার তাকে ঘিরে আলোচনার পেছনে কেবল খেলার বিষয় নয়, বরং রাজনৈতিক প্রেক্ষাপটও গভীরভাবে জড়িত হয়ে উঠেছে। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই সাকিব নতুন বিতর্কে জড়িয়েছেন। কোটা সংস্কার আন্দোলনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও ক্ষমতাসীনদের রাজনৈতিক সংকটের সঙ্গে সাকিবের নাম একত্রে উচ্চারিত হচ্ছে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে।

খেলাধুলা থেকে রাজনীতিতে পা রাখার পর সাকিবকে কেন্দ্র করে নানা আলোচনা শুরু হয়। সর্বশেষ খবর অনুযায়ী, তার বিরুদ্ধে একটি হত্যা মামলার অভিযোগ উঠেছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং গত বছরের আগস্টে ভারতের বিপক্ষে খেলার পর আর জাতীয় দলে খেলেননি। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা দেয়নি। তবে তার অনুপস্থিতি নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাকিবের দলে ফেরা নিয়ে গণমাধ্যমকে জানান, এ নিয়ে বোর্ডে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তিনি বলেন, যদি এমন কিছু থাকত তবে তা বোর্ডে আলোচিত হতো। তিনি এই সংক্রান্ত কোনো তথ্য জানেন না এবং এ মুহূর্তে সাকিবের দলে ফেরার প্রসঙ্গটি তাদের আলোচনার বাইরে বলেও উল্লেখ করেন। এ প্রসঙ্গে গুজবের কথাও তিনি উড়িয়ে দেন না।

অন্যদিকে, বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, সাকিব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ক্রিকেটার। তার জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা রয়েছে। তবে বিষয়টি এখন সম্পূর্ণভাবে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের হাতে। তারা সময় মতো সিদ্ধান্ত নেবেন। তিনি জানান, বর্তমান বোর্ড সভাপতি ক্রিকেট অপারেশন্স ও টিম ম্যানেজমেন্টকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন এবং তারাই এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সাকিবের খেলোয়াড়ি দক্ষতা নিয়ে সংশয় না থাকলেও, রাজনৈতিক সম্পৃক্ততা ও মামলার বিষয়টি তাকে জাতীয় দলের বাইরে রাখছে কি না—এ নিয়ে প্রশ্ন উঠছে। তৃণমূল থেকে শুরু করে ক্রিকেট ভক্ত, এমনকি রাজনৈতিক মহলেও সাকিবের ভবিষ্যৎ নিয়ে নানা মতভেদ দেখা যাচ্ছে। কেউ বলছেন, একজন জনপ্রিয় খেলোয়াড়ের রাজনীতিতে আসা ছিল সময়ের দাবি, আবার কেউ এটিকে দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত বলেও মনে করছেন।

এই প্রেক্ষাপটে প্রশ্ন থেকে যাচ্ছে—সাকিব কি কেবল ক্রিকেটের মাঠেই থাকলে ভালো করতেন, না কি রাজনীতির মঞ্চ তাকে নতুন পরিচয় এনে দেবে? আপাতত এসব প্রশ্নের উত্তর ভবিষ্যতের হাতে, তবে নিশ্চিতভাবে বলা যায়, সাকিব এখন কেবল একজন অলরাউন্ডার নন—তিনি রাজনীতিরও এক বিতর্কিত চরিত্রে পরিণত হয়েছেন।


জায়ান-শমিতকে নিয়েই একাদশ, বেঞ্চে বসলেন দলের অন্যতম তারকা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৪ ১৭:৩৯:১৪
জায়ান-শমিতকে নিয়েই একাদশ, বেঞ্চে বসলেন দলের অন্যতম তারকা
ছবিঃ সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগের ম্যাচে হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগের শুরুর একাদশে পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। প্রথম লেগে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছিলেন যে দুই প্রবাসী ফুটবলার—জায়ান আহমেদ ও শমিত সোম, ফিরতি লেগে তাদের মূল একাদশে জায়গা দিয়েছেন কোচ। চোট কাটিয়ে ফেরা অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ শুধু একাদশে সুযোগই পাননি, আজ শুরু থেকে তিনি দলকে নেতৃত্বও দেবেন।

তবে প্রথম একাদশে ফেরানোর জোরালো আবদার জানালেও তারকা ফুটবলার জামাল ভূঁইয়ার ঠাঁই হয়েছে বেঞ্চে।

ম্যাচের সময় ও প্রেক্ষাপট

গুরুত্বপূর্ণ এই ম্যাচটি আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) কাই টাক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।

উল্লেখ্য, প্রথম লেগে ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের কাছে বাংলাদেশ ৪-৩ গোলে হেরেছিল। ওই ম্যাচে জায়ান ও শমিতকে বেঞ্চে রেখে শুরু করায় কাবরেরাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

বাংলাদেশ একাদশ (শুরুর থেকে)

গোলকিপার: মিতুল মারমা

ডিফেন্ডার: শাকিল তপু, তপু বর্মণ (অধিনায়ক), তারেক কাজী, সাদ উদ্দিন

মিডফিল্ডার/ফরোয়ার্ড: শেখ মোরসালিন, হামজা চৌধুরী, রাকিব হোসেন, সোহেল রানা, জায়ান আহমেদ, শমিত সোম।


আজ বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, টিভিতে নয় ২৫ টাকায় দেখুন অনলাইনে

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৪ ১৪:৩৬:১০
আজ বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, টিভিতে নয় ২৫ টাকায় দেখুন অনলাইনে
ছবিঃ সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকতে হলে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। হংকং চায়নার বিপক্ষে পূর্ণ পয়েন্ট ছাড়া কিছু ভাবছেন না বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি বাংলাদেশ কোচের জন্যও একরকম টিকে থাকার লড়াই। এর আগে, ঢাকায় সাত গোলের পাগলাটে ম্যাচে বাংলাদেশকে ৪-৩ গোলে হারতে হয়েছিল।

একাদশ নিয়ে গুঞ্জন

ঢাকা ম্যাচের একাদশ নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনা এখনো চলছে। দ্বিতীয়ার্ধে মাঠে আসা শমিত সোম, জামাল ভূঁইয়া, ফাহমিদুল ইসলাম এবং জায়ান আহমেদের মতো খেলোয়াড়দের একাদশে রাখার দাবি ক্রমেই জোরালো হচ্ছে।

এ প্রসঙ্গে অধিনায়ক জামাল ভূঁইয়া ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বলেন:

“কে খেলবেন, কে খেলবেন না এটা কোচদের সিদ্ধান্ত। স্কোয়াডে ২৩ জন খেলোয়াড় আছে, সবাই খেলতে চান। দিন শেষে সিদ্ধান্ত কোচেরই। অবশ্যই আমার আলাদা মতামত আছে, সেটা আমি এখানে বলব না।”

অনলাইনে খেলা দেখার সুযোগ

বাংলাদেশের ফুটবলের এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি অবশ্য দেশের কোনো টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে না। এর আগের ম্যাচটি টি-স্পোর্টস সরাসরি দেখালেও আজকের ম্যাচটি তারা সরাসরি সম্প্রচার করছে না।

তবে ফুটবল সমর্থকদের জন্য সুখবর হলো, টিভিতে ম্যাচটি দেখানো না হলেও অনলাইনে এবং মোবাইলে ম্যাচটি দেখার দারুণ সুযোগ রয়েছে। মাত্র ২৫ টাকা খরচ করে সাবস্ক্রিপশন কেনার মাধ্যমে ম্যাচটি অনলাইনে বঙ্গবিডিতে দেখা যাবে।


একনজরে দেখে নিন টিভিতে আজকের খেলার সূচি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৪ ১০:২৪:১৯
একনজরে দেখে নিন টিভিতে আজকের খেলার সূচি
ফাইল ছবি

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ক্রিকেট ও ফুটবল অঙ্গনে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এশিয়া কাপ বাছাইপর্বে বাংলাদেশের ম্যাচ যেমন আছে, তেমনি মাঠে নামছে ভারত, পাকিস্তান ও নারী ওয়ানডে বিশ্বকাপের দলগুলো।

একনজরে দেখে নিন টিভিতে আজকের খেলার সূচি:

ক্রিকেট

বাংলাদেশ ও আফগানিস্তান: ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

সময়: সন্ধ্যা ৬টা

সরাসরি: নাগরিক টিভি, টি স্পোর্টস

ভারত ও ওয়েস্ট ইন্ডিজ: দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন।

সময়: সকাল ১০টা

সরাসরি: স্টার স্পোর্টস-২, টি স্পোর্টস

পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা: প্রথম টেস্টের তৃতীয় দিন।

সময়: বেলা ১১টা

সরাসরি: টেন ক্রিকেট

নারী ওয়ানডে বিশ্বকাপ: শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।

সময়: বিকাল ৩টা ৩০ মিনিট

সরাসরি: স্টার স্পোর্টস-১

ফুটবল

এশিয়ান কাপ বাছাই: বাংলাদেশ ও হংকং।

সময়: সন্ধ্যা ৬টা

সরাসরি: টি স্পোর্টস

বিশ্বকাপ বাছাই:

লাটভিয়া ও ইংল্যান্ড

পর্তুগাল ও হাঙ্গেরি

স্পেন ও বুলগেরিয়া

ইতালি ও ইসরায়েল

সময়: রাত ১২টা ৪৫ মিনিট

সরাসরি: সনি স্পোর্টস-১, ২, ৩ ও ৫


ফ্যাসিস্টের দোসর সালাহউদ্দিন পেলেন দেশ ছাড়ার অনুমতি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৩ ২১:২১:০৬
ফ্যাসিস্টের দোসর সালাহউদ্দিন পেলেন দেশ ছাড়ার অনুমতি
ছবিঃ সংগৃহীত

ক্রীড়াঙ্গনে ফ্যাসিবাদী সরকারের দোসর হিসেবে পরিচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিন এবং তার সহযোগী মাহফুজা আক্তার কিরণের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অথচ দুর্নীতি দমন কমিশন (দুদক) সালাহউদ্দিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান থাকার কথা জানিয়েছিল। এই সিদ্ধান্ত ক্রীড়াঙ্গনে বিস্ময়ের সৃষ্টি করেছে।

ক্ষমতার দাপট ও দুর্নীতির চিত্র

‘আপা ফোন করেছিলেন। কালকেই যেতে বললেন’—এভাবে নিজেকে জাহির করতেন কাজী সালাহউদ্দিন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর টেলিফোনে তার খোঁজখবর রাখতেন, এখন তার সঙ্গে সরাসরি সাক্ষাতের জন্য উন্মুখ। ২০০৮ সাল থেকে শেখ হাসিনার পতনের পর পর্যন্ত সালাহউদ্দিন বাফুফের গদি দখলে রেখেছিলেন।

ফ্যাসিবাদী শেখ হাসিনা আমলের পুরোটা সময়েই সালাহউদ্দিন-কিরণরা অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত ছিলেন। তাদের দেড় যুগের নানা অনিয়মে দেশের ফুটবল ঐতিহ্য হারিয়েছে।

অর্থ লোপাট: বাফুফের কাছে সরকার প্রদত্ত ২০ কোটি টাকা গায়েব হওয়ার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। লঙ্কা-বাংলা ফাইন্যান্সে স্থায়ী আমানত হিসাবে রাখা সেই অর্থ বছর না ঘুরতেই তুলে নেওয়া হয়েছিল।

ফিফা নিষেধাজ্ঞা: বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে চার বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা।

টিকিট দুর্নীতি: সালাহউদ্দিন-কিরণরা বাফুফের টাকায় শেখ পরিবারের সদস্যদের ইউরো ও বিশ্বকাপসহ বিভিন্ন টুর্নামেন্টের টিকিট দিতেন। ফিফা ও এএফসি থেকে কমদামি টিকিট কিনে সেগুলো ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কে বিক্রি করতেন।

ভুয়া খরচ: বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের টেলিকাস্টিং যন্ত্রপাতি ভাড়া বাবদ ভারতীয় একটি কোম্পানির (রিয়েল ইমপেক্ট প্রাইভেট লি.) সহযোগিতায় দুই লাখ ৯০ হাজার মার্কিন ডলার ভুয়া খরচ দেখানো হয়েছিল।

বাফুফের ব্যাপক দুর্নীতি ও অন্যান্য অভিযোগ

সাবেক দুই প্রখ্যাত ফুটবলার শামসুল আলম মঞ্জু ও প্রয়াত বাদল রায় বাফুফের অনিয়ম তুলে ধরে ফিফার কাছে অভিযোগ পাঠিয়েছিলেন। মঞ্জুর স্বাক্ষরিত অভিযোগপত্রের সঙ্গে ৩৮০ পৃষ্ঠার বাফুফের অনিয়মের বিভিন্ন নথিও পাঠানো হয়েছিল।

গুম অর্থ: লঙ্কা-বাংলা ফাইন্যান্সে স্থায়ী আমানত ভেঙে বাফুফের দেওয়া সরকারের ২০ কোটি টাকা লোপাট হয়ে যায়।

অন্যান্য ব্যবসা: সালাহউদ্দিনের মেয়ে সারাজিন ও জামাতা এলেক্সের ভিয়েতনামি কোম্পানি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে সফটওয়্যার সরবরাহ কাজ বাগিয়ে নেয় এবং সফটওয়্যার সরবরাহ না করেই প্রায় ১০০ কোটি টাকা তুলে নিয়ে যায়।

কমিশন: দক্ষিণ কোরিয়ার হুন্দাই কোম্পানিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল সংলগ্ন বিশেষায়িত হাসপাতাল নির্মাণকাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে প্রায় ২৫ কোটি টাকা কমিশন নিয়েছিল সালাহউদ্দিন গংরা।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া

বাফুফের বর্তমান সভাপতি তাবিথ আউয়াল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির কাছে কাজী সালাহউদ্দিন ও কিরণের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য চিঠি দেন গত ১৬ সেপ্টেম্বর। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুদক ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) মতামত চেয়েছিল। এসবি প্রধান গোলাম রসুল জানান, তারা এখনো কোনো উত্তর দেননি। তারপরেও সালাহউদ্দিন ও কিরণের বিদেশ সফরের নিষেধাজ্ঞা প্রত্যাহার বিস্ময়ের সৃষ্টি করেছে।

তাবিথ আউয়াল এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, “আমি আর এর সঙ্গে জড়াতে চাই না।”


হংকং ম্যাচের আগে ভোগান্তি বাংলাদেশের: বাফুফের ‘অদূরদর্শিতায়’ বাড়তি চাপ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৩ ১৬:৫৫:৩২
হংকং ম্যাচের আগে ভোগান্তি বাংলাদেশের: বাফুফের ‘অদূরদর্শিতায়’ বাড়তি চাপ
ছবিঃ সংগৃহীত

এশিয়ান কাপ ফুটবলে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ফিরতি ম্যাচ আগামীকাল (১৪ অক্টোবর)। এই ম্যাচ নিয়ে হংকং সিরিয়াস থাকলেও, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রস্তুতি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। হংকংয়ে পৌঁছানোর পর বাজে অনুশীলন মাঠ, পরিবহন ভোগান্তি এবং খেলোয়াড়দের ক্লান্তি নিয়ে বিড়ম্বনায় পড়েছে বাংলাদেশ দল।

অনুশীলন মাঠ ও হোম এডভান্টেজ

হংকংয়ে গিয়ে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ দল অনুশীলন মাঠ নিয়ে। প্রথম দিন বাজে মাঠ দেওয়ায় অনুশীলন করা সম্ভব হয়নি। ঘাস বেশি ও মাঠ উঁচুনিচু হওয়ায় সেই মাঠ বাদ দিয়ে নতুন মাঠ খুঁজেতেই দিন পার হয়ে যায়।

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান একজন লিয়াজোঁ অফিসারকে সঙ্গে নিয়ে বহু কষ্টে একটি মাঠ কোনো রকমে পছন্দ করলেও, দলের মনে হয়েছে—হংকং দল হোম অ্যাডভান্টেজ নিচ্ছে। মোহামেডান যেভাবে পল্টন ময়দানের মাঠে অনুশীলন করে, তার চেয়ে সামান্য ভালো একটি মাঠ পাওয়া গেছে।

বিমানের টিকিট ও ক্লান্তির চাপ

৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলের হারের পরই খেলোয়াড়রা ছিলেন ক্লান্ত। এরপরই হংকংয়ের বিমান ধরার জন্য ভোরবেলায় ঘুম থেকে উঠতে হয়। ক্লান্ত শরীর নিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দুই ঘণ্টার ট্রানজিটে পড়তে হয় ফুটবলারদের।

বাফুফের এই অদূরদর্শিতা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, কোনো ফুটবল ফেডারেশনের চিন্তাভাবনা হলো খেলোয়াড়রা বিদেশে ম্যাচ খেলতে গেলে ভোগান্তি এড়াতে যত কম ট্রানজিট দেওয়া যায়। অথচ ঢাকায় সরাসরি হংকংয়ে যাওয়ার বিমান ব্যবস্থা থাকা সত্ত্বেও বাফুফে ক্লান্ত ফুটবলারদের ব্যাংককে বিমানবন্দরে বসিয়ে রাখল।

বাফুফের প্রস্তুতি নিয়ে প্রশ্ন

এর আগে গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগেও বাংলাদেশ দল নানা সমস্যায় পড়েছিল। হোটেল, পরিবহন, সড়কে ট্রাফিক জ্যামসহ নানা সমস্যা দেখেও বাফুফে সজাগ হয়নি।

হংকংয়ের অভিযোগ: ঢাকায় এসে হংকং ফুটবল দলের অভিযোগ ছিল, তাদের বিরক্ত করতে বাংলাদেশ দল ট্রাফিক জ্যাম তৈরি করেছিল।

অগ্রিম প্রস্তুতি: বাফুফে হংকংয়ে গিয়ে দেখে আসেনি কোথায় অনুশীলন করবে, সেই মাঠ কেমন বা অনুশীলনের উপযোগী কিনা। বাফুফের উচিত ছিল আগে থেকে এসব ঠিক করে রাখা।

হংকং দল ৯ অক্টোবর রাতে ম্যাচ খেলেই ফেরার টিকিট চেঞ্জ করে সেই রাতেই ফ্লাইটে দেশে ফিরে গেছে। অথচ বাংলাদেশ কয়েক মাস আগে থেকে জানে যে ১৪ অক্টোবর ফিরতি ম্যাচ খেলবে, তবুও বাফুফে কেন আগে থেকে বিমানের টিকিট কনফার্ম করেনি—এই অদূরদর্শিতা নিয়ে প্রশ্ন উঠছে।


এএফসি বাছাইয়ে আজ জর্ডানের মুখোমুখি বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৩ ১১:৫১:৫৯
এএফসি বাছাইয়ে আজ জর্ডানের মুখোমুখি বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের কিশোরী ফুটবলাররা আবারও মাঠে নামছে দেশের গর্ব বহন করতে। আজ সোমবার রাতে জর্ডানের আকাবা স্টেডিয়ামে আয়োজিত এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাই পর্বে স্বাগতিক জর্ডানের বিপক্ষে লড়বে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। বাংলাদেশ সময় রাত ১০টায় (BST) শুরু হবে এই প্রতীক্ষিত ম্যাচটি।

লাল-সবুজের মেয়েরা ইতোমধ্যেই বাছাইপর্বে নিজেদের প্রস্তুতি ও দক্ষতা প্রদর্শন করে দৃঢ় আত্মবিশ্বাস অর্জন করেছে। এই ম্যাচ জিততে পারলে মূল পর্বে উত্তরণের পথে এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। দলের তরুণীরা এখন পুরোপুরি মনোযোগী জয় ছিনিয়ে আনার লক্ষ্যে।

এই ম্যাচের পর বাংলাদেশের মেয়েরা ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে খেলবে নিজেদের শেষ গ্রুপ ম্যাচ। টুর্নামেন্টের এই পর্বে প্রতিটি ম্যাচই নির্ধারণ করবে কোন দলগুলো আগামী বছরের মূল এশিয়ান কাপে জায়গা পাবে।

বাংলাদেশ দলের অধিনায়ক আರ್ಪিতা দলের নেতৃত্ব দিচ্ছেন মাঠের ভেতর ও বাইরে সমান দৃঢ়তায়। সহ-অধিনায়ক ক্রানুচিং মারমা এবং ফরোয়ার্ড মামনি চাকমা আক্রমণভাগে বাড়তি শক্তি যোগাচ্ছেন। মধ্যমাঠে উম্মা কুলসুম ও আলপি আক্তার দলের ছন্দ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

দলের কোচিং স্টাফ জানিয়েছেন, জর্ডানের বিপক্ষে রক্ষণভাগ গোছানো এবং দ্রুত পাল্টা আক্রমণই হবে বাংলাদেশের মূল কৌশল। তরুণ দলটি টেকনিক্যাল ও শারীরিকভাবে ক্রমে পরিণত হচ্ছে, যা সাম্প্রতিক অনুশীলনে স্পষ্ট।

দলের এক সিনিয়র খেলোয়াড় বলেন, “আমরা সবাই খুব উত্তেজিত ও আত্মবিশ্বাসী। জর্ডানের বিপক্ষে আমরা আমাদের সর্বোচ্চটা দিতে চাই। দেশের জন্য জয়ই আমাদের একমাত্র লক্ষ্য।”

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা জানান, নারী ফুটবলে তরুণ প্রতিভাবানদের ধারাবাহিক উন্নয়ন দেশের ভবিষ্যৎ সাফল্যের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। সাম্প্রতিক বছরগুলোতে বয়সভিত্তিক নারী দলগুলোর সাফল্য দেশের ফুটবলে নতুন অনুপ্রেরণা জুগিয়েছে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দলের তালিকা:

মেঘলা রানী, শিউলি রায়, আরিফা আক্তার, সরোভি আক্তার, আর্চিতা (অধিনায়ক), ক্রানুচিং মারমা, মামনি চাকমা, উম্মা কুলসুম, আলপি আক্তার, থুইনুয়ে মারমা, ফাতেমা আক্তার, প্রতিমা আক্তার, পূজা চাকমা, মোস্ত আলমিনা, রেয়া, মোস্ত মমিতা খাতুন, মিশু রানী, আমেনা খাতুন, পূর্ণিমা মারমা, সাওরভী আখন্দ, মোস্ত রেশমে আক্তার, ইয়ারজান বেগম ও ইশিতা ত্রিপুরা।

বাংলাদেশের মেয়েরা সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে যে ধারাবাহিকতা দেখাচ্ছে, তা নারী ফুটবলের অগ্রযাত্রায় এক উজ্জ্বল দৃষ্টান্ত। শক্তিশালী প্রতিপক্ষ জর্ডানের মাঠে খেলতে নামলেও তারা দৃঢ় মনোবল নিয়ে লড়াই করতে প্রস্তুত। এখন দেখার বিষয়, আজ রাতের ম্যাচে লাল-সবুজের কিশোরীরা নতুন কোনো সাফল্যের গল্প রচনা করতে পারে কি না।

-শবনম লিজা


এশিয়ান কাপ বাছাই: শেষ আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১১ ১৭:৩২:২৫
এশিয়ান কাপ বাছাই: শেষ আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ
ছবিঃ সংগৃহীত

হংকংয়ের বিপক্ষে শেষ মুহূর্তের হার যেন সবকিছু ওলটপালট করে দিয়েছে। এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সামনে এখন পথটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। কাগজে-কলমে এখনো ক্ষীণ আশা টিকে থাকলেও, তা বাস্তবায়িত করতে লাগবে নিখুঁত হিসাব ও ভুলহীন পারফরম্যান্স।

সম্ভাবনার কঠিন অঙ্ক

বাছাইপর্বের প্রথম তিন ম্যাচে কোনো জয় না পাওয়ায় চাপ এখন পুরোপুরি হামজা-জামালদের কাঁধে। এশিয়ান কাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশকে বাকি তিন ম্যাচেই জিততে হবে—তবে শুধু জেতাই নয়, দলের তাকিয়ে থাকতে হবে অন্যদের ফলাফলের দিকেও।

বর্তমান অবস্থান: বাংলাদেশের গ্রুপে হংকং শীর্ষে, তাদের পেছনে সিঙ্গাপুর ও ভারত; তালিকার তলানিতে বাংলাদেশ।

সমীকরণ: এশিয়ান কাপে ওঠার একমাত্র সমীকরণ হলো—বাংলাদেশকে বাকি তিন ম্যাচে টানা জয় পেতে হবে। পাশাপাশি, সিঙ্গাপুর যেন বাংলাদেশের বিপক্ষে হারে এবং অন্য কোনো ম্যাচে ড্র করে বা হারে। একইসঙ্গে, হংকংকে বাকি ম্যাচগুলোতে জয় পাওয়া যাবে না, এবং ভারতকেও অন্তত একটি ম্যাচে পয়েন্ট হারাতে হবে।

সব মিলিয়ে সমীকরণটা দাঁড়াচ্ছে অঙ্কের মতো কঠিন, কিন্তু অসম্ভব নয়।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো

এশিয়ান কাপের টিকিট পেতে এখন বাংলাদেশকে কেবল প্রতিপক্ষ নয়, লড়তে হবে সময়, চাপ আর সম্ভাবনার অঙ্কের সঙ্গেও। বাংলাদেশের সামনে এখন তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ—

১৪ অক্টোবর: হংকংয়ের মাঠে

১৮ নভেম্বর: ভারতের বিপক্ষে, ঘরের মাঠে

৩১ মার্চ ২০২৬: সিঙ্গাপুরের বিপক্ষে

এই তিন ম্যাচে জয় মানে বেঁচে থাকা আশা। কোনো ভুল মানেই বিদায়।


কোথাও দাওয়াত দিতো না: মারুফা আক্তারের চোখে জল আনা সেই কষ্টের কথা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১১ ১৬:১১:০৮
কোথাও দাওয়াত দিতো না: মারুফা আক্তারের চোখে জল আনা সেই কষ্টের কথা
ছবিঃ সংগৃহীত

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশের তরুণ পেসার মারুফা আক্তার। তার গতিময় বোলিং ও নিখুঁত সুইংয়ে বিপক্ষ ব্যাটাররা রীতিমতো ভোগান্তিতে পড়ছেন। তবে এই সাফল্যের পেছনের পথটা মোটেও সহজ ছিল না। কখনো বাবার সঙ্গে কৃষিকাজে শ্রম দিয়েছেন, কখনো সহ্য করেছেন দারিদ্র্য ও সমাজের কটূ মন্তব্য।

সম্প্রতি আইসিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের জীবনের এই কঠিন সময়গুলোর কথা বলতে গিয়ে চেষ্টা করেও চোখের পানি আটকাতে পারেননি এই টাইগ্রেস পেসার।

দারিদ্র্য ও সমাজের অপমান

অশ্রুসিক্ত চোখে মারুফা বলেন, সমাজে দারিদ্র্যের কারণে তাদের যে অপমান সহ্য করতে হয়েছে, তা ছিল ভীষণ কষ্টের।

“কোথাও যদি বিয়ে বা কোনোকিছু (অনুষ্ঠান) হয়, দাওয়াত দেয় না? আমাদেরকে সেটাও দিতো না। বলতো ওদের ড্রেস নাই, ওইখানে গেলে আমাদের মান সম্মান থাকবে না। এরকম বলতো অনেকে। একটা সময় ছিল যখন আমরা ঈদেও নতুন জামা কিনতে পারিনি।”

তিনি বলেন, “আমার বাবা একজন কৃষক। আব্বা যখন বাসায় ছিল না, বাজারে যেত, তখন মাকে এসে অনেকে অনেক কথা বলতো। অনেক খারাপ খারাপ কথা বলে, যেগুলা নেওয়ার মতো না। আমার মা রুমে গিয়ে কান্না করতো। আমি আবার গিয়ে এক কোণায় কান্না করতাম যে, আমার জন্য এতকিছু হচ্ছে।”

সাফল্যে অন্যরকম শান্তি

মারুফা বলেন, কঠিন পরিস্থিতি তাঁকে আরও দৃঢ় করেছে। তিনি সবসময় ভাবতেন, একদিন ভালো কিছু করে দেখাবেন। এখন সাফল্যের স্বাদ পেয়ে অন্যরকম শান্তি অনুভব করেন তিনি।

“এখন আমরা যেরকম অবস্থাতে এসেছি, অন্যরা এখন সেরকম জায়গায় নেই। আমি যেভাবে ফ্যামিলিকে সাপোর্ট করছি, অনেক ছেলেরাও হয়তো সেভাবে পারছে না। এটা অন্যরকম একটা শান্তি দেয়।”

তিনি হাসিমুখে যোগ করেন, “ছোটবেলায় ভেবেছি মানুষ কবে আমাদের এভাবে দেখবে, হাততালি দিবে, এখন টিভিতে (নিজেকে) দেখলে লজ্জা লাগে।”

উল্লেখ্য, মারুফার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গা থেকে শুরু করে সাবেক ইংলিশ অলরাউন্ডার নাসের হোসেন—সবাই তাকে প্রশংসায় ভাসিয়েছেন।


সিরিজ বাঁচাতে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ, একাদশে আসছে পরিবর্তন?

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১১ ১৪:৩৯:৩০
সিরিজ বাঁচাতে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ, একাদশে আসছে পরিবর্তন?
ছবিঃ সংগৃহীত

সিরিজের প্রথম ওয়ানডেতে হারের পর এবার সিরিজ বাঁচাতে আজ শনিবার (১১ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আবু ধাবিতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচ হারলে কেবল সিরিজ হাতছাড়া হবে না, সঙ্গে কঠিন হয়ে যাবে র‌্যাঙ্কিংয়ে সেরা নয়ে থেকে সরাসরি পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগও।

প্রথম ম্যাচের ব্যর্থতা ও আজকের পরিকল্পনা

প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিং নিলেও বাংলাদেশের পরিকল্পনা কাজে আসেনি। দল টেনে-টুনে দুইশ’র বেশি রান করলেও, আফগানিস্তানকে আটকে দিতে পারেননি বোলাররা। এই ম্যাচেও রান তোলার আশায় ব্যাটিং সহায়ক আবু ধাবির উইকেটে মিরাজরা ভালো স্কোর করতে চাইবেন।

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বিশ্রামে থাকা মোস্তাফিজুর রহমান এই ম্যাচে একাদশে ঢুকতে পারেন। সেক্ষেত্রে পেসার তাসকিন আহমেদকে বাইরে রাখা হতে পারে। এছাড়া লেগ স্পিনার রিশাদ হোসেনকেও একাদশে দেখা যেতে পারে।

সিরিজ শুরুর আগে ভিসা জটিলতায় আমিরাতে যেতে না পারা টপ অর্ডার ব্যাটার নাঈম শেখ দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে দলে যোগ দিলেও, তার একাদশে ঢোকার সম্ভাবনা একেবারেই কম।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সিরিজের এই বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ হতে পারে: তানজিদ তামিম, সাইফ হাসান, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ (অধিনায়ক), জাকের আলী, নুরুল হাসান, তানজিম সাকিব, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

পাঠকের মতামত: