জুলাই আন্দোলনের সাহসী নারীরা আজ নীরব—উৎকণ্ঠা শারমীন মুরশিদের

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ১৮:১৩:২৫
জুলাই আন্দোলনের সাহসী নারীরা আজ নীরব—উৎকণ্ঠা শারমীন মুরশিদের

জুলাই আন্দোলনে সাহসিকতার সঙ্গে রাজপথে নেমে আসা অনেক নারী এখন সমাজের আড়ালে মুখ লুকিয়ে আছেন—এমন মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তাঁর মতে, এই নারীদের খুঁজে বের করা এবং তাঁদের হতাশার কারণ অনুধাবন করা এখন সময়ের দাবি। তিনি বলেন, আন্দোলনের সেই সময়কার অনেক নারী বর্তমানে নিজ ঘরে নিরব অবস্থানে আছেন। তাঁরা হতাশ, আহত এবং সামাজিক প্রতিক্রিয়ার মুখে মুখ ফিরিয়ে নিয়েছেন। অথচ তাঁদের এই অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকার মতো।

রোববার (১৪ জুলাই) দুপুরে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শারমীন মুরশিদ। ‘জুলাই উইমেন্স ডে’ উপলক্ষে আয়োজিত এই সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, জুলাই অভ্যুত্থানের মূল আয়োজন এদিন থেকেই শুরু হয়েছে। গত বছরের এই দিনে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শতাধিক ছাত্রী বেরিয়ে এসে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তাঁদের এই সাহসিকতার স্মৃতিকে সম্মান জানাতে জাতীয় শহীদ মিনারে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানমালার।

সংস্কৃতি উপদেষ্টা জানান, সন্ধ্যা ছয়টা থেকে শহীদ মিনারে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর দেখানো হবে ছয়টি প্রামাণ্যচিত্র। এই আয়োজন চলবে রাত ১২টা পর্যন্ত। একইসঙ্গে ৬৪টি জেলায় নির্মাণ শুরু হয়েছে 'জুলাই স্মৃতিস্তম্ভ'। নারায়ণগঞ্জে এই স্মৃতিস্তম্ভ স্থাপনের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা দল পাঠানো হয়েছে। সবকটি স্মৃতিস্তম্ভ আগামী ৪ আগস্টের মধ্যে নির্মাণ সম্পন্ন হবে বলে জানানো হয়।

জুলাই আন্দোলনে নারীদের সাহসিকতা স্মরণ করে শারমীন মুরশিদ বলেন, ওই সময় ছেলেরা যখন হামলার মুখে পড়ছিলেন, তখন মেয়েরা এগিয়ে এসে তাঁদের রক্ষা করেছেন। এই ঘটনা আমাদেরকে দেখিয়েছে, সম্মিলিত শক্তি কীভাবে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। কিন্তু দুঃখজনকভাবে সেই নারীদের অনেকেই এখন আর সামনে আসতে রাজি নন। অনেকে বলেছেন, তাঁরা আর রাজপথে ফিরতে চান না।

এ অবস্থার প্রেক্ষিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ১০০ জন নারীকে দায়িত্ব দেওয়া হয়েছে আন্দোলনে সম্পৃক্ত নারী যোদ্ধাদের খুঁজে বের করতে। তাঁদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে এবং ভবিষ্যতে তাঁদের কীর্তিগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। শারমীন মুরশিদ আরও বলেন, সাইবার বুলিং নারীদের পেছনে ফেরার একটি বড় কারণ। এজন্য ২৪ ঘণ্টা নজরদারিতে সক্ষম একটি সাইবার টিম গঠন করা হচ্ছে, যারা দেশের ভেতরে ও বাইরে থেকে পরিচালিত বুলিং কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারসহ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে গণভবনের আশপাশ ও জাদুঘর নির্মাণ প্রকল্প ঘুরিয়ে দেখানো হয় সাংবাদিকদের।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ