সোহাগ হত্যা নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের কঠোর বার্তা

২০২৫ জুলাই ১৪ ১৪:৩৫:৪৩
সোহাগ হত্যা নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের কঠোর বার্তা

পুরান ঢাকার আলোচিত ভাঙারি ব্যবসায়ী সোহাগ ওরফে লাল চাঁদ হত্যা মামলার আসামিদের পক্ষে আর আইনি লড়াই করবে না বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার ইউনিট’। সোমবার (১৪ জুলাই) সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। একইসঙ্গে তারা সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ২০০৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত ও নিপীড়িত রাজনৈতিক দলের নাম বিএনপি। ফ্যাসিবাদী শক্তি বিএনপিকে নিশ্চিহ্ন করতে নানা অপচেষ্টা চালালেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত নেতাকর্মীরা এখনো ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

ফোরামটি তাদের বিবৃতিতে সাম্প্রতিক কয়েকটি ভয়াবহ সহিংসতার ঘটনাও উল্লেখ করে, বিশেষ করে মিটফোর্ডে সোহাগ হত্যাকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করে। তারা জানায়, সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে হত্যার নৃশংসতা দেখা গেলেও কোনো তদন্ত ছাড়াই এর দায় বিএনপির ওপর চাপানো হয়েছে এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অশ্লীল স্লোগানে টার্গেট করা হয়েছে, যা সম্পূর্ণ অনভিপ্রেত।

ফোরামের অভিযোগ, সোহাগ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিএনপিকে রাজনৈতিকভাবে চাপে ফেলতে চাঁদাবাজির অপবাদ আরোপ করা হয়েছে, যার পেছনে অদৃশ্য শক্তির সুপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই ঘৃণ্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে এবং দ্রুত সকল আসামির গ্রেফতার ও বিচারের দাবি করছে। একইসঙ্গে সংগঠনটি সিদ্ধান্ত নিয়েছে সোহাগ হত্যা মামলায় তাদের কোনো সদস্য আসামিপক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করবেন না। পাশাপাশি দেশের অন্য আইনজীবীদের প্রতিও আহ্বান জানানো হয়েছে, যেন কেউ এই মামলায় আসামিপক্ষের পক্ষে না দাঁড়ান।

এই বিবৃতি একটি স্পষ্ট রাজনৈতিক ও নৈতিক বার্তা বহন করে যেখানে একদিকে হত্যার বিচার চাওয়া হয়েছে, অন্যদিকে দলীয় স্বার্থে কোনোভাবেই অপরাধীদের পক্ষ নেওয়ার সুযোগ রাখা হয়নি। সংগঠনটি মনে করে, দ্রুত বিচার নিশ্চিত হলেই সমাজে ন্যায় ও জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠা সম্ভব।

-শরিফুল, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ