সংসদে নারী প্রতিনিধি নয়, চাই নারী নেতৃত্ব: আলী রীয়াজের আহ্বান

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ১৩:০৭:৪৫
সংসদে নারী প্রতিনিধি নয়, চাই নারী নেতৃত্ব: আলী রীয়াজের আহ্বান

জুলাই গণঅভ্যুত্থানে নারীদের গৌরবোজ্জ্বল ও বলিষ্ঠ ভূমিকার কথা স্মরণ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ২০২৪ সালের ১৪ জুলাইয়ের রাতের সেই প্রতিরোধ আন্দোলন নারীদের সাহসী অংশগ্রহণ ছাড়া সম্ভব হতো না। তিনি বলেন, “আন্দোলন যেভাবে বেগবান হয়েছিল, সেটি নারীদের অসাধারণ অংশগ্রহণ ছাড়া সম্ভব হতো না।” তাই রাষ্ট্র পুনর্গঠনের প্রক্রিয়ায় নারীদের সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক মর্যাদা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৩তম দিনে সূচনা বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক রীয়াজ। দিনটির আলোচ্যসূচি ছিল সংসদে নারী আসনের সংরক্ষণ এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদের সম্ভাব্যতা। তিনি বলেন, “আজ ১৪ জুলাই এক বছর আগে এই দিনে আমাদের আন্দোলনে বড় বাঁক এসেছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী লড়াই এক বিশাল গতি পায়, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীরা রাতারাতি পথে নেমে আসেন।”

তিনি জানান, নারীদের এই প্রতিবাদ ও প্রতিরোধই আন্দোলনের গতি বাড়িয়ে দেয়। ওই রাতের দৃশ্য, যেখানে নারীরা ন্যায়ের দাবিতে রাজপথে দাঁড়িয়ে গর্জে উঠেছিলেন, তা শুধু একটি রাজনৈতিক আন্দোলনের অংশ ছিল না, বরং রাষ্ট্রের ভবিষ্যৎ রূপ নির্মাণের প্রারম্ভ। এজন্যই নারীকে কেবল ‘আন্দোলনের সৈনিক’ নয়, রাষ্ট্র পরিচালনার অন্যতম শক্তি হিসেবে বিবেচনায় আনতে হবে বলে মন্তব্য করেন অধ্যাপক রীয়াজ।

এদিন সংস্কৃতি মন্ত্রণালয় ১৪ জুলাইকে ‘জুলাই নারী দিবস’ হিসেবে ঘোষণা করে। এর প্রেক্ষিতে তিনি বলেন, “এই ঘোষণাকে শুধু প্রতীকী না রেখে আমাদের উচিত নারীর প্রতিনিধিত্ব, ক্ষমতায়ন এবং মর্যাদাকে সাংবিধানিক কাঠামোর মধ্যে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।” সংসদে নারীর কোটার বাইরে বাস্তবিক প্রতিনিধিত্বের দাবি তুলে তিনি বলেন, “নারী যেন কেবল কোটায় নয়, সত্যিকারের রাজনৈতিক অবস্থান এবং সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রেও স্থান পায়।”

সংলাপে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং অধ্যাপক ড. আইয়ুব মিয়া। সংলাপটি পরিচালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

অধ্যাপক আলী রীয়াজ আশাবাদ ব্যক্ত করেন, নারী প্রতিনিধিত্ব এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ বিষয়ক আলোচনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সম্মিলিত মতৈক্য গড়ে উঠবে। নারীকে রাষ্ট্রের প্রতিটি স্তরে মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত করার পথ তৈরি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ