কাফরুলে উঠান বৈঠকে তরুণ ভোটারদের প্রাণবন্ত অংশগ্রহণ, আলোচনায় বিএনপির ৩১ দফা

নোমান শিবলী
নোমান শিবলী
কাফরুল প্রতিনিধী
রাজধানী ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ১৫:৪২:৪৬
কাফরুলে উঠান বৈঠকে তরুণ ভোটারদের প্রাণবন্ত অংশগ্রহণ, আলোচনায় বিএনপির ৩১ দফা

ঢাকার কাফরুল থানার ৪ নম্বর ওয়ার্ডে নতুন ও তরুণ ভোটারদের নিয়ে অনুষ্ঠিত এক উঠান বৈঠক প্রাণ পেয়েছে তরুণদের সরব উপস্থিতি, প্রশ্ন, মতামত ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ-আশায়। বৃহস্পতিবার সন্ধ্যায় হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বৈঠকে তরুণদের সরাসরি অংশগ্রহণ বৈঠকটিকে রাজনৈতিক সচেতনতার এক ব্যতিক্রমধর্মী উদাহরণে পরিণত করে।

বৈঠকে প্রধান আলোচক ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা-১৫ আসনের মনোনয়নপ্রত্যাশী মামুন হাসানের সহধর্মিণী ডলি হাসান। তিনি বলেন, "এই প্রজন্ম কেবল ভোটার নয়, তারা হলো পরিবর্তনের অগ্রদূত। তাদের মত, চেতনা এবং সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো টেকসই রাষ্ট্র মেরামত সম্ভব নয়।"

তিনি বিএনপির প্রস্তাবিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি তুলে ধরে জানান, দেশের তরুণ জনগোষ্ঠীকে সঙ্গে নিয়েই একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়তে চায় বিএনপি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম রাশেদ।

তরুণ ভোটাররা এই বৈঠকে সরাসরি প্রশ্ন করেন, মতামত জানান এবং নিজেদের ভবিষ্যৎ ও দেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে নিজেদের উদ্বেগ ও প্রত্যাশার কথা জানান। একজন তরুণ বলেন, "৫ আগস্টের গণজাগরণের আগে আমরা অনেক মনোনয়নপ্রত্যাশীকেই চিনতাম না। কিন্তু আমরা চিনি এলাকার সেই তরুণদের, যারা সবসময় মানুষের পাশে ছিলো।"

বৈঠকের একপর্যায়ে তরুণ ভোটারদের হাতে বিএনপির ৩১ দফা কর্মসূচি সংবলিত প্রচারপত্র ও ধানের শীষ প্রতীকের লিফলেট তুলে দেওয়া হয়।

স্থানীয় যুব ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ মনে করেন, এই ধরনের সরাসরি মতবিনিময় গণতান্ত্রিক চর্চাকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করছে। তরুণদের উৎসাহ ও অংশগ্রহণ রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহির পথ আরও প্রশস্ত করবে বলে তারা আশাবাদী।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ