ফেসবুকে ক্ষমা চেয়ে পোস্ট, ঢাবি ছাত্রের রহস্যজনক মৃত্যু ভোরে

ক্যাম্পাস ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ১৮:২৩:৩০
ফেসবুকে ক্ষমা চেয়ে পোস্ট, ঢাবি ছাত্রের রহস্যজনক মৃত্যু ভোরে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের নবনির্মিত রবীন্দ্র ভবনের নিচ থেকে উদ্ধার করা হয়েছে anthropology বিভাগের শিক্ষার্থী সঞ্জু বারাইকের রক্তাক্ত মরদেহ। রবিবার দিবাগত রাতে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোক ও স্তব্ধতা। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি আত্মহত্যার ঘটনা হলেও, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

সঞ্জু বারাইক ছিলেন নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়। তিনি জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। জানা গেছে, ঘটনার কয়েক ঘণ্টা আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন তিনি, যেখানে নিজের ভুল স্বীকার করে সবার কাছে ক্ষমা চান। পোস্টে তিনি লেখেন, ‘আমি দিনের পর দিন অন্যকে দোষ দিয়ে ভুল করেছি, কাউকে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানিয়েছেন, ভোরের দিকে রবীন্দ্র ভবনের নিচে এক শিক্ষার্থীর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে সহপাঠীরা ও হল কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল জানান, কিছুদিন ধরেই সঞ্জু মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা জানিয়েছেন। ঘটনার দিন তিনি হলেই ছিলেন না, তবে ভোর ৪টার দিকে ফিরে আসেন এবং কিছুক্ষণ পরই ভবনের ছাদে উঠে যান। এর কিছু পরেই ঘটে মর্মান্তিক ঘটনাটি।

শাহবাগ থানার ওসি খালিদ মুনসুর বলেন, হলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে সঞ্জু ভবনের ছাদ থেকে নিচে পড়ছেন। তবে তিনি লাফ দিয়েছেন নাকি পা পিছলে পড়ে গেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে, তবে বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

সঞ্জুর মৃত্যুকে কেন্দ্র করে তাঁর সহপাঠী ও বিশ্ববিদ্যালয়জুড়ে সহানুভূতির পাশাপাশি প্রশ্ন উঠেছে মানসিক স্বাস্থ্য নিয়ে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পরিবার এই ঘটনার সত্যিকারের কারণ খুঁজে বের করতে তৎপর রয়েছে। ইতিমধ্যে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ