জুলাই অভ্যুত্থানে নারীর অবদান স্মরণে ঢাবিতে ‘জুলাই ওমেনস ডে’ পালিত

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ২১:৫৩:২৬
জুলাই অভ্যুত্থানে নারীর অবদান স্মরণে ঢাবিতে ‘জুলাই ওমেনস ডে’ পালিত

জুলাই অভ্যুত্থানে নারীদের অবদানকে সম্মান জানাতে শুরু হয়েছে ‘জুলাই ওমেনস ডে’ পালনের কর্মসূচি। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে এ আয়োজন শুরু হয়। দিবসটি উপলক্ষে আয়োজন করা হয়েছে একাধিক তথ্যচিত্র প্রদর্শনী, যেখানে নারীদের সাহসিকতা, নেতৃত্ব ও আত্মত্যাগের কাহিনি ফুটে উঠেছে।

কেন্দ্রীয় শহীদ মিনারে স্থাপন করা হয়েছে বিশেষ ডিসপ্লে, যেখানে ধারাবাহিকভাবে চলেছে জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত ডকুমেন্টারিগুলোর প্রদর্শনী। এসব তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে, কীভাবে নারী শিক্ষার্থী ও সংগঠকেরা অভ্যুত্থানের দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও এই আয়োজনের পরিধি বিস্তৃত করা হয়েছে। রাজু ভাস্কর্য, টিএসসি, শামসুন্নাহার হলের সামনে রাখা ডিসপ্লেগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। এসব স্থানে শিক্ষার্থীরা বসে তথ্যচিত্র উপভোগ করছেন, আবার কেউ কেউ ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে দিচ্ছেন।

আয়োজনে নিরাপত্তার বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে কাজ করছে পুলিশ, আনসার ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাড়া বাইরের কেউ যাতে অনুষ্ঠানস্থলে ঢুকতে না পারে, সে জন্য প্রবেশপথে ঢাবির আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

এই দিনে নারীদের প্রতি সম্মান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে প্রবেশসংক্রান্ত নিষেধাজ্ঞাও সাময়িকভাবে শিথিল করা হয়েছে, যাতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিরবচ্ছিন্নভাবে অনুষ্ঠান উপভোগ করতে পারেন।

আয়োজকদের মতে, জুলাই ওমেনস ডে শুধুমাত্র একটি দিবস নয়, বরং এটি নারী অধিকার, ইতিহাসের বিকৃতির বিরুদ্ধে দাঁড়ানো এবং রাজনৈতিক স্মৃতিকে নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। নারীরা কেবল ঘর নয়, রাজপথ ও সংগ্রামের ময়দানেও যে সমান অবদান রাখতে পারেন, তারই বাস্তব উদাহরণ ১৩ জুলাইয়ের ঐতিহাসিক ঘটনার স্মরণে এই আয়োজন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ