জিয়াউর রহমানের স্মরণে আত্রাইয়ে বৃক্ষরোপণ উৎসব

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ১১:২৪:৩৫
জিয়াউর রহমানের স্মরণে আত্রাইয়ে বৃক্ষরোপণ উৎসব

নওগাঁর আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব কর্মসূচি গ্রহণ করেছে কৃষক দল। রোববার (১৩ জুলাই) সকালে পাঁচুপুর ইউনিয়নের পাঁচুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে আত্রাই উপজেলা কৃষক দলের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কৃষক দলের সদস্য সচিব এ টি এম ফিরোজ দুলু। তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন কৃষক ও সাধারণ মানুষের অন্তরঙ্গ বন্ধু। তাঁর দূরদর্শী চিন্তার ফলেই কৃষি বিপ্লবের সূচনা হয়। সবুজ বাংলাদেশ গড়াই ছিল তাঁর অন্যতম স্বপ্ন।” তিনি আরও বলেন, “আজ আমরা তাঁর আদর্শকে ধারণ করে পরিবেশ রক্ষায় এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। একটি সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এই উদ্যোগে সম্পৃক্ত হতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সুলতান মামুনুর রশীদ মামুন, উপজেলা কৃষক দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক কে এম আইয়ুব, যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম সেলিম ও আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মো. আজাদুর রহমান রিপন এবং মো. শফিউল আলম সুমন।

এছাড়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম লিটন, স্থানীয় নেত্রী শতরুপা মণ্ডলসহ ইউনিয়ন কৃষক দল, বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অন্যান্য সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা জিয়াউর রহমানের আদর্শ ও পরিবেশ সচেতনতার ওপর আলোকপাত করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে পরিবেশবান্ধব কর্মসূচি আয়োজনের ঘোষণা দেন। বক্তারা বলেন, এই কর্মসূচি শুধু স্মরণ অনুষ্ঠান নয়, এটি এক ধরনের দায়বদ্ধতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার।

-শরিফুল, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ