ক্লাব বিশ্বকাপ ২০২৫

চেলসির বিশ্বজয়: মারেস্কার নেতৃত্বে ইতিহাস গড়া সাফল্য

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ১০:৫৩:৫২
চেলসির বিশ্বজয়: মারেস্কার নেতৃত্বে ইতিহাস গড়া সাফল্য

চেলসি কোচ এনজো মারেস্কা মনে করেন, ক্লাব বিশ্বকাপ জয় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সমান গর্বের। সদ্য সমাপ্ত ফিফার নতুন সংস্করণের ক্লাব বিশ্বকাপের প্রথম আসরের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে ইংলিশ ক্লাবটি। আর এই বিজয় চেলসি সমর্থকদের জন্য এনে দেয় ইতিহাস গড়ার আনন্দ।

ম্যাচের পর মারেস্কা বলেন, "আমার মনে হয় এই প্রতিযোগিতাটি খুব শিগগিরই চ্যাম্পিয়ন্স লিগের মতো, এমনকি তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এখানে বিশ্বসেরা ক্লাবগুলো মুখোমুখি হয়। তাই এই জয়কে আমরা সর্বোচ্চ মর্যাদা দিচ্ছি।"

মারেস্কা মাত্র এক বছর আগে চেলসির কোচ হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি ম্যানচেস্টার সিটির কোচিং স্টাফে ছিলেন, যখন গার্দিওলার দল ২০২৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। সেই অভিজ্ঞতা এবার কাজে লাগিয়েছেন নিজের দলের জন্য।

"আমি সৌভাগ্যবান ছিলাম যে এমন এক দলের অংশ হতে পেরেছিলাম যারা ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। তবে এই টুর্নামেন্টে বিশ্বসেরা ক্লাবগুলো প্রতিদ্বন্দ্বিতা করে, তাই এর মূল্যায়ন চ্যাম্পিয়ন্স লিগের সমান হওয়া উচিত," বলেন মারেস্কা।

তিনি আরও বলেন, "এই জয় চেলসি ভক্তদের জন্য গর্বের একটি প্রতীক। পরবর্তী চার বছর আমাদের জার্সিতে থাকবে এই শিরোপার প্রতীক—এটি আমাদের আত্মমর্যাদার অংশ।"

চূড়ান্ত ম্যাচে চেলসি আক্রমণাত্মক কৌশলে মাঠে নামে। ম্যাচের প্রথমার্ধেই তারা সব তিনটি গোল করে ফেলে। দুটি গোল করেন ইংল্যান্ড তারকা কোল পামার এবং একটি করেন জোয়াও পেদ্রো। মারেস্কা বলেন, "আমি ছেলেদের বলে দিয়েছিলাম—আমরা এখানে জেতার জন্য এসেছি। প্রথম ১০ মিনিটেই আমরা সেই বার্তা পরিষ্কার করে দিয়েছিলাম। সেখান থেকেই ম্যাচের ধারা নির্ধারিত হয়ে যায়।"

কোল পামার ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার দুটি গোল এবং একটি অ্যাসিস্ট ফাইনালের মোড় ঘুরিয়ে দেয়। ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড ইতোমধ্যেই তারকা খ্যাতি পেয়েছেন—নিউইয়র্কের টাইমস স্কয়ার ও ম্যাডিসন স্কয়ার গার্ডেনের মতো জায়গায় তাঁর ছবি দেখা গেছে রিয়াল মাদ্রিদের এমবাপে ও ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে।

পামার বলেন, "গোল করতে পারা দারুণ অনুভূতি। দল যেভাবে আগ্রাসী খেলেছে, সেটা ছিল কোচের সঠিক পরিকল্পনার ফল। আমি প্রতিটি ম্যাচে নিজের দায়িত্ব পালন করতে চাই, আর ভবিষ্যতেও সেটা করে যেতে চাই।"

চেলসির এই জয় শুধু একটি শিরোপা নয়—এটি তাদের আধিপত্যের ঘোষণাও। ক্লাব বিশ্বকাপের প্রথম সংস্করণে শিরোপা জয় করে তারা ইতিহাসে নিজেদের জায়গা করে নিয়েছে।

-আলমগীর হোসেন, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ