প্রেমিকের হুমকি, স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ—বিপাকে প্রবাসী

এম এস রহমান
এম এস রহমান
স্টাফ রিপোর্টার, পাবনা
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ১৭:৫৭:০৩
প্রেমিকের হুমকি, স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ—বিপাকে প্রবাসী

সৌদি আরবপ্রবাসী আব্দুল জব্বার ও তাঁর স্ত্রী হিমায়ারা খাতুনের দাম্পত্য জীবনে এক অভ্যন্তরীণ বিরোধ এখন আইনি লড়াইয়ে রূপ নিয়েছে। অভিযোগ উঠেছে, পরকীয়ার প্রতিবাদ এবং বিদেশ থেকে পাঠানো অর্থের হিসাব চাওয়ার কারণে স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করেছেন স্ত্রী ও তাঁর পরিবার। জব্বার এই মামলা প্রত্যাখ্যান করে পাল্টা প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনেছেন শ্বশুরপক্ষের বিরুদ্ধে।

সিরাজগঞ্জের উল্লাপাড়ার পাঁচদিঘল গ্রামের বাসিন্দা আব্দুল জব্বার ২০২২ সালের মে মাসে পাবনার চাটমোহরের মল্লিকপুর গ্রামের হিমায়ারা খাতুনকে বিয়ে করেন। বিয়ের এক মাসের মাথায় তিনি পুনরায় সৌদি আরবে ফিরে যান। সেখানে কর্মরত অবস্থায় তিনি স্ত্রী ও তাঁর পরিবারের কাছে প্রায় ১৩ লাখ ৭৫ হাজার টাকা পাঠান বলে দাবি করেন, যার মধ্যে একটি অংশ জমি কেটে নেওয়ার জন্যও দেওয়া হয়েছিল। এসব লেনদেনের প্রমাণ তাঁর কাছে রয়েছে বলেও জানান জব্বার।

কিন্তু দেশে ফিরে হিমায়ারার মোবাইল ফোনে সন্দেহজনক বার্তা দেখতে পান জব্বার। তিনি বিষয়টি শ্বাশুড়িকে জানালেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি। পরিস্থিতি খারাপ হওয়ায় আবারও প্রবাসে ফিরে যান তিনি। এরপর এক ব্যক্তি ফোন করে হুমকি দেন এবং নিজেকে হিমায়ারার প্রেমিক হিসেবে পরিচয় দিয়ে বলেন, জব্বারের আর তাঁর স্ত্রীর ওপর কোনো অধিকার নেই।

এমন প্রেক্ষাপটে জব্বার ও তাঁর পরিবার বৈবাহিক সম্পর্ক ছিন্ন করতে চাইলে উল্টো হিমায়ারা পাবনার আদালতে যৌতুক আইনে মামলা দায়ের করেন। অভিযোগে জব্বারসহ তাঁর পরিবারের চারজনকে আসামি করা হয়। মামলার পর হিমায়ারা তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে দাবি করেন জব্বার। পরে তাঁর মা বাদী হয়ে হিমায়ারা ও তাঁর পরিবারের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা দায়ের করেন।

জব্বারের মা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই পুত্রবধূ শ্বশুরবাড়িতেই থাকতেন, কখনও পুত্রের বাড়িতে যাননি। তাঁর ছেলের কষ্টার্জিত টাকায় শ্বশুরপক্ষ ভোগ করলেও এখন উল্টো তাঁদের হয়রানি করছে। তিনি ন্যায্য বিচারের দাবি জানান।

অন্যদিকে হিমায়ারা বলেন, জব্বার তাঁর কোনো দায়িত্ব নেননি। তিনি নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গে কথা বলেন, সেটিকে কেন্দ্র করেই তাঁর স্বামী ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। প্রবাস থেকে পাঠানো টাকার প্রমাণ আদালতেই যাচাই হবে বলে মন্তব্য করেন তিনি। হিমায়ারার বাবা হেলালুর রহমান জানান, তাঁরা কোর্টে মামলা করার পর জব্বার পাল্টা মামলা করেছেন। তিনি অভিযোগ করেন, জব্বার তাঁর আগের বিয়ের বিষয় গোপন রেখেছেন, যা নিয়ে গ্রাম্য সালিশ হলেও কোনো সমাধান হয়নি।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম বলেন, বিষয়টি পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আকারে আসেনি। যেহেতু বিষয়টি আদালতে রয়েছে, তাই সেখানে আইন অনুযায়ী সিদ্ধান্ত হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ