তিন দিনে এক রেকর্ড: এমএলএসে আগুন ঝরাচ্ছেন মেসি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৩ ১৮:০১:২৮
তিন দিনে এক রেকর্ড: এমএলএসে আগুন ঝরাচ্ছেন মেসি

মাঠে নামা মানেই যেন নতুন ইতিহাস গড়া—এটাই যেন হয়ে উঠেছে লিওনেল মেসির স্বভাব। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে একের পর এক গোল করে চলেছেন আর্জেন্টিনার এই মহাতারকা। সর্বশেষ পাঁচ ম্যাচে প্রতিটিতেই জোড়া গোল করে শুধু নিজের ক্লাবকেই জয়ের পথে এগিয়ে রাখছেন না, বরং প্রতিনিয়ত নতুন নতুন রেকর্ড লিখে যাচ্ছেন নিজের নামের পাশে।

এটা প্রথমবার নয়, ২০১২ সালের নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বার্সেলোনার জার্সিতে টানা ছয়টি লা লিগা ম্যাচে জোড়া গোল করেছিলেন মেসি। এক দশকেরও বেশি সময় পর, এবার এমএলএসে ফিরে এলেন সেই একই ছন্দে। সম্প্রতি ক্লাব বিশ্বকাপের আগে মন্ট্রিয়ল ও কলম্বাস ক্রুর বিপক্ষে দারুণ দুটি ম্যাচ খেলেন মেসি, যেখানে তিনি জোড়া গোল করেন। এরপর ক্লাব বিশ্বকাপ শেষে ছন্দ হারাননি, বরং আরও ধারালো হয়ে উঠেছেন। ফিরতি লেগে মন্ট্রিয়লের বিপক্ষে, তারপর নিউ ইংল্যান্ড রেভল্যুশন এবং সর্বশেষ ন্যাশভিলের বিপক্ষেও জোড়া গোল করে নিজের আধিপত্য আরও জোরালো করেন।

ন্যাশভিলের বিপক্ষে ২–১ ব্যবধানে জয়ের ম্যাচে মেসির দুটি গোলই ছিল ম্যাচ নির্ধারক। এই ম্যাচের মধ্য দিয়ে এমএলএসে টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের কীর্তি গড়েন তিনি, যা নতুন এক রেকর্ড। শুধু তাই নয়, এই পাঁচ ম্যাচে মেসি করেছেন মোট ১০টি গোল এবং চারটি গোলে রেখেছেন সরাসরি অবদান। প্রতিপক্ষের রক্ষণভাগ যেন প্রতি ম্যাচেই তার পায়ের জাদুর কাছে অসহায় হয়ে পড়ে।

ইন্টার মায়ামির কোচ ম্যাচ শেষে বলেন, “মেসি এমন এক নেতা যিনি আমাদের দলের মান ঠিক করে দেন। সে প্রতিদিনই নিজেকে প্রমাণ করে চলেছে, যেন তিন দিন পরপরই কোনো না কোনো রেকর্ড ভেঙে দিচ্ছে। তার সঙ্গে এই যাত্রায় থাকতে পারা আমার জন্য বিশাল সৌভাগ্যের।”

৩৮ বছর বয়সী মেসি ক্যারিয়ারের এই পর্যায়ে এসেও যেভাবে পারফর্ম করছেন, তা সত্যিই অভাবনীয়। তার নেতৃত্বে ইন্টার মায়ামি হয়ে উঠেছে একটি শক্ত প্রতিপক্ষ, যারা জয় ছাড়া অন্য কিছু ভাবছে না। দলও যেন মেসির উপস্থিতিতে নতুন আত্মবিশ্বাসে বলীয়ান।

আগামী ম্যাচে ইন্টার মায়ামির প্রতিপক্ষ সিনসিনাটি। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বুধবার ভোরে। এই ম্যাচেও যদি মেসি জোড়া গোল করতে পারেন, তাহলে ২০১২ সালের সেই বার্সেলোনা অধ্যায়ের রেকর্ড স্পর্শ করার সুযোগ থাকবে তার সামনে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ