ড. ইউনূসের সংবাদ সম্মেলনের খবর গুজব: উপ প্রেস সচিব

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ১৩:২৩:৩৯
 ড. ইউনূসের সংবাদ সম্মেলনের খবর গুজব: উপ প্রেস সচিব

বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে যখন দেশের রাজনৈতিক পরিসরে নানা আলোচনার সৃষ্টি হয়েছে, তখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের সংবাদ সম্মেলন সংক্রান্ত একটি খবর বিভ্রান্তি তৈরি করে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে দেশের কয়েকটি প্রভাবশালী গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, যেখানে দাবি করা হয় যে, অধ্যাপক ড. ইউনূস গণভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন। সেই তথ্যে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান ও তার পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়েই সংবাদ সম্মেলনের মূল প্রতিপাদ্য হবে। সংবাদমাধ্যমগুলো প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদের বরাত দিয়ে এই তথ্য প্রচার করে।

তবে দুপুর গড়াতে না গড়াতেই এই খবরকে সম্পূর্ণরূপে অস্বীকার করেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে স্পষ্টভাবে লেখেন ‘প্রধান উপদেষ্টা আজ গণভবনে কোনো সংবাদ সম্মেলন করবেন না। কিছু গণমাধ্যমে প্রচারিত খবরটি মিথ্যা।’

এই সংক্ষিপ্ত অথচ সুস্পষ্ট বক্তব্যের মধ্য দিয়ে গণমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের অবসান ঘটে। তাৎক্ষণিকভাবে বিষয়টি পরিষ্কার করায় সরকার এবং গণমাধ্যমের মধ্যে স্বচ্ছতার বিষয়টি পুনর্ব্যক্ত হয়। তবে এই ঘটনা গণমাধ্যমের তথ্য যাচাইয়ের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলেছে।

বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার মত গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ঘিরে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়া শুধু গণমাধ্যমের দায়িত্বহীনতাই নয়, বরং এর মাধ্যমে জনগণের মধ্যে ভ্রান্ত বার্তা পৌঁছানোর আশঙ্কা থাকে। বিশেষ করে এমন এক সময় যখন জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে স্পর্শকাতর পরিস্থিতি বিরাজ করছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার ঐতিহাসিক গণজাগরণ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রেক্ষাপটেই চলছে ‘জুলাই পুনর্জাগরণ’ কেন্দ্রিক রাষ্ট্রীয় কর্মসূচি ও রাজনৈতিক সংলাপ। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার যেকোনো বক্তব্যই জাতীয় পর্যায়ে গুরুত্ব বহন করে।

অতএব, ভুয়া খবর বা বিভ্রান্তিকর বার্তা থেকে মুক্ত থাকতে এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সংবাদমাধ্যমগুলোর আরও সতর্কতা ও দায়িত্বশীলতা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ