আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনে বাংলাদেশ ব্যাংকের নীতিতে পরিবর্তন

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৩ ১৭:৫৮:০২
আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনে বাংলাদেশ ব্যাংকের নীতিতে পরিবর্তন

বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনে আরও স্বচ্ছতা, শৃঙ্খলা ও নিরাপত্তা আনতে নতুন নির্দেশনা জারি করেছে। রোববার (১৩ জুলাই) জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, বিক্রয়চুক্তিভিত্তিক আমদানি-রপ্তানির ক্ষেত্রে এখন থেকে ব্যাংকগুলোকে ‘ইউনিফর্ম রুলস ফর কালেকশন (URC)’ অনুসরণ করা বাধ্যতামূলক।

এই নির্দেশনার ফলে অগ্রিম পরিশোধ, ডকুমেন্টারি কালেকশন ও ওপেন অ্যাকাউন্ট এই তিনটি বৈধ পদ্ধতিতে বাণিজ্যিক লেনদেন করা যাবে। তবে এসব ক্ষেত্রে আমদানি-রপ্তানির বিদ্যমান নীতিমালা ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার বিধিবিধান কঠোরভাবে মেনে চলতে হবে। এর আগে এলসি (Letter of Credit) ভিত্তিক লেনদেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউসিপি (Uniform Customs and Practice) নিয়ম অনুসরণ করা হতো। নতুন এই সার্কুলারে স্পষ্টভাবে জানানো হয়েছে, এলসি ছাড়া অন্য যেসব বিকল্প পদ্ধতিতে বাণিজ্য হয় বিশেষ করে ডকুমেন্টারি কালেকশনের মাধ্যমে সেসব ক্ষেত্রেও ইউআরসি অনুসরণ এখন বাধ্যতামূলক।

ডকুমেন্টারি কালেকশন এমন একটি পদ্ধতি, যেখানে রপ্তানিকারকের ব্যাংক আমদানিকারকের ব্যাংকের কাছে চালানপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠায়। এরপর নির্ধারিত শর্ত অনুযায়ী অর্থপ্রদান বা প্রতিশ্রুতি পাওয়ার পর সেই কাগজ হস্তান্তর করা হয়। এই প্রক্রিয়ায় ব্যাংক কেবল ডকুমেন্ট আদান-প্রদানের মাধ্যম হিসেবে কাজ করে, কিন্তু আর্থিক গ্যারান্টি দেয় না। আন্তর্জাতিকভাবে এই পদ্ধতির জন্য যে নিয়ম অনুসরণ করা হয়, তা-ই হলো ইউআরসি, যা পরিচালনা করে আন্তর্জাতিক চেম্বার অব কমার্স (ICC)।

ব্যাংক ও বাণিজ্য খাতের সংশ্লিষ্টরা বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপকে সময়োপযোগী ও কার্যকর বলে মনে করছেন। তাদের মতে, এলসিতে ইউসিপি এবং বিকল্প চুক্তিভিত্তিক লেনদেনে ইউআরসি বাধ্যতামূলক করার ফলে লেনদেন প্রক্রিয়া আরও সুস্পষ্ট ও নির্ভরযোগ্য হবে। এতে ব্যাংকগুলো আর নিজেদের মতো করে শর্ত নির্ধারণ করতে পারবে না, ফলে দ্বন্দ্ব ও পেমেন্ট জটিলতা কমবে।

এই নির্দেশনার ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ আরও নিরাপদ ও জবাবদিহিমূলক হবে বলে আশা করা হচ্ছে। মধ্যম আয়ের দেশের পথে এগিয়ে চলা বাংলাদেশের জন্য এমন প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা দেশের বৈদেশিক বাণিজ্য নীতিকে আরও শক্তিশালী করবে।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ