পাবনায় যৌতুকের দাবিতে গৃহবধূ সাদিয়ার হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

এম এস রহমান
এম এস রহমান
স্টাফ রিপোর্টার, পাবনা
রাজশাহী ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ১৮:০৫:০৬
পাবনায় যৌতুকের দাবিতে গৃহবধূ সাদিয়ার হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

পাবনায় যৌতুকের দাবিতে গৃহবধূ সাদিয়া খাতুনের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। ঘটনার প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্ত স্বামী সাব্বির হোসেন এবং তার পরিবারের সদস্যদের এখনো গ্রেফতার না করায় প্রতিবাদে ফেটে পড়েছেন স্থানীয়রা। শনিবার সকাল ১১টার দিকে পাবনা সদর উপজেলার দাপুনিয়া আক্তারের ঢাল এলাকায় নিহত সাদিয়ার পরিবার ও স্থানীয়দের আয়োজনে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বক্তব্য দেন নিহত সাদিয়ার বাবা সোহেল মোল্লা, মা ডলি বেগম, প্রতিবেশী আমিরুল ইসলাম, আনারুল ইসলাম, সাইদুল রহমানসহ অনেকেই। বক্তারা অভিযোগ করেন, চার বছর আগে পার্শ্ববর্তী কাজীপাড়া গ্রামের যুবক সাব্বির হোসেনের সঙ্গে বিয়ে হয় সাদিয়ার। বিয়ের পর থেকেই স্বামী এবং তার পরিবারের পক্ষ থেকে যৌতুকের জন্য চাপ এবং শারীরিক নির্যাতন চলতে থাকে। একপর্যায়ে গত ২৬ জুন রাতে বর্বরভাবে মারধর করে সাদিয়াকে হত্যা করা হয়। এরপর সাজানো নাটকের মতো করে তাকে হাসপাতালে নিয়ে ফেলে রেখে পালিয়ে যায় সাব্বির।

এলাকাবাসীর দাবি, এই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে আত্মহত্যার গল্প সাজিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। অথচ ভুক্তভোগী পরিবারের বক্তব্য অনুযায়ী, এটি নিছক আত্মহত্যা নয়, বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। যদিও থানায় মামলা হয়েছে, তবুও এখনও অভিযুক্তদের কেউ গ্রেফতার হয়নি। তারা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ পরিবারের।

সাদিয়ার মা ডলি বেগম গত ৫ জুলাই পাবনা সদর থানায় একটি আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন। মামলায় সাব্বির হোসেন, তার বাবা, মা ও দুই ভাইসহ মোট পাঁচজনকে আসামি করা হয়। মামলা নম্বর—৮।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম গণমাধ্যমকে জানান, পুলিশের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তিনি বলেন, ‘আসামিদের গ্রেফতারের জন্য আমরা একটি বিশেষ টিম গঠন করেছি। তাদের অবস্থান শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।’ তবে স্থানীয়রা বলছেন, পুলিশি তৎপরতা দৃশ্যমান নয়, ফলে ন্যায়বিচার পাওয়া নিয়ে তারা শঙ্কায় আছেন।

মানববন্ধনে অংশ নেওয়া অনেকেই আক্ষেপ করে বলেন, এভাবে যদি বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকে, তবে নারীদের জীবনের নিরাপত্তা কোথায়? তারা দ্রুত আসামিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো সাদিয়ার মৃত্যু না ঘটে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ