‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ দিয়ে ইতিহাসের পাতায় ফিরছে ৫ আগস্ট

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৩ ১৯:৪৩:৩৩
‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ দিয়ে ইতিহাসের পাতায় ফিরছে ৫ আগস্ট

বৈষম্যহীন ও ন্যায়ের ভিত্তিতে গড়ে ওঠা একটি বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যে আন্দোলন ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বিজয়ের মুখ দেখেছিল, তারই স্মারক হিসেবে দেশজুড়ে গড়ে তোলা হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’। এই অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সারা দেশে শহীদদের স্মরণে স্থাপন করছে স্মৃতিস্তম্ভ। সেই কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৪ জুলাই বিকেল ৩টায় নারায়ণগঞ্জে উদ্বোধন হতে যাচ্ছে প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’।

রোববার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’-এর অধীনে স্মৃতিস্তম্ভের এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ স্থানে। অনুষ্ঠানটিকে ঘিরে ইতোমধ্যে প্রশাসনিক প্রস্তুতি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর তৎপরতা বেড়েছে।

এই উদ্বোধনী আয়োজনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা উপস্থিত থাকবেন। আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প ও গৃহায়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এই আয়োজনে অংশ নেবেন।

গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ স্মৃতিস্তম্ভ হবে একটি প্রতীক—যা শুধু অতীতকে স্মরণ করাবে না, বরং আগামী দিনের প্রজন্মকে শিখাবে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণের লড়াইয়ের ইতিহাস। স্মৃতিস্তম্ভটি হবে জাতির একতা, ত্যাগ এবং চেতনার এক অনন্য প্রতিচ্ছবি।

এ উদ্যোগের মধ্য দিয়ে ‘জুলাই অভ্যুত্থান’ কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ থাকবে না, বরং তা জনগণের মাঝে পুনর্জাগরণের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এই আয়োজন পৌঁছে দেবে সমতার স্বপ্ন ও সংগ্রামের বার্তা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ