আবু সাঈদ হত্যা: পলাতক ২৪ আসামির জন্য প্রকাশ্যে বিজ্ঞপ্তির নির্দেশ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৩ ১৮:২১:৪১
আবু সাঈদ হত্যা: পলাতক ২৪ আসামির জন্য প্রকাশ্যে বিজ্ঞপ্তির নির্দেশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় পলাতক ২৪ জন আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রোববার (১৩ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশনা দেন।

মামলার আসামিদের তালিকায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদ এবং সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ মোট ৩০ জন। এর মধ্যে চারজন আগে থেকেই আদালতে আত্মসমর্পণ করেছেন, দুইজন অন্য মামলায় গ্রেপ্তার অবস্থায় রয়েছেন এবং বাকিরা পলাতক।

এর আগে, ১০ জুলাই ট্রাইব্যুনাল ২৬ জন আসামিকে হাজির হওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেয়। তবে পরে জানা যায়, এই তালিকাভুক্ত আসামিদের মধ্যে রাফিউল হাসান রাসেল এবং মো. আনোয়ার পারভেজ নামে দুইজন ইতোমধ্যে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে রয়েছেন। এ বিষয়টি জানার পর আদালত তাদের ব্যাপারে আগের আদেশ থেকে সরে আসে এবং স্পষ্ট করে জানায়, ওই দুই আসামিকে আগামী ২২ জুলাই ট্রাইব্যুনালে হাজির করতে হবে।

বিচারপতির বেঞ্চ থেকে জানানো হয়, যেহেতু আদালতের আগে দেওয়া আদেশে সংশোধন আনা হয়েছে, তাই তা নতুন করে কার্যকর করার প্রয়োজন নেই; বরং বাকি পলাতক ২৪ জন আসামিকে আত্মসমর্পণে বাধ্য করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশই যথেষ্ট হবে।

আবু সাঈদ হত্যা মামলা দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা, প্রশাসনিক দায় এবং বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্তরের সাবেক উচ্চপদস্থ ব্যক্তিদের আসামি তালিকায় থাকাটা এই মামলাকে আরও আলোচিত করেছে।

আদালতের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। তাঁরা বলছেন, পলাতক আসামিদের আইনের আওতায় আনার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ একটি কার্যকর পদক্ষেপ হতে পারে, যা মামলার দ্রুত নিষ্পত্তির পথ সুগম করবে। একই সঙ্গে, এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়বদ্ধতা ও স্বচ্ছতা নিয়ে সমাজের আস্থার পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন শিক্ষাবিদরাও।

আদালতের এই নির্দেশের পর এখন নজর থাকবে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ ও পলাতকদের আত্মসমর্পণ ঘিরে পরবর্তী পদক্ষেপের দিকে। আগামী ২২ জুলাই এই মামলার শুনানির পরবর্তী দিন ধার্য রয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ