রূপপুর পারমাণবিক কেন্দ্রে শুরু হলো আন্তর্জাতিক মানের পরীক্ষা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ১৭:০২:২১
রূপপুর পারমাণবিক কেন্দ্রে শুরু হলো আন্তর্জাতিক মানের পরীক্ষা

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুরে শুরু হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আন্তর্জাতিক মান অনুসারে পরিচালিত একটি কারিগরি পরীক্ষা, যাকে বলা হচ্ছে ‘হট মিডিয়া টেস্ট’। এই পরীক্ষার মাধ্যমে প্রকল্পের মূল স্টিম পাইপলাইনের কার্যকারিতা যাচাই করা হচ্ছে। গতকাল রোববার থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় উচ্চচাপের বাষ্প নির্দিষ্ট পাইপের মাধ্যমে বায়ুমণ্ডলে নির্গত হচ্ছে, যার ফলে জেট ইঞ্জিনের মতো আকস্মিক বিকট শব্দ সৃষ্টি হতে পারে। এই ধরনের শব্দ আগামী কয়েকদিন পর্যন্ত মাঝে মাঝে শোনা যেতে পারে বলে জানানো হয়েছে।

এ নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হলেও রূপপুর প্রকল্প কর্তৃপক্ষ ও রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান এটমস্ট্রয় এক্সপোর্ট আশ্বস্ত করেছে যে, পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ পরিকল্পিত, নিয়ন্ত্রিত এবং নিরাপদ। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান জানিয়েছেন, এই পরীক্ষা কোনো বিপদের সংকেত নয় বরং এটি পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা, স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদি কার্যকারিতা যাচাইয়ের একটি অপরিহার্য ধাপ। তার ভাষায়, "আন্তর্জাতিক মান অনুসরণ করে পরিচালিত এই পরীক্ষা আমাদের বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করবে।"

রাশিয়ান পক্ষ থেকেও এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষাকালে শব্দ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হলেও তা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত এবং পারমাণবিক স্থাপনার নিরাপত্তা বা আশপাশের পরিবেশের জন্য কোনো ঝুঁকি তৈরি করে না। জনসাধারণকে এ নিয়ে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, পারমাণবিক প্রযুক্তি ব্যবস্থাপনায় আরও একধাপ এগিয়েছে রাশিয়া। তাদের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক অপারেটর ইনফর্মেশন সাপোর্ট সিস্টেম, যা বাংলাদেশের রূপপুর প্রকল্পের একটি রেফারেন্স হিসেবে বিবেচিত হচ্ছে। এই উদ্ভাবন ভবিষ্যতে রূপপুরেও সংযুক্ত হতে পারে, যা কেন্দ্রটির কার্যক্রম আরও নিরাপদ ও কার্যকর করবে বলে আশা করা হচ্ছে।

রূপপুর পারমাণবিক প্রকল্প বাংলাদেশের বিদ্যুৎখাতে এক যুগান্তকারী মাইলফলক, যা জাতীয় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে। তবে এর প্রতিটি ধাপেই অত্যন্ত সতর্কতা এবং আন্তর্জাতিক মান বজায় রাখা হচ্ছে, যাতে পারমাণবিক নিরাপত্তা এবং জনসচেতনতা উভয়ই নিশ্চিত থাকে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ