নওগাঁয় ছাত্রদলের হুঙ্কার: ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ১৬:০৩:১৫
নওগাঁয় ছাত্রদলের হুঙ্কার: ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’

নওগাঁয় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গর্জে উঠেছে নানা প্রতিবাদী স্লোগান। ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘মানুষ মরে উল্লাস করে, ইন্টারিম কী করে’—এমন শ্লোগানে মুখর হয়ে উঠে নওগাঁ শহরের রাজপথ। সোমবার (১৪ জুলাই) দুপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে কেডির মোড় দলীয় কার্যালয় পর্যন্ত অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন, যিনি সমাবেশের সভাপতিত্বও করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা। বক্তারা অভিযোগ করেন, মিটফোর্ড হাসপাতালে সাম্প্রতিক যেভাবে প্রকাশ্যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা শুধু জঘন্য নয়, এটি মানবাধিকার ও মানবিকতার পরিপন্থী এক বর্বরতা। এই ঘটনার মাধ্যমে সরকারপ্রধানের ব্যর্থতা ও শাসনের নৃশংস রূপ উন্মোচিত হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

ছাত্রদল নেতারা বলেন, দেশে একটি অদৃশ্য সংগঠন সক্রিয়ভাবে সামাজিক অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তারা শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি সাধারণ ছাত্রদের আতঙ্কে রাখছে। এসব তৎপরতায় প্রশাসন নির্লিপ্ত থাকায় আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটছে। তাদের অভিযোগ, এই গোপন নেটওয়ার্ককে প্রশ্রয় দেওয়া হচ্ছে, যার ফলে শিক্ষার পরিবেশ দিনদিন ধ্বংস হচ্ছে।

সমাবেশে বক্তারা স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মিটফোর্ড হত্যাকাণ্ডের দায় সরকার এড়াতে পারবে না। তারা নিহত ছাত্রদল নেতা সোহাগ হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে না হলে দেশজুড়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাসেল, সাংগঠনিক সম্পাদক অমিয় কুমার সরকার, ছাত্রনেতা আবু সালেহ স্নেহ, ফায়সাল আজম অলি, হাফিজুর রহমান আকাশ, আজিজুল ইসলাম, তাইজুল ইসলাম তাজ, মনোয়ার হোসেন রাঙ্গা, শাজাহান বাদশা, আল-আমিন বাদশা, হৃদয় মাহমুদ, মুন ও সঞ্জীবসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বক্তারা আরও বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দলের কণ্ঠরোধের চেষ্টা চলছে। কিন্তু ছাত্রদল অতীতেও স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও সেই সাহস দেখাবে। দেশবাসীর প্রতি তাদের আহ্বান—এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সকলকে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ