রামেকের ‘ভূতুড়ে শিক্ষক’: ক্লাস না করেও ১০ বছর ধরে বেতন তুলছেন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৮ ১৭:৫৩:৫৫
রামেকের ‘ভূতুড়ে শিক্ষক’: ক্লাস না করেও ১০ বছর ধরে বেতন তুলছেন
অভিযুক্ত ডা. মাহফুজুর রহমান। ছবি : সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ডেন্টাল ইউনিটের প্রভাষক ডা. মাহফুজুর রহমান। শিক্ষার্থীরা শুনেছেন—তাদের বিভাগে একজন প্রভাষক আছেন। কিন্তু সেই শিক্ষককে কেউ কখনো ক্লাসরুমে দেখেননি, লেকচারও শোনেননি। অথচ সরকারি রেকর্ডে তিনি নিয়মিত হাজিরা দিচ্ছেন, আর প্রতি মাসেই তুলছেন বেতন-ভাতা।

জানা গেছে, পেডিয়াট্রিক ডেন্টিস্ট বিভাগের প্রভাষক ডা. মাহফুজুর রহমানের বিরুদ্ধে দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে কলেজে অনুপস্থিত থেকেও সরকারি ভাতা ভোগ করার অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, তিনি প্রতিদিন সকালে রাজশাহী মেডিকেল কলেজে গিয়ে হাজিরা দেওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে আঙুল রাখেন। এরপর তিনি আর ক্লাসে না গিয়ে সরাসরি চলে যান রাজশাহীর ফায়ার সার্ভিস মোড়ের পাশে তার ব্যক্তিগত চেম্বার ‘ডেন্টাল এইড’-এ। সন্ধ্যা নামার আগে আবার কলেজে ফিরে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ‘অফিস ত্যাগ’ দেখান। ফলে সরকারি উপস্থিতি খাতায় প্রতিদিনই তার নাম পাওয়া গেলেও বাস্তবে ক্লাসরুমে তার উপস্থিতি নেই।

এ বিষয়ে ইন্টার্ন চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, ‘ডা. মাহফুজুর রহমান নামে একজন স্যার আমাদের এখানে আছেন শুনেছি। কিন্তু কোনোদিন চোখে দেখিনি। তিনি আমাদের একটিও ক্লাস নেননি, পরীক্ষা নেননি। আমরা তাকে চিনিই না।’

রামেক ডেন্টাল ইউনিট প্রধান ডা. আবুল হোসেন জানান, ‘তিনি অসুস্থ মানুষ। লিভারে সিরোসিস, হার্টে বাইপাস হয়েছে। তিনি নিয়মিত ফিঙ্গারপ্রিন্ট দেন। তবে পরে কোথায় যান, সেটা বিভাগ বলতে পারবে।’

অধ্যক্ষ ডা. খন্দকার মো. ফয়সল আলম বলেন, ‘তিনি এভাবে ক্লাস না নিয়ে বেতন নিচ্ছেন—এটা আমি আপনার কাছ থেকেই জানলাম! যদি আগে জানতাম, মেডিকেল বোর্ড করে তাকে অবসরে পাঠাতাম। তবে তার চাকরির বয়স এখন শেষ হয়ে এসেছে, তাই আমরা আর বিষয়টি টেনে নিতে চাইনি।’ তিনি আরও বলেন, ‘দশ বছর ধরে তিনি কাজ করছেন না—এটা তো অজানা ছিল। ডেন্টাল ইউনিট থেকেও আমাদের জানানো হয়নি। অকাজের লোক রেখে তো আমাদের কোনো লাভ নেই।’

ডা. মাহফুজুর রহমান নিজে দাবি করেন—তিনি অসুস্থ। তাই প্রতিদিন হাজিরা দিয়ে তিনি বাড়ি যান। তবে তিনি চেম্বারে রোগী দেখেন না বলেও দাবি করেন। এমন ছুটি নেওয়া যায় কিনা, এ বিষয়ে তিনি বলেন, ‘আসলে নিয়মে তো যায় না। তবে অসুস্থ বলে চলে যাই।’

/আশিক


মারধরের শিকার ইতালিপ্রবাসী: নেপথ্যে বিএনপি নেতার ১০ লাখ টাকার চাঁদা দাবি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৮ ১৭:৪০:১২
মারধরের শিকার ইতালিপ্রবাসী: নেপথ্যে বিএনপি নেতার ১০ লাখ টাকার চাঁদা দাবি
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চাঁদা না পেয়ে এক ইতালিপ্রবাসীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মাসুম শেখের স্ত্রী পলি আক্তার বাদী হয়ে রাজবাড়ীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বালিয়াকান্দি আমলি আদালতে মামলা করেছেন। মামলায় বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আযম চুন্নুসহ আটজনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে বালিয়াকান্দি থানাকে এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার অনুযায়ী, অন্য আসামিরা হলেন—খন্দকার মশিউল আযম চুন্নুর ছেলে ছাত্রদল নেতা খন্দকার শফিউল আজম শিবলু, খন্দকার শোভন আরেফিন, নাজমুল হাসান বিপু, শ্রমিক দল নেতা সহেল শেখ, মো. নান্নু বিশ্বাস, বালিয়াকান্দি ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. মহসীন খান এবং রায়পুর গ্রামের উজ্জ্বল দাস।

মামলার বাদী পলি আক্তার একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা। তিনি মামলায় উল্লেখ করেন, তার স্বামী মাসুম শেখ ২০০৭ সালে জীবিকার তাগিদে ইতালি যান। পলি যখন বালিয়াকান্দি কৃষি অফিসে কর্মরত ছিলেন, তখন ছাত্রদল নেতা খন্দকার শফিউল আজম শিবলু তাকে উত্ত্যক্ত করতেন। এ বিষয়ে তিনি থানায় মামলাও করেছিলেন এবং পরে বদলি হয়ে ফরিদপুরে চলে যান। সম্প্রতি মাসুম শেখ ইতালি থেকে দেশে ফিরেছেন।

বাদীপক্ষের অভিযোগ, গত ১৫ আগস্ট মাসুম শেখ বালিয়াকান্দিতে জুমার নামাজ পড়ে বাবার কবর জিয়ারত করে ফেরার পথে চুন্নু ও তার ছেলে শিবলুর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় মাসুমকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। পরে থানা পুলিশ তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, সোমবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খন্দকার মশিউল আযম চুন্নুসহ অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়। বালিয়াকান্দির সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে মাসুম শেখ, তার স্ত্রী পলি আক্তার এবং জিএম মোর্শেদসহ অনেকে বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে আসামিরা এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি ও বালু মহাল দখলের মাধ্যমে ত্রাস সৃষ্টি করে আসছেন। তারা অসহায় মানুষের ওপর অবৈধ প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডও পরিচালনা করছেন। যৌথবাহিনী একবার তাদের গ্রেপ্তার করলেও কারামুক্ত হয়ে তারা আবারও অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করেছেন।

তবে বিএনপি নেতা মশিউল আযম চুন্নু এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ‘আওয়ামী লীগের আমলে মাসুম শেখ আমার কাছ থেকে আট লাখ টাকা নিয়েছিল। তখন আমার নামে মিথ্যা মামলা করেছিল। এছাড়া অনেক অপরাধ করেছে। এসব কারণে আমার লোকজন তাকে (মাসুম শেখ) মেরেছে।’ মামলার বাদীর সঙ্গে তার গত তিন বছর ধরে কোনো দেখা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু জানান, ইতালিপ্রবাসী মাসুম শেখের স্ত্রী আদালতে মামলা করেছেন বলে তিনি শুনেছেন। তবে দলীয় পদ না থাকায় ওই নেতার বিরুদ্ধে দল থেকে ব্যবস্থা নিতে পারছেন না। বিষয়টি তিনি কেন্দ্রীয় নেতাদের জানাবেন।

/আশিক


সাড়ে ৫ মাস পর বন্দরে ভারতীয় পেঁয়াজ: আমদানি শুরু হওয়ায় স্বস্তিতে ক্রেতারা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৭ ২১:৪৬:১২
সাড়ে ৫ মাস পর বন্দরে ভারতীয় পেঁয়াজ: আমদানি শুরু হওয়ায় স্বস্তিতে ক্রেতারা
হিলি স্থলবন্দরে খালাসের অপেক্ষায় পেঁয়াজবোঝাই ট্রাক। ছবি: সমকাল

প্রায় সাড়ে ৫ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে দুটি ভারতীয় পেঁয়াজবোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে। হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

হিলির মেসার্স সততা বাণিজ্যালয় ও নওগাঁর জগদীশ চন্দ্র বসু ট্রেডার্স নামে দুটি আমদানিকারক প্রতিষ্ঠান ৫৯ টন ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি করেছে। আমদানিকারকরা জানান, প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে খরচ পড়েছে ৫৬ থেকে ৫৮ টাকা এবং তারা ৬০ টাকা দরে বিক্রি করছেন।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী ইউসুফ আলী জানান, হিলি বন্দরের ৫টি আমদানিকারক প্রতিষ্ঠান ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। পূর্বের আইপি (আমদানির অনুমতি) মেয়াদ চলতি বছরের ৩ মার্চ শেষ হয়ে যাওয়ায় আমদানি বন্ধ ছিল।


ক্রিকেট ব্যাটের ভেতরে ইয়াবা: অভিনব কৌশলেও ধরা পড়লেন ২ যাত্রী

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৭ ২১:২১:০৫
ক্রিকেট ব্যাটের ভেতরে ইয়াবা: অভিনব কৌশলেও ধরা পড়লেন ২ যাত্রী
ছবি: সংগৃহীত

ক্রিকেট ব্যাটের ভেতরে অভিনব কৌশলে ইয়াবা পাচারের চেষ্টা করেও শেষ পর্যন্ত ধরা পড়লেন দুই যাত্রী। রবিবার (১৭ আগস্ট) সকালে কক্সবাজার বিমানবন্দরে স্ক্যানার মেশিনে এই ঘটনা ধরা পড়ে।

আটক যাত্রীরা হলেন মাদারীপুরের জাকির হোসেন (২১) ও বরিশালের তানভীর আহমেদ (২৮)। তাদের কাছ থেকে ৫ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বিমানবন্দর ব্যবস্থাপক গোলাম মোর্তজা জানান, সকাল ১০টা ৫০ মিনিটে ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তাদের। চেকিংয়ের সময় স্ক্যানারে ক্রিকেট ব্যাটের ভেতরে লুকানো ইয়াবা ধরা পড়ে। এপিবিএন অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, আটক দুই যাত্রীকে আইনগত প্রক্রিয়া শেষে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।


আবারও দুই প্রতিবন্ধীকে বাংলাদেশে ঠেলে পাঠাল বিএসএফ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৭ ১৭:৫৭:৩১
আবারও দুই প্রতিবন্ধীকে বাংলাদেশে ঠেলে পাঠাল বিএসএফ
সীমান্ত দিয়ে বিএসএফের ঠেলে পাঠানো দুই প্রতিবন্ধী ব্যক্তি। ছবি : কালবেলা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে আবার দুই প্রতিবন্ধীকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৬ আগস্ট) গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ী সীমান্ত দিয়ে তাদের পুশ-ইন করা হয়।

বিজিবি ও স্থানীয় সূত্র জানিয়েছে, ঠেলে পাঠানো এই দুই ব্যক্তি হলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আবু সিদ্দিক (৫০) এবং নড়াইলের কালিয়া উপজেলার রানু মোল্লা (৬০)। দুজনই শারীরিকভাবে পঙ্গু। সিদ্দিকের ডান পা হাঁটুর নিচ থেকে নেই এবং রানু মোল্লার ডান হাত কবজি থেকে কাটা।

জানা যায়, কোচবিহার জেলার বিএসবাড়ী ক্যাম্পের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা প্রধান সীমান্ত পিলার ৮৪৫-এর কাছে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়। পরে ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) পঁয়ষট্টিবাড়ী ক্যাম্পের টহল দল তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

আটক দুই ব্যক্তি জানিয়েছেন, প্রায় এক বছর আগে তারা অবৈধভাবে ভারতের বেনাপোল সীমান্ত দিয়ে প্রবেশ করেছিলেন এবং সেখানে গুজরাটে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিজিবি তাদের কাছে ওই দুই ব্যক্তিকে হস্তান্তর করেছে। তাদের আত্মীয়স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং নাগরিকত্ব যাচাইয়ের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, একই বিএসএফ ক্যাম্পের সদস্যরা গত ১৩ আগস্ট দুই শিশুসহ ৯ বাংলাদেশিকে ঠেলে পাঠিয়েছিল।


সিলেটে মাটিচাপা দেওয়া ১১ হাজার ঘনফুট পাথর উদ্ধার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৭ ১৭:৪৯:১৭
সিলেটে মাটিচাপা দেওয়া ১১ হাজার ঘনফুট পাথর উদ্ধার
সিলেটের সাদা পাথর থেকে চুরি হওয়া প্রায় ১১ হাজার ঘনফুট পাথর মাটিচাপা অবস্থায় জব্দ। ছবি : কালবেলা

সিলেটের সাদাপাথর থেকে চুরি হওয়া প্রায় ১১ হাজার ঘনফুট পাথর মাটিচাপা অবস্থায় জব্দ করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সকালে সালুটিকর এলাকায় যৌথবাহিনীর অভিযানে এই পাথর জব্দ করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) আশিক মাহমুদ কবির। তার নেতৃত্বে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সিলেট জেলা প্রশাসনের আরডিসি আশিক মাহমুদ কবির জানান, ধোপাগুল সংলগ্ন সালুটিকর ভাটা এলাকার একটি ক্রাশার মিলের আঙিনায় মাটিচাপা অবস্থায় এই পাথরের সন্ধান পাওয়া যায়। প্রায় ১১ হাজার ঘনফুট পাথর উদ্ধার করার পাশাপাশি দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি আরও জানান, সিলেটজুড়েই তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এর আগে, সিলেটের ধোপাগুল এলাকার বসতবাড়ি ও ক্রাশার মিলে অভিযান চালিয়ে আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছিল প্রশাসন।


ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে মারধরের শিকার রিকশাচালক জামিনে মুক্ত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৭ ১৬:০১:০১
ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে মারধরের শিকার রিকশাচালক জামিনে মুক্ত

৪০০ টাকা দিয়ে ফুল কিনে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হয়ে কারাগারে যাওয়া রিকশাচালক আজিজুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। রোববার দুপুরে শুনানি শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনি ও হামলার শিকার হন রিকশাচালক আজিজুর রহমান। পরে তাকে পুলিশ গ্রেপ্তার করে। পরদিন, শনিবার (১৬ আগস্ট) তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিনের আদালতে তোলা হলে জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান আজিজুরকে কারাগারে রাখার আবেদন করেছিলেন। তবে আজিজুরের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিনের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।

আজিজুর রহমান গণমাধ্যমকে বলেছিলেন, তিনি কোনো দল করেন না, শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসেন।


মেহেন্দিগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৭ ১৪:২৭:২৮
মেহেন্দিগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট
আগুনে পুড়ে যাওয়া আসবাব। ছবি : কালবেলা

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় প্রয়াত বিএনপি নেতা এ টি এম মতিউর রহমানের বাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার ৬নং বিদ্যানন্দপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ টি এম মতিউর রহমানের মৃত্যুর পর তার সন্তানরা বরিশাল নগরী ও প্রবাসে বসবাস করেন। গ্রামের বাড়িটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ ছিল। শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়িতে ভাঙচুর করে আসবাবপত্র লুট করে। পরে ঘরে আগুন ধরিয়ে দিলে বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।

প্রত্যক্ষদর্শী আকলিমা বেগম জানান, ফজরের নামাজ পড়ার জন্য ভোর সাড়ে ৪টার দিকে উঠে তিনি পাশের ঘরে আগুন দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মোস্তফা কামাল উদ্দিন হারুন অভিযোগ করেন, তাদের সঙ্গে গ্রামের কিছু লোকের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এই বিরোধের জের ধরেই হামলা ও অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। তিনি দাবি করেন, আগুনে তাদের অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


৩২ নম্বরে ফুল দেওয়া সেই রিকশাচালক এবার জুলাই মামলায় কারাগারে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৬ ২০:০৪:৫৫
৩২ নম্বরে ফুল দেওয়া সেই রিকশাচালক এবার জুলাই মামলায় কারাগারে
গণপিটুনির শিকার সেই রিকশাচালক। ছবি : কালবেলা

শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে গণপিটুনির শিকার হওয়া এক রিকশাচালককে জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১৬ আগস্ট) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত এই আদেশ দেন।

গতকাল ১৫ আগস্ট রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে রিকশাচালক আজিজুর রহমান (২৭) গণপিটুনির শিকার হন। পরে তাকে সেখান থেকে পুলিশ গ্রেপ্তার করে। গণমাধ্যমকে তিনি বলেছিলেন, তিনি কোনো দল করেন না, শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসেন এবং সেই ভালোবাসা থেকে হালাল টাকায় কেনা ফুল নিয়ে এসেছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান আজিজুরকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন। তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিনের আবেদন করলেও আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আবেদনে বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন নিউমার্কেট থেকে সায়েন্স ল্যাব এলাকার মিছিল নিয়ে যাচ্ছিলেন ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম। সেই সময় আসামিরা গুলি, পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপ করে। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরিফুল আহত হন এবং প্রায় ২ মাস হাসপাতালে চিকিৎসা নেন। এই ঘটনায় এ বছরের ২ এপ্রিল ধানমন্ডি থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন ভুক্তভোগী আরিফুল।


আপনারা কি ওষুধ কোম্পানির দালাল?: চিকিৎসকদের বিরুদ্ধে আসিফ নজরুলের ক্ষোভ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৬ ১৯:৫২:২১
আপনারা কি ওষুধ কোম্পানির দালাল?: চিকিৎসকদের বিরুদ্ধে আসিফ নজরুলের ক্ষোভ
ড. আসিফ নজরুল। ছবি: ফোকাস বাংলা

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল অভিযোগ করেছেন যে, অনেক চিকিৎসক অপ্রয়োজনীয় পরীক্ষা এবং নির্দিষ্ট কোম্পানির ওষুধ লিখে দেন। তিনি চিকিৎসকদের এই “অত্যাচার” বন্ধ করার আহ্বান জানান। শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিওএ) অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, অনেক চিকিৎসক ভালোভাবে রোগীর কথা না শুনেই ব্যবস্থাপত্র দেন। তিনি তার বাসার একজন কর্মচারীর উদাহরণ দিয়ে বলেন, সেই ছেলেটিকে একটি বেসরকারি হাসপাতাল থেকে ১৪টি টেস্ট দেওয়া হয়েছিল, অথচ পরে তার কোনো টেস্টই লাগেনি।

তিনি আরও অভিযোগ করেন, “পৃথিবীর কোন দেশে ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য ডাক্তারের আলাদা সময় বরাদ্দ থাকে? বলেন তো, আপনারা কি ওষুধ কোম্পানির দালাল?” তিনি হাসপাতাল মালিকদের কম মুনাফা করার আহ্বান জানান এবং নার্সদের বেতন কম হওয়ায় সেবার মান নিয়েও প্রশ্ন তোলেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান বলেন, বেসরকারি হাসপাতালগুলোকে অন্যায় মুনাফা করা বন্ধ করতে হবে। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও মানুষ ফ্লোরে শুয়ে চিকিৎসা নিচ্ছে, এটা লজ্জাজনক। তিনি আরও বলেন, সরকার স্বাস্থ্যসেবার পুনর্গঠনে কাজ করছে এবং লাইসেন্স নবায়নের জন্য একটি নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করা উচিত।

বিপিএইচসিডিওএর সাধারণ সম্পাদক ডা. এ এম শামীম বলেন, ভুল চিকিৎসার জন্য চিকিৎসকদের বিরুদ্ধে গণহারে মামলা না করার অনুরোধ জানান। তিনি জানান, তারা একটি ডিজিটাল ডেটাবেজ তৈরি করবেন, যেখানে নিবন্ধিত হাসপাতাল ছাড়া কেউ সদস্য হতে পারবে না।

পাঠকের মতামত: