ক্লাব বিশ্বকাপ ২০২৫

ইউরোপের সমালোচনা উপেক্ষা করে সফল ফিফা ক্লাব কাপ: ইনফান্তিনো

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৩ ১১:৪০:১২
ইউরোপের সমালোচনা উপেক্ষা করে সফল ফিফা ক্লাব কাপ: ইনফান্তিনো

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো দৃপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছেন, “ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ এখন বিশ্বের সবচেয়ে সফল ক্লাব প্রতিযোগিতা।” নিউইয়র্ক সিটির ফিফথ অ্যাভিনিউতে ট্রাম্প টাওয়ারে ফিফার নতুন অফিস উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এই বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৩২ দলের ফরম্যাটে প্রথমবারের মতো আয়োজিত এই ক্লাব বিশ্বকাপ ঘিরে শুরু থেকেই ছিল বিতর্ক। খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ, গ্রীষ্মের প্রচণ্ড গরমে খেলোয়াড় ও দর্শকদের স্বাস্থ্যঝুঁকি, এবং ইউরোপের অনেক ক্লাব ও কোচের সমালোচনা—সব মিলিয়ে টুর্নামেন্ট নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

তবুও ইনফান্তিনোর দাবি, সব সমালোচনাকে ছাপিয়ে গিয়েছে আর্থিক ও অংশগ্রহণের দিক থেকে। তাঁর ভাষায়, “অনেকেই বলেছিল এই টুর্নামেন্টে কেউ আগ্রহ দেখাবে না, আর্থিকভাবে ব্যর্থ হবে। কিন্তু আমরা ৬৩টি ম্যাচ থেকে প্রায় ২.১ বিলিয়ন ডলার আয় করেছি, যা ম্যাচপ্রতি গড়ে ৩৩ মিলিয়ন ডলার। বিশ্বে আর কোনো ক্লাব প্রতিযোগিতা এতটা লাভজনক নয়।”

টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে প্যারিস সাঁ জার্মাঁ (পিএসজি) ও চেলসি, যা বিশ্বজুড়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

তবে ইউরোপের অনেক ক্লাব বিশেষ করে ইংলিশ কোচ ইয়ুর্গেন ক্লপ এই টুর্নামেন্টের কঠোর সমালোচক। ক্লপ এটিকে ফুটবল ইতিহাসের “সবচেয়ে বাজে পরিকল্পনা” বলে অভিহিত করেছেন।

এ প্রসঙ্গে ইনফান্তিনো বলেন, “সব ইউরোপিয়ান ক্লাবই এমনটা ভাবছে, এটা ঠিক না। যারা খেলতে এসেছেন, তারা সন্তুষ্ট। যারা কোয়ালিফাই করেনি, তারাও জানাতে চেয়েছে ভবিষ্যতে কীভাবে অংশ নিতে পারে।”

ইনফান্তিনো আরও জানান, পরবর্তী ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৯ সালে। তবে প্রতি দুই বছর অন্তর টুর্নামেন্ট আয়োজন বা দলসংখ্যা বাড়ানো নিয়ে এখনই কোনো প্রতিশ্রুতি দেননি।

তাঁর মন্তব্যে স্পষ্ট, ফিফা এখন ক্লাব ফুটবলের ভুবনে নতুন এক যুগ শুরু করতে চায়। “আমরা কিছু নতুন তৈরি করেছি, যা স্থায়ী হবে এবং ক্লাব ফুটবলের মানচিত্র বদলে দেবে,” বলেন তিনি।

-নাজমুল হাসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ