প্রবাসীর চাঁদাবাজির মামলায় শ্রীমঙ্গলের বিএনপি নেতা কারাগারে

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ১১:৪৮:৩৬
প্রবাসীর চাঁদাবাজির মামলায় শ্রীমঙ্গলের বিএনপি নেতা কারাগারে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থানীয় নেতা শেখ জসিম উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১৩ জুলাই) সকালে তিনি মৌলভীবাজার ২নং আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। জসিম উদ্দিন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মামলার বাদী ফ্রান্সপ্রবাসী তরুণ উদ্যোক্তা মো. হাফিজুর রহমান অভিযোগ করেন, তিনি শ্রীমঙ্গলের ষাড়েরগজ মৌজায় একটি ফার্ম স্থাপনের কাজ শুরু করার পর শেখ জসিম উদ্দিন তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ফার্ম গুঁড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি। হাফিজুর রহমান স্থানীয়ভাবে বিষয়টির সমাধান করার চেষ্টা করেও ব্যর্থ হন এবং শেষ পর্যন্ত আইনি পদক্ষেপ নেন।

ঘটনার তদন্তে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদের দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়, যেখানে অভিযোগের সত্যতা উঠে আসে। মামলাটির নম্বর সিআর মামলা নং-৩৬৯/২৪ এবং জসিম উদ্দিনের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি মামলা (মামলা নং-৩২০/২৪) বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, “আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন এবং এ ধরনের অপরাধের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারিতে রয়েছে। দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করা গেলে চাঁদাবাজির মতো অপরাধের স্থায়ী সমাধান সম্ভব।”

এই ঘটনায় প্রবাসী বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। একজন প্রবাসী উদ্যোক্তা স্থানীয় পর্যায়ে চাঁদাবাজির শিকার হওয়ায় তা শুধু ব্যবসায়িক পরিবেশ নয়, বিনিয়োগের মানসিকতায়ও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের মত।

প্রসঙ্গত, এ ঘটনায় এখনো বিএনপির কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যবসা নিয়ন্ত্রণ ও চাঁদা আদায়ের প্রবণতা যে নিকৃষ্ট পর্যায়ে পৌঁছেছে, এই মামলার রায় ও তদন্ত সেই বাস্তবতাকেই সামনে নিয়ে এসেছে।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ