চট্টগ্রামে দেবরের হাতে ভাবি খুন! জমি নিয়ে দ্বন্দ্বে রক্তাক্ত পরিবার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ১৪:২৯:২৬
চট্টগ্রামে দেবরের হাতে ভাবি খুন! জমি নিয়ে দ্বন্দ্বে রক্তাক্ত পরিবার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকার চড়িহালদা মহল্লায় জায়গা-জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ফেরদৌস আরা (৪০) নামের এক গৃহবধূকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করেছে তার দেবর। সোমবার (১৪ জুলাই) মধ্যরাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে, যা স্থানীয় বাসিন্দা ও স্বজনদের মাঝে শোক ও আতঙ্ক ছড়িয়ে দেয়।

ফেরদৌস আরা ওই এলাকার বাসিন্দা লোকমানের স্ত্রী এবং মরহুম আবু বক্করের পুত্রবধূ। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই পরিবারের সদস্যদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বিশেষ করে লোকমান ও তার ভাইয়ের মধ্যে সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে তীব্র মতানৈক্য ছিল। ঘটনার রাতে কথাকাটাকাটির এক পর্যায়ে ফেরদৌস আরার ওপর তার দেবর হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ধারালো ছুরি দিয়ে একাধিকবার আঘাত করে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং পারিবারিক উত্তেজনা দীর্ঘদিন ধরে চলছিল এবং ঘটনার দিন সেই বিরোধ ভয়াবহ রূপ নেয়। নিহতের স্বামী লোকমান নিজেও পারিবারিক এই বিরোধ নিয়ে বারবার উদ্বিগ্ন ছিলেন বলে প্রতিবেশীরা জানান।

ঘটনার পরপরই খবর পেয়ে পতেঙ্গা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযুক্ত দেবর ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়েছে। তাকে গ্রেপ্তারে ইতোমধ্যে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানানো হয়।

এই ঘটনায় চড়িহালদা এলাকার সাধারণ মানুষ এবং প্রতিবেশীরা গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে পারিবারিক বিরোধ কীভাবে প্রাণঘাতী রূপ নিতে পারে—সে প্রশ্নও আবার নতুন করে সামনে এসেছে। অনেকেই মনে করছেন, সমাজে পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে দ্রুত ও কার্যকর উদ্যোগ না থাকলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ