৬৫ মণ ইলিশ নিয়ে ফিরল ট্রলার, খুশি আড়ত ও জেলে

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৩ ২১:৫৫:৪৪
৬৫ মণ ইলিশ নিয়ে ফিরল ট্রলার, খুশি আড়ত ও জেলে

বঙ্গোপসাগরের ঢেউ পেরিয়ে ইলিশভর্তি এক ট্রলার ফিরেছে পটুয়াখালীর কলাপাড়ার আলীপুর মৎস্য বন্দরে। সাগরে কয়েকদিনের টানা অভিযান শেষে রবিবার দুপুরে যখন ‘এফবি সাদিয়া-২’ নামের ট্রলারটি উপকূলে ভেড়ে, তখন সঙ্গে ছিল রূপালি স্বপ্ন—৬৫ মণ ইলিশ। এই বিপুল পরিমাণ ইলিশ বিক্রি হয়েছে ৩৯ লাখ ৬০ হাজার টাকায়। এমন সাফল্য একদিকে যেমন আনন্দের বার্তা এনেছে জেলেদের জন্য, তেমনি আবার আশার আলো দেখাচ্ছে সমুদ্রগামী মৎস্য শিল্পে।

ট্রলারের মাঝি মো. শাহাবুদ্দিন জানান, তাঁরা গত ৯ জুলাই সমুদ্রে পাড়ি দেন। বেশ কয়েকদিন সাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে শেষমেশ ফিরেছেন এই মূল্যবান মাছ নিয়ে। ট্রলারে ধরা পড়া ইলিশের ওজন ও গুণগত মান ভালো ছিল, যার ফলে আড়তে নিলামে তা উচ্চ দামে বিক্রি হয়। তিনি বলেন, “আগে বেশ কয়েকবার খালি হাতে ফিরতে হয়েছিল। এবার ভাগ্য ভালো ছিল। সামনে আরও বেশি মাছ ধরা পড়ার আশা করছি।”

ইলিশগুলো বিক্রি হয় আলীপুরের মেসার্স খান ফিশ আড়তে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সাগর ইসলাম বলেন, দীর্ঘদিন পর এই পরিমাণ ইলিশ ধরা পড়ায় জেলেদের মুখে কিছুটা হলেও হাসি ফিরেছে। সমুদ্রের খারাপ আবহাওয়ার কারণে কয়েক দফা লোকসান গুনতে হলেও এই ধরা কিছুটা তা কাটিয়ে উঠতে সাহায্য করবে। তিনি মনে করেন, যদি আবহাওয়া অনুকূলে থাকে, তাহলে পরবর্তী দিনগুলোতে জেলেরা আরও ভালো সাফল্য পাবেন।

কলাপাড়া উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, আবহাওয়া এখন ধীরে ধীরে অনুকূলে আসছে। এ অবস্থা অব্যাহত থাকলে সমুদ্রগামী জেলেরা আরও বেশি ইলিশ পাবে। এতে করে একদিকে যেমন দেশের মৎস্য উৎপাদন বাড়বে, অন্যদিকে জেলেদের জীবনধারাতেও ইতিবাচক প্রভাব পড়বে।

প্রাকৃতিক ভারসাম্য, সঠিক সময়ে সাগরে যাওয়া ও নিষেধাজ্ঞার সময় তা মানার ফলে ধীরে ধীরে সমুদ্রফলন ভালো হচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বঙ্গোপসাগরের এই ইলিশ ধরা ঘটনাটি শুধু একটি ট্রলারের সাফল্য নয়, বরং এটি বাংলাদেশের সামুদ্রিক মাছ শিকারের ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আশার একটি ইঙ্গিত।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ