বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক

সংলাপের মাধ্যমে সমঝোতার পথে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১২ ১০:১৯:৫৪
সংলাপের মাধ্যমে সমঝোতার পথে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত দ্বিতীয় দফা বাণিজ্য সংলাপের তৃতীয় ও শেষ দিনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্যে পৌঁছেছে। তবে কিছু জটিল বিষয় এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। উভয়পক্ষ পরবর্তী আলোচনার জন্য আন্তঃমন্ত্রণালয় পর্যায়ের আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনার পরবর্তী ধাপ শিগগিরই নির্ধারণ করা হবে এবং সেটি সরাসরি অথবা ভার্চুয়ালি হতে পারে। সময় ও তারিখ নির্ধারণের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তাঁর সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফাইজ আহমেদ তায়েব, যাঁরা ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন। আলোচনা প্রক্রিয়ায় আরও অংশ নেন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও খাতভিত্তিক বিশেষজ্ঞরা।

বাণিজ্য সচিব ও অতিরিক্ত সচিবসহ প্রতিনিধিদলের সদস্যরা আজ ১২ জুলাই ঢাকায় ফিরছেন। তবে প্রয়োজন হলে তাঁরা পুনরায় ওয়াশিংটন ডিসিতে গিয়ে আলোচনা চালিয়ে যাবেন বলে জানানো হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান আশা প্রকাশ করেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই উভয় দেশের মধ্যে একটি ইতিবাচক ও ফলপ্রসূ অবস্থানে পৌঁছানো সম্ভব হবে।

উল্লেখ্য, তিন দিনব্যাপী এই বাণিজ্য আলোচনা আয়োজন ও সমন্বয় করে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাস। আলোচনার মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার পথ উন্মুক্ত হলো বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

-সুত্র বি এস এস

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ